টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্টার্ভিউ বোর্ডে নিজেকে কনফিডেন্ট রাখার কৌশলঃ
১. প্রথমত বলবো টেক্সাস জব পাবো এই আশা নিয়ে ভাইবা বোর্ডে যাবার দরকার নেই যদি যেতে চান নিজেকে সবার সেরা প্রমান করতে তবে আপনি যান সেখানে। আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে । আর কনফিডেন্ট স্ট্রেইট ফরোয়ার্ড লোক টেক্সটাইল এর জন্য পারফেক্ট ।
২. আপনি কি হায়ার স্টাডির জন্য ইচ্ছুক?
একে বারে না আমার আপাতত কোন ইচ্ছে নেই, আমি এখন জবে কন্সেন্ট্রেশন দিতে চাই করন ২-১ বছরে আমি নিজের কাজ দায়িত্ব বুঝে নিতে চাই, আর সেক্টর প্রতিযোগিতা পুর্ন এখন দ্রুত কাজ শিখতে চাচ্ছি ।
৩. দেরী করছে বসিয়ে রাখছে ভাইবা নিয়ে বিরক্তিকর একটা অবস্থা!! কি করা ?
টেক্সটাইল মিল খুবি বিজি একটা ফেক্টরি সারদিন নানা সমস্যা লেগেই থাকে, একের পর এক মিটিং লেগেই থাকে আর সকাল ১২-১ কাজ গোছাতে লাগে তাই সময় নিয়ে ভাইবা যখন নেয় তখন বিকেল হয়ে যায় । বিরক্ত হবার কিছু নেই তাদের কথা বিবেচনা করে না হয় অপেক্ষা করলে ২-৩ ঘন্টা আপনার তো কাজ নেই এটা একটা কাজ টাইম এমনি কেটে যাবে।
৪. অপরিচিত লোকের ভিতি, ভাইবা বোর্ড
চিল, ভয় পাবার কিছু নেই সবাই আপনার অপরিচিত তাই কনফিডেন্ট থাকুন কারন জব পাবার আগে পর্যন্ত তারা আপনার রিপোর্ট বস না যে আপনি ভুল করলে আপনার ইনক্রিমেন্ট কমিয়ে দিবে বা শো কজ করবে নরমালি আপনার যারা ভাইবা বোর্ডে থাকে GM, PM, AGM, HR, Admin এদের হেড । এদের সামনে আপনার আনহা ভয় পাবার কিছু নেই বরং ভয় আপনার কনফিডেন্স নষ্ট করবে।
৫. স্যালারি জিজ্ঞেস করা, জব এক্সপেরিয়েন্স ওয়ার্ক এক্সপেরিয়েন্স জিজ্ঞেস করা
আপনাকে তারা আপনার এক্সপেকটেশন জিজ্ঞেস করবে নরমালি ফেক্টরির একটা নিজস্ব কাঠামো আছে তারা কোন পোস্টের জন্য কতো পে করে, আপনি কি এর উপরে চলে যাচ্ছেন কিনা তা তারা দেখবে আপনার উচিৎ তাদের রেঞ্জ স্টাডি করে যাওয়া, কিন্ত আপনি যখন রেপুটেটেড কোম্পানি থেকে যাবেন বা নির্দিষ্ট কাজের অভিজ্ঞতা নিয়ে যাবেন তখন রেঞ্জ আর কাজ করবে না আপনার সাথে তারা নিগোসিয়েশন এ যাবেন তারা । ম্যানেজমেন্ট সেইভিং চাইবে কিন্ত আপনাকে আপনার সুযোগে আপনার হিসেব বুঝে নিতে হবে জয়েনের সময় বাড়িয়ে না গেলে পরে ইনক্রিমেন্টে তেমন বাড়ে না।
ওয়ার্ক এইজ এটাতে অনেস্ট হবেন কারন আপনার সামনে বসা লোকজনের ১৫-২০ বছরের অভিজ্ঞতা আছে তারা চেহারা দেখে আপনার এক্সপেরিয়েন্স কলে দিতে পারবেন তাদের সামনে মিথ্যে বলতে যাবেন না। তাদের কে আপনি এক্স ফেক্টরির নাম বললে তারা আপনার স্যালারি টু এক্সপেরিয়েন্স সব বলে দিতে পারবেন।
৬. রানিং জব নাকি জব লেস !!
আমাদের ম্যানেজমেন্ট জব লেস দের একভাবে ট্রিট করে আর আর যাদের তাদের অন্য ভাবে, জব যাদের রানিং তাদের সম্মান বেশি করে তাই আপনার জব রানিং আছে সেটাই বলা উচিৎ কারন আমাদের এখানে আপনি অনেস্টি দেখালে আপনার অনেস্টিকে আপনার অযোগ্যতা হিসেবে কাউন্ট করবে।
ডিউটি ডিউরেশন, ইনক্রিমেন্ট, ডিপার্টমেন্ট সেকশন ক্লিয়ার করে নেয়া !!!
আপনি যেমন ব্যাংকে গেলে হিসেব ১০০% বুঝে নিয়ে বের হন এখানে সব সুযোগ সুবিধা ডিউটি ডিউরেশন, ইনক্রিমেন্ট, ডিপার্টমেন্ট সেকশন ক্লিয়ার করে নিবেন কারন পরে নিয়োগের পর তারা কিছুই দিভে না এদিকে আপনার আগের জবে রিজাইন দেয়া শেষ আপনি নিরুপায় ।
আপনি শিফট চালাতে হবে !!!
হম পারবো সমস্যা নেই ।
৭. আগের জব কেনো ছাড়লেন ????
স্যার আমার ক্যারিয়ার গ্রোথ দরকার আমি স্যার নতুন এনভাইরনমেন্ট চাচ্ছি, আগের ফেক্টরিতে তেমন স্যামস্যা নেই । আমার নিউ বায়ার , রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছি।
টেক্সটাইল জবে ভাইবায় শুধু প্যাচাবে এদের সাথে আপনাকে দুর্বল হওয়া যাবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন