পিগমেন্ট ওয়াস
পিগমেন্ট ওয়াস মুলত করা হয় পিগমেন্ট ডাইং করা গার্মেন্টস এর ক্ষত্রে অথবা পিগমেন্ট প্রিন্ট করা গার্মেন্টসের ক্ষত্রে । এটা করা হয় মুলত ফেব্রিকের এন্টিক লুকের কারনে। পিগমেন্ট ডাইং এর পর গার্মেন্টস স্টিফ হয়ে যায় মুলত এটা দূর করার জন্য এমন করা হয়।
প্রথম স্টেইজঃ
১. ব্যাচ ওয়েট ধরলাম ৮০ কেজি টুইল / ক্যানভাস প্যান্ট
২. ওয়াটার রেশিও বা লিকার রেশিও L:R - 1:8, তা হলে সে অনুযায়ী ওয়াটার রিকয়ারমেন্ট (৮০ X ৮) =৬৪০ লিটার
৩. পানি দেয়া হয়ে গেলে মেশিন রান দিতে হবে।
৪. ক্যামিকেল ডোজিংঃ
কাস্টিক সোডা 0.8 gpl হারে 512 গ্রাম
সোডা এশ 1.50 gpl হারে 960 গ্রাম
Ditergent 0.8 gpl হারে 512 গ্রাম
কাস্টিক সোডা 0.8 gpl হারে 512 গ্রাম
সোডা এশ 1.50 gpl হারে 960 গ্রাম
Ditergent 0.8 gpl হারে 512 গ্রাম
৫. টেম্পারেচার ৫০°C - ৬০°C ডিগ্রী টেম্পারেচারে চালাতে হবে
৬. রানটাইম নির্দিষ্ট না এটা নির্ভর করবে আমাদের সেডের এচিভমেন্ট এর উপর। যতো সেড না আসবে ততোক্ষন মেশিনে ফেব্রিক চালাতে হবে।
৭. সেড আসলে এর পর বাথ ড্রেইন করে দিতে হবে।
৮. ৫০ ডিগ্রি টেম্পারেচারে ৫ মিনিটের একটা হট ওয়াস
৯.বাথ ড্রেইন করে ঠান্ডা পানিতে ৫ মিনিটের একটা হট ওয়াস করে নিতে হবে।
১০. এর পরে একটা কোল্ড ওয়াস দিতে হবে
সেকেন্ড স্টেইজঃ
১. ওয়াটার লিকার রেশিও L:R - 1: 6 হারে 480 লিতের
২. মেশিন রানিং
৩. ক্যামিকেল ডোজিংঃ
ফ্লেক্স সফেনার 0.6 Gram / Liter - 252 gm
এসিটিক এসিড 0.5 Gram / Liter - 210 gm(pH 4.5-5.5)
স্লিপ হেন্ড ফিলের জন্য সিলিকন 0.4 Gram / Liter - 192 gram
ফ্লেক্স সফেনার 0.6 Gram / Liter - 252 gm
এসিটিক এসিড 0.5 Gram / Liter - 210 gm(pH 4.5-5.5)
স্লিপ হেন্ড ফিলের জন্য সিলিকন 0.4 Gram / Liter - 192 gram
ক্যামিকেল ডোজিং করে রানটাইম দিতে হবে ১৫-২৫ মিনিট
৪. ১৫-২৫ মিনিট পর এর পর বাথ ড্রেইন দিতে হবে।
৫. এর পরে কোল্ড ওয়াস করে নিতে হবে গার্মেন্টস গুলিকে।
৬. আনলোড করে ট্রলিতে নিতে হবে।
৩য় স্টেপ
হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটারক্টিং টাইম।
হাইড্রোএক্সট্রাকটরে দিয়ে ফেব্রিকের ভেতরে এক্সেস ওয়াটার রিমুভ করে ফেলতে হবে, ২-৪ মিনিট এক্সটারক্টিং টাইম।
৪র্থ স্টেপঃ
স্টিম ড্রায়ার / গ্যাস ড্রায়ার ব্যাবহার করে ড্রাই করা যেতে পারে এবং এখানে দুটা ড্রায়ারের ড্রাইং প্রসিডিউর দেয়া হলো
স্টিম ড্রায়ারঃ
লোড করতে হবে স্টিম ড্রায়ারে - ৫০ কেজি
টেম্পারেচার 60-70 Degree
টাইম ৪০-৫০ মিনিট
টাইম ১০-১৫ মিনিট কোল্ড ড্রাই
লোড করতে হবে স্টিম ড্রায়ারে - ৫০ কেজি
টেম্পারেচার 60-70 Degree
টাইম ৪০-৫০ মিনিট
টাইম ১০-১৫ মিনিট কোল্ড ড্রাই
গ্যাস ড্রায়ারঃ
লোড করতে হবে গ্যাস ড্রায়ারে - ৫০ কেজি
টেম্পারেচার ৭০-৮৫ Degree
টাইম ৩০-৩৫ মিনিট
টাইম ১০-১৫ মিনিট কোল্ড ড্রাই
লোড করতে হবে গ্যাস ড্রায়ারে - ৫০ কেজি
টেম্পারেচার ৭০-৮৫ Degree
টাইম ৩০-৩৫ মিনিট
টাইম ১০-১৫ মিনিট কোল্ড ড্রাই
৫ম স্টেইজঃ
মেশিন থেকে আনলোড করার সময় বডি গুলি গুনে গুনে চেক করে বের করতে হবে আর ক্যাটায়নিক সফেনার ১০০% গরম পানিতে ডিজলভ করে নিতে হবে। ডিপ সেড মেশিনে তুলে আবার রি ওয়াস করে নিতে হবে ।
পিগমেন্ট ওয়াস করা কিছু স্যাম্পল
1 টি মন্তব্য:
অসাধারণ লাগছে
একটি মন্তব্য পোস্ট করুন