র' ক্যামিকেল - ইউজেবল ক্যামিকেল কি এই বিষয়ে কি কারো আইডিয়া আছে ?
টেক্সটাইল মিলে আমরা র' ক্যামিকেল কে ইউজেবল ফর্মে ইউজ করতে পারি কিনা ?
এতে কষ্ট সেইভ হবে কিনা ?
আমরা টেক্সটাইল মিলে বিভিন্ন ক্যামিকেল গুলি কে হাইলি কন্সেন্ট্রেটেড ফর্মে ইউজ না করে নরমালি একে ডায়ালুট করা ইউজেবলে গ্রেডে ব্যাবহার করি যেমন সিকুইস্টারিং এজেন্ট, পার অক্সাইড ৫০%, ওয়েটিং এজেন্ট ।
প্রশ্ন হলো এদের ১০০% র' ক্যামিকেল এনে আমরা যদি একে ৫০% সলিউশন বানাই বা ১০০% স্ট্রেন্থ ধরে আমরা কমজামশন কমিয়ে দেই তবে দেখা যাবে আমাদের ট্রান্সপোর্ট কষ্ট মেন পাওয়ার সেইভ হবে এতে পিউরিটি কেমন হতে পারে ।
র' সিকুস্টারিং এজেন্ট প্রতি কেজি ৬০০ টাকা একে টিউন করে ডায়ালুশন করে ১০ কেজি বানিয়ে মার্কেটিং কোম্পানি গুলি ১৫০ টাকা কেজি করে ব্রিক্রি করছে এতে ড্রাম লাগছে বেশি পরিবহণ ওর ঝামেলা বাড়ছে অনেক। ডায়ালুশন করার সময় কন্সেন্ট্রেশন বৃদ্ধির জন্য ক্যামিকেলে গ্লিসারিন মেশানো হয়।
এই বিষয়ে কারো আইডিয়া আছে ???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন