কিভাবে ভাবে নীট ওভেন ফেব্রিকে কে মিটার থেকে কেজিতে কনভার্ট করার নিয়মঃ
আমরা যখন প্রিন্টিং বা কিউরিং বা স্টেনটারে, কম্পেক্টরে কাপড় চালাবো তখন মেশিন এর মিজারমেন্ট ইউনিট হবে মিটার / Meter , তখন আমাদের নীট ফেব্রিকে কে মিটার থেকে কেজিতে কনভার্ট করার প্রয়োজন হতে পারে।
মাঝে মাঝে প্রডাক্টশনের ব্যাচ কার্ড যদি হারিয়ে যায় বা কাপড় চালানোর পর আমাদের ওয়েট জানার প্রয়োজন হয় তখন আমাদের নিচের সুত্র ফলো করতে হবে।
আমরা সুত্রটি ম্যাথের মাধ্যমে করার চেস্টা করবোঃ
আমাদের যে যে তথ্য জানা লাগবে তা হলো
১. Fabrics Width
২. GSM
৩. ফেব্রিক লেন্থ
উদাহরণঃ
১. ফেব্রিক এর Lenth হলো ১৭০০ মিটার
২. Fabrics Width হলো ৭২" ইঞ্চি ( একে মিটারে কনভার্ট করে নিতে হবে আমাদের, কারন, আমরা গ্রাম পার স্কয়ার মিটার বের করবো যা পরে ১৭০০ মিটারে সাথে গুন হবে )
মিটার= ( ৭২ × ২.৫৪) ÷ ১০০
= ১.৮৩ মিটার
[ মানে আমরা যদি আমাদের ৭২ ইঞ্চি বা ইঞ্চি যাই হোক একে মিটারে নিয়ে নেই তবে আমাদের ১৭০০ মিটারের width এক সময় হবে ]
৩. আমাদের ফেব্রিক GSM = 230 Gm
এখন মুল হিসেবে আসা যাক যে ১৭০০ মিটারে আমাদের কয়কেজি ফেব্রিক হয়ঃ
Fabric Weight (Gm) = [ ফেব্রিক ওয়েট(মিটার) × ফেব্রিক এর width ( মিটার) × GSM ( গ্রাম) ]
Fabric Weight (Gm) = (1700 × 1.83 × 230) gm
Fabric Weight (Gm) = 715.530 গ্ম
Fabric Weight (Gm) = (715530÷ 1000) Kg
Fabric Weight (Gm) =715. 530 কেজি।
আমরা যখন প্রিন্টিং বা কিউরিং বা স্টেনটারে, কম্পেক্টরে কাপড় চালাবো তখন মেশিন এর মিজারমেন্ট ইউনিট হবে মিটার / Meter , তখন আমাদের নীট ফেব্রিকে কে মিটার থেকে কেজিতে কনভার্ট করার প্রয়োজন হতে পারে।
মাঝে মাঝে প্রডাক্টশনের ব্যাচ কার্ড যদি হারিয়ে যায় বা কাপড় চালানোর পর আমাদের ওয়েট জানার প্রয়োজন হয় তখন আমাদের নিচের সুত্র ফলো করতে হবে।
আমরা সুত্রটি ম্যাথের মাধ্যমে করার চেস্টা করবোঃ
আমাদের যে যে তথ্য জানা লাগবে তা হলো
১. Fabrics Width
২. GSM
৩. ফেব্রিক লেন্থ
উদাহরণঃ
১. ফেব্রিক এর Lenth হলো ১৭০০ মিটার
২. Fabrics Width হলো ৭২" ইঞ্চি ( একে মিটারে কনভার্ট করে নিতে হবে আমাদের, কারন, আমরা গ্রাম পার স্কয়ার মিটার বের করবো যা পরে ১৭০০ মিটারে সাথে গুন হবে )
মিটার= ( ৭২ × ২.৫৪) ÷ ১০০
= ১.৮৩ মিটার
[ মানে আমরা যদি আমাদের ৭২ ইঞ্চি বা ইঞ্চি যাই হোক একে মিটারে নিয়ে নেই তবে আমাদের ১৭০০ মিটারের width এক সময় হবে ]
৩. আমাদের ফেব্রিক GSM = 230 Gm
এখন মুল হিসেবে আসা যাক যে ১৭০০ মিটারে আমাদের কয়কেজি ফেব্রিক হয়ঃ
Fabric Weight (Gm) = [ ফেব্রিক ওয়েট(মিটার) × ফেব্রিক এর width ( মিটার) × GSM ( গ্রাম) ]
Fabric Weight (Gm) = (1700 × 1.83 × 230) gm
Fabric Weight (Gm) = 715.530 গ্ম
Fabric Weight (Gm) = (715530÷ 1000) Kg
Fabric Weight (Gm) =715. 530 কেজি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন