বুটেক্সের সাব্জেক্টে চয়েস কনফিউশন এবং বাস্তবতা - Textile Lab | Textile Learning Blog
Subject Choice Confusion এবং বাস্তবতা

পোস্টটা পড়ার আগে সবাই একবার নিচের ছবিগুলোতে চোখ বুলিয়ে নাও। এটা হচ্ছে বুটেক্সের ফার্স্ট ইয়ারের সিলেবাস। লক্ষ্য করলে দেখবা সবগুলো ডিপার্টমেন্টেরই সাব্জেক্ট কিন্তু সেইম এবং Department-wise subject গুলো Interchange করে শুধু। এটা শুধু ফার্স্ট ইয়ার না, থার্ড ইয়ার পর্যন্ত। বুটেক্সের সবগুলো ডিপার্টমেন্টে কমবেশি ক্রেডিট থাকে ১৬৫ এর মতো, এর মাঝে ১২০ ক্রেডিট সকল ডিপার্টমেন্টে সমান। বাকি যেই ক্রেডিট গুলো থাকে সেগুলো জব সেক্টরে এতো প্রভাব ফেলেনা। কারন বুটেক্সের সাব্জেক্টগুলোর সবচেয়ে ভাল দিক হচ্ছে এইখানে তোমার জন্য নিজের ভালো লাগার দিকটা খুজে বের করে নিজের ইচ্ছানুযায়ী জব করতে পারবা।

ধরো তুমি ভর্তি হলা ফিজিক্স+ম্যাথ রিলেটেড কোন একটা ডিপার্টেমেন্টে, কিন্তু থার্ড ইয়ারের পর বুঝতে পারলা যে তোমার ভাল লাগছে টেক্সটাইলের কেমিক্যাল বিষয়গুলো, তখন তুমি কিন্তু Easily ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল Based জব করতে পারবা এবং দেখা যাবে তোমার ডিপার্টমেন্ট কেমিক্যাল না হওয়া সত্ত্বেও তুমি অন্যান্য সবার থেকে এগিয়ে গেছো চার-পাচ বছর পর, কারন তোমার কাজের সাথে প্যাশন ছিল যা তোমাকে অন্য ১০জন থেকে সবসময় সামনে এগিয়ে রাখবে।

এখন সাব্জেক্ট চয়েস দেবার সময় মনে হওয়াটা স্বাভাবিক-কোনটা আগে দিব পরে দিব! কিন্তু Trust me, আমরা ভার্সিটিতে আছি আমরা বুঝি! বুটেক্সে ডিপার্টমেন্ট জব সেক্টরে কোন প্রভাবই ফেলেনা, যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে তোমার চার বছরের প্রিপারেশন+Skill! আর Normally Multinational Job গুলো থাকে বুটেক্সিয়ানদের Dream, সেখানে কিন্তু তুমি কোন ডিপার্টমেন্ট ছিলা সেটা জিজ্ঞাসাও করবেনা ভাইভার সময়। সেখানে শুধু তোমার স্কিল+পারসোনালিটি+ চার বছর কি কি করেছো সেটা দেখবে।

আমি অসংখ্য সিনিয়র ভাইয়া-আপুদের উদাহরন দেখাতে পারবো, যারা ডিপার্টমেন্ট দিয়ে না, নিজ যোগ্যতায় এত ভাল একটা জব লাইফ শুরু করেছেন যেটা আমাদের সবার জন্য আদর্শ। টেক্সটাইল World এ তুমি 'BUTEXian'- এইটাই তোমার পরিচয় এবং Trust me, এই পরিচয়টা অনেক মুল্যবান। বাংলাদেশে টেক্সটাইল থেকে যতটা হালাল এবং Huge পরিমান ইনকাম করা সম্ভব সেটা অন্য খুব কম সেক্টর থেকে করা যায়। সৎ পথে থেকে যদি খুব ভাল একটা লাইফস্টাইল গড়ে তুলতে চাও তার জন্য বুটেক্স তোমাদের জন্য হবে বেস্ট চয়েস। কেউ যদি নিজের র‍্যাংক মোটামুটি ভাল কিন্তু পিছনের দিকে দেখে ভর্তি না হউ, তাহলে সত্যিই বেপারটা আক্ষেপের। এইজন্যই আমরা সবসময় বলি, সবগুলো সাব্জেক্ট রিভিউ পড়ো একবার, তারপর দেখো কোনটা তোমার কাছে Interesting লাগে। জব সেক্টরের কথা ভুলে যাও কিছুক্ষনের জন্য,  ভালো লাগাটার উপর ফোকাস করো। "ভাইয়া, কি সাব্জেক্ট পাবো"- এই কোয়েশ্চেন না করে জিজ্ঞাসা করো- "ভাইয়া, আমার র‍্যাংক এত, ভর্তি হতে পারব তো? পরের প্রসেসটা বলুন।"






















Pranto Dey 
Fabric Engineering,
BUTEX

বুটেক্সের সাব্জেক্টে চয়েস কনফিউশন এবং বাস্তবতা

Subject Choice Confusion এবং বাস্তবতা

পোস্টটা পড়ার আগে সবাই একবার নিচের ছবিগুলোতে চোখ বুলিয়ে নাও। এটা হচ্ছে বুটেক্সের ফার্স্ট ইয়ারের সিলেবাস। লক্ষ্য করলে দেখবা সবগুলো ডিপার্টমেন্টেরই সাব্জেক্ট কিন্তু সেইম এবং Department-wise subject গুলো Interchange করে শুধু। এটা শুধু ফার্স্ট ইয়ার না, থার্ড ইয়ার পর্যন্ত। বুটেক্সের সবগুলো ডিপার্টমেন্টে কমবেশি ক্রেডিট থাকে ১৬৫ এর মতো, এর মাঝে ১২০ ক্রেডিট সকল ডিপার্টমেন্টে সমান। বাকি যেই ক্রেডিট গুলো থাকে সেগুলো জব সেক্টরে এতো প্রভাব ফেলেনা। কারন বুটেক্সের সাব্জেক্টগুলোর সবচেয়ে ভাল দিক হচ্ছে এইখানে তোমার জন্য নিজের ভালো লাগার দিকটা খুজে বের করে নিজের ইচ্ছানুযায়ী জব করতে পারবা।

ধরো তুমি ভর্তি হলা ফিজিক্স+ম্যাথ রিলেটেড কোন একটা ডিপার্টেমেন্টে, কিন্তু থার্ড ইয়ারের পর বুঝতে পারলা যে তোমার ভাল লাগছে টেক্সটাইলের কেমিক্যাল বিষয়গুলো, তখন তুমি কিন্তু Easily ইন্ডাস্ট্রিতে কেমিক্যাল Based জব করতে পারবা এবং দেখা যাবে তোমার ডিপার্টমেন্ট কেমিক্যাল না হওয়া সত্ত্বেও তুমি অন্যান্য সবার থেকে এগিয়ে গেছো চার-পাচ বছর পর, কারন তোমার কাজের সাথে প্যাশন ছিল যা তোমাকে অন্য ১০জন থেকে সবসময় সামনে এগিয়ে রাখবে।

এখন সাব্জেক্ট চয়েস দেবার সময় মনে হওয়াটা স্বাভাবিক-কোনটা আগে দিব পরে দিব! কিন্তু Trust me, আমরা ভার্সিটিতে আছি আমরা বুঝি! বুটেক্সে ডিপার্টমেন্ট জব সেক্টরে কোন প্রভাবই ফেলেনা, যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে তোমার চার বছরের প্রিপারেশন+Skill! আর Normally Multinational Job গুলো থাকে বুটেক্সিয়ানদের Dream, সেখানে কিন্তু তুমি কোন ডিপার্টমেন্ট ছিলা সেটা জিজ্ঞাসাও করবেনা ভাইভার সময়। সেখানে শুধু তোমার স্কিল+পারসোনালিটি+ চার বছর কি কি করেছো সেটা দেখবে।

আমি অসংখ্য সিনিয়র ভাইয়া-আপুদের উদাহরন দেখাতে পারবো, যারা ডিপার্টমেন্ট দিয়ে না, নিজ যোগ্যতায় এত ভাল একটা জব লাইফ শুরু করেছেন যেটা আমাদের সবার জন্য আদর্শ। টেক্সটাইল World এ তুমি 'BUTEXian'- এইটাই তোমার পরিচয় এবং Trust me, এই পরিচয়টা অনেক মুল্যবান। বাংলাদেশে টেক্সটাইল থেকে যতটা হালাল এবং Huge পরিমান ইনকাম করা সম্ভব সেটা অন্য খুব কম সেক্টর থেকে করা যায়। সৎ পথে থেকে যদি খুব ভাল একটা লাইফস্টাইল গড়ে তুলতে চাও তার জন্য বুটেক্স তোমাদের জন্য হবে বেস্ট চয়েস। কেউ যদি নিজের র‍্যাংক মোটামুটি ভাল কিন্তু পিছনের দিকে দেখে ভর্তি না হউ, তাহলে সত্যিই বেপারটা আক্ষেপের। এইজন্যই আমরা সবসময় বলি, সবগুলো সাব্জেক্ট রিভিউ পড়ো একবার, তারপর দেখো কোনটা তোমার কাছে Interesting লাগে। জব সেক্টরের কথা ভুলে যাও কিছুক্ষনের জন্য,  ভালো লাগাটার উপর ফোকাস করো। "ভাইয়া, কি সাব্জেক্ট পাবো"- এই কোয়েশ্চেন না করে জিজ্ঞাসা করো- "ভাইয়া, আমার র‍্যাংক এত, ভর্তি হতে পারব তো? পরের প্রসেসটা বলুন।"






















Pranto Dey 
Fabric Engineering,
BUTEX

কোন মন্তব্য নেই: