বাংলাদেশের ফ্যাশন হাউস ব্রেন্ড ডেভেলপ করার উপায় | Fashion House - Textile Lab | Textile Learning Blog
বাংলাদেশের ফ্যাশন হাউস ব্রেন্ড ডেভেলপ করার উপায়ঃ- Sicrets of BangladeshI fashion Brand Development

১. নরসিংদী (শেখের চর, বাবুরহাট)  থেকে  পছন্দ মতো পোশাক কিনুন ।

২. আমার নাম এর মতো ওয়েস্টার্ন ধাচের একটি নাম চয়েস করুন।

৩. সদরঘাট থেকে লেবেল বানান পছন্দ মত, লেবেল যতো বেশি দাম তার বেশী ( বাংগালী সাইকোলজি )।

৪. বার কোড প্রিন্ট দেয়ার মেশিনে ইচ্ছে মতো দাম বসান যতো বেশী দাম ততো ভালো মান ( বাংগালী সাইকোলজি ) ।

৫. শোরুম নিন ভালো দেখে এসির সাথে ওয়েন্টার্ন মিউজিক লাগান।

৬. ফেইসবুকে পেইজ খুলুন DSLR দিয়ে কিছু মডেল দিয়ে পিক তুলুন আর ফেইসবুকে পোষ্ট বুস্ট দিন।

৭. আর প্যাকেট হতে হবে গর্জেস প্রয়োজনে শপিং ব্যাগর প্রতিটাতে ৫০ টাকা খরচ হয় হোক, রেফারেন্স পিক হিসেবে H&M বা ফরেইন শপিং ব্যাগের ডিজাইন নিন।  ব্যাগ যতো ভালো প্রডাক্ট তত ভালো হবে নিশ্চয় ( বাংগালী সাইকোলজি ) ।

৮. ইনক্লুডিং ভেট দিয়ে  হিসেবে প্রাইস নিন তাতে।  ভ্যাট নেয় নিশ্চয় ভালো ব্রেন্ড ( বাংগালী সাইকোলজি )।

৯. স্টকলটের মাল কিনে এম্ব্রয়ডারী করিয়ে নিন নিজের লোগো  ৫-১০ টাকা নিবে পার পিস , নিজস্ব লোগো আছে নিশ্চয় ভালো ব্রেন্ড ( বাংগালী সাইকোলজি )।

১০. ইন্ডিয়া থেকে ঝুমুর নুপুর ঝিলিক পাখি এর ড্রেস এক কপি করে আনিয়ে নরসিংদী (শেখের চর, বাবুরহাট)  থেকে বানিয়ে নিন আপনার মাস্টার কপি,  আর আপনাদের কপি ক্লাস কোয়ালিটি ইনশাল্লাহ ইন্ডিয়ার চেয়ে ভালো স্বাদে তো এর ২ নাম্বার RMG এক্সপোর্টিং কান্ট্রি হইনি।

১১. দামাদামি ওয়াক   ক্ষেত, তাই ফিক্সড প্রাইস ব্যাস ফিক্সড প্রাইস মানে হাই ক্লাস, হাই কোয়ালিটি ( বাংগালী সাইকোলজি )।

আমাদের দেশ এমন একটা দেশ যেখানে এক্সপোর্ট এ ২ নাম্বার হয়েও আমাদের দেশের লোকদের ব্রেন্ড নিয়ে ধোকা দেয়া যায় এর জন্য উপরের কিছু সাইকোলজিক্যাল গেইম খেলতে হয় কাস্টমারের সাথে, ব্যাস আপনার ব্যাবসা সফল ।

এখনো এই দেশের মানুষ এক্সপোর্ট এর প্রডাক্ট কে স্ট্রিট প্রডাক্ট ভাবে যায় ইউরোপ আমেরিকান ক্লাসে তৈরি হয় তার উপর স্রিংকেজ, হেজার্ড ক্যামিকেল আর কতো টেস্টিং ।  কিন্ত লোকাল প্রডাক্ট এর কম্পোজিশন, কেয়ার লেবেল, ক্যামিকেল, টেস্ট এসিউরেন্স না পেলেও এর দাম নিচ্ছে আকাশ চুম্বী শুধু মাত্র আমাদের অজ্ঞতার জন্য।

যদি বলেন আপনাদের চুলকায় কেন তবে বলবো টেক্সটাইল এর লোক হিসেবে ঠকেন এটা আমাদের কাছে ভালো লাগে না।

বাংলাদেশের ফ্যাশন হাউস ব্রেন্ড ডেভেলপ করার উপায় | Fashion House

বাংলাদেশের ফ্যাশন হাউস ব্রেন্ড ডেভেলপ করার উপায়ঃ- Sicrets of BangladeshI fashion Brand Development

১. নরসিংদী (শেখের চর, বাবুরহাট)  থেকে  পছন্দ মতো পোশাক কিনুন ।

২. আমার নাম এর মতো ওয়েস্টার্ন ধাচের একটি নাম চয়েস করুন।

৩. সদরঘাট থেকে লেবেল বানান পছন্দ মত, লেবেল যতো বেশি দাম তার বেশী ( বাংগালী সাইকোলজি )।

৪. বার কোড প্রিন্ট দেয়ার মেশিনে ইচ্ছে মতো দাম বসান যতো বেশী দাম ততো ভালো মান ( বাংগালী সাইকোলজি ) ।

৫. শোরুম নিন ভালো দেখে এসির সাথে ওয়েন্টার্ন মিউজিক লাগান।

৬. ফেইসবুকে পেইজ খুলুন DSLR দিয়ে কিছু মডেল দিয়ে পিক তুলুন আর ফেইসবুকে পোষ্ট বুস্ট দিন।

৭. আর প্যাকেট হতে হবে গর্জেস প্রয়োজনে শপিং ব্যাগর প্রতিটাতে ৫০ টাকা খরচ হয় হোক, রেফারেন্স পিক হিসেবে H&M বা ফরেইন শপিং ব্যাগের ডিজাইন নিন।  ব্যাগ যতো ভালো প্রডাক্ট তত ভালো হবে নিশ্চয় ( বাংগালী সাইকোলজি ) ।

৮. ইনক্লুডিং ভেট দিয়ে  হিসেবে প্রাইস নিন তাতে।  ভ্যাট নেয় নিশ্চয় ভালো ব্রেন্ড ( বাংগালী সাইকোলজি )।

৯. স্টকলটের মাল কিনে এম্ব্রয়ডারী করিয়ে নিন নিজের লোগো  ৫-১০ টাকা নিবে পার পিস , নিজস্ব লোগো আছে নিশ্চয় ভালো ব্রেন্ড ( বাংগালী সাইকোলজি )।

১০. ইন্ডিয়া থেকে ঝুমুর নুপুর ঝিলিক পাখি এর ড্রেস এক কপি করে আনিয়ে নরসিংদী (শেখের চর, বাবুরহাট)  থেকে বানিয়ে নিন আপনার মাস্টার কপি,  আর আপনাদের কপি ক্লাস কোয়ালিটি ইনশাল্লাহ ইন্ডিয়ার চেয়ে ভালো স্বাদে তো এর ২ নাম্বার RMG এক্সপোর্টিং কান্ট্রি হইনি।

১১. দামাদামি ওয়াক   ক্ষেত, তাই ফিক্সড প্রাইস ব্যাস ফিক্সড প্রাইস মানে হাই ক্লাস, হাই কোয়ালিটি ( বাংগালী সাইকোলজি )।

আমাদের দেশ এমন একটা দেশ যেখানে এক্সপোর্ট এ ২ নাম্বার হয়েও আমাদের দেশের লোকদের ব্রেন্ড নিয়ে ধোকা দেয়া যায় এর জন্য উপরের কিছু সাইকোলজিক্যাল গেইম খেলতে হয় কাস্টমারের সাথে, ব্যাস আপনার ব্যাবসা সফল ।

এখনো এই দেশের মানুষ এক্সপোর্ট এর প্রডাক্ট কে স্ট্রিট প্রডাক্ট ভাবে যায় ইউরোপ আমেরিকান ক্লাসে তৈরি হয় তার উপর স্রিংকেজ, হেজার্ড ক্যামিকেল আর কতো টেস্টিং ।  কিন্ত লোকাল প্রডাক্ট এর কম্পোজিশন, কেয়ার লেবেল, ক্যামিকেল, টেস্ট এসিউরেন্স না পেলেও এর দাম নিচ্ছে আকাশ চুম্বী শুধু মাত্র আমাদের অজ্ঞতার জন্য।

যদি বলেন আপনাদের চুলকায় কেন তবে বলবো টেক্সটাইল এর লোক হিসেবে ঠকেন এটা আমাদের কাছে ভালো লাগে না।

কোন মন্তব্য নেই: