SHRINKAGE : -
কোন কাপড়ে যদি Length এ Shrinkage ফেল করে তাহলে ঐ কাপড় ফিনিশ করার সময় ডায়া + করে ফিনিশ করলে পাশ করবে।
যেমন:- L- 10 হলে ডায়া ৩ ইঞ্চি + করলে shrinkage পাশ করবে। অনুরোপভাবে কোন কাপড়ে যদি Width ফেল করে তাহলে একই পদ্ধতিগত ভাবে কাজ করলে ভাল ফল পাওয়া যাবে।যদি কোন কাপড়ে length & width দুইটাই ফেল করে তাহলে ঐ কাপড়কে 90% Dry করে টাম্বুল করলে পাশ করবে, সেই ক্ষেত্রে Shrinkage plus হয়ে যেতে পারে।মনে রাখতে হবে প্রতি ১ইঞ্চি ডায়া (+) বা ( -) করলে shrinkage 1.5% কমে।
Twisting :-
কোন কাপড়ে যদি Twisting ফেল করে,, তাহলে ঐ কাপড়কে angle compacting করে ফিনিশ করলে ভাল ফল পাওয়া যাবে। যদি তাতে পাশ না করে তাহলে ঐ কাপড়কে স্লিটিং এ ভিজিয়ে Full angle দিয়ে stenter করে Full angle দিয়ে Compacting করে ভাল ফলাফল পাওয়া যাবে,,, যদি এতেও পাশ না করে তাহলে 80% dry করে ট্রাম্বল করলে পাশ করবেই।
Gsm:-
কোন কাপড়ে Gsm যদি বেশি হয় তাহলে ডায়া + করে overfeed কমিয়ে ফিনিশ করলে Gsm ঠিক হবে।
কোন কাপড়ে যদি Gsm কম হয়,, সে ক্ষেত্রে full overfeeding / Full vibration দিয়ে নরমাল ডায়ায় ফিনিশ করলে Gsm বৃদ্ধি করা যায়। এর পরেও Gsm না বৃদ্ধি পায় তাহলে 50% Dry 50% Wet করে টাম্বুল করলে Gsm বৃদ্ধি পাবে। সব পদ্ধতি ব্যবহার করার পরেও যদি Gsm নাহ বাড়ে তাহলে ইউরিয়া ব্যবহার করলেই Gsm বাড়বে,,, এর পর যদি নাহ বাড়ে তাহলে ঐ কাপড় বাতিল করে নতুন করে কাপড় বানাতে হবে।
Phenolic yellowing :-
কোন কাপড়ের যদি yellowing test করা হয় তাহলো ঐ কাপড়কে ডাইং এন্ড ফিনিশিং উভয়ে Non ionic softener অবশ্যই ব্যবহার করতে হবে। যদি কোন কাপড় test ফেল করে আর যদি তার Grade হয় 2-3 তাহলে ঐ কাপড়কে পুনরায় Non - ionic softener ব্যবহার করে PH 3- 4 রেখে ডাবল প্যাডারে ঐ chemical ব্যবহার করলে পাশ করবে।
Pilling :-
কোন কাপড়ে যদি pilling গ্রেড অনেক খারাপ হয় তাহলে ঐ কাপড়কে singeing করার সময় Speed কমিয়ে singeing করলে ভাল ফলাফল পাওয়া যাবে,,, যদি তার পরেও খারাপ হয় তাহলে ঐ কাপড়কে আগে Heat set করে, তারপর ঐ কাপড়কে singeing করে তারপর enzyme করে ফিনিশ করলে ভাল ফলাফল পাওয়া যাবে।
Bush appearance :-
কোন কাপড়ে যদি Brush appearance ফেল করে তাহলে তা ঐ কাপড়কে Brush করার পর Siliting করে তারপর Stenter করে তারপর Shearing করে, তারপর আবার Stenter করে compacting করে ফিনিশ করলে ভাল ফলাফল পাওয়া যাবে। এরপরেও যদি Appearance খারাপ করে তাহলে ঐ কাপড়কে Dyeing machine a wash করে তারপর siliting করে Stenter করে ফিনিশ করলে পাশ করবে।
Written By:
মো: জাকের হোসেন
FAKIR Apparels Ltd
1 টি মন্তব্য:
Learn-able Post
একটি মন্তব্য পোস্ট করুন