টেক্সটাইল ইন্সটিটিউট গুলির কিছু অনলাইন এক্সট্রা কারিকুলাম একটিভিটির আইডিয়াঃ
১. বর্তমানে জব করতে গেলে আপনার ইন্সটিটিউট নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে বেশিভাগ ক্ষত্রে নিয়োগের কর্তারা না জানার ভান করেন , তাই আপনাদের ইন্সটিটিউট কে পরিচিত করার জন্য আপনাদের ছোট আইডিয়া ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেল সেখানে আপনাদের ইন্সটিটিউট নিয়ে ভ্লগ, ডকুমেন্টারি, প্রোমশনাল ভিডিও, ল্যাবের ভিডিও, ক্লাস লেকচার, কালচারাল প্রোগ্রাম এর ভিডিও ডকুমেন্টারি থাকবে এটা হবে আপনাদের ডিপার্টমেন্টে এর নামে । রানিং স্টুডেন্টরা বা ইন্সটিটিউট গুলির টেক্সটাইল ক্লাবের উদ্যোগে এটা করা যায় ।
২. ভার্সিটির বা ডিপার্টমেন্ট এর স্টুডেন্ট সবার জন্য ডিপার্টমেন্টে এর নামে একটা ব্লগ থাকবে যার ভেতরে সব ব্যাচের স্টুডেন্ট রা লিখবে যাতে নেটে কেও কোন টপিক সার্চ দিলে আপনাদের ইন্সটিটিউট এর নাম পায় এবং আপনাদের কোয়ালিটির একটিটিভি সম্পর্কে তারা জানতে পারে।
৩. স্লাইড শেয়ার এর ওয়েবসাইটে আপনাদের প্রজেক্ট এসাইনমেন্ট গুলি আপলোড করে রাখতে পারেন, এতে দেশ বিদেশ যেখানেই হোক আপনাদের ডকুমেন্ট খুজে পাবে আর পেলে আপনাদের পরিচিতি বাড়বে।
৪. ভার্সিটির ফেকাল্টি এবং স্টুডেন্ট দের জন্য একটা গ্রুপ খুলবেন যার ভেতরে টিচারগন তাদের নোটিশ নোট গুলি যেনো দিয়ে দিতে পারেন স্টুডেন্ট রা যেনো যে কোন কনফিউশন ক্লিয়ার করে নিতে পারে সেখানে।
৫. ভার্সিটির এল্যামনাই এর গ্রুপে সিনিয়রদের নানা পরামর্শ পেতে পারেন যারা জবের জন্য গাইডলাইন, ফেক্টরির বিভিন্ন সমস্যায় গাইড করবেন।
৬. হায়ার স্টাডির জন্য গ্রুপ ক্রিয়েট করা যারা ডিপ্লোমা তারা BSc এর জন্য প্রিপারেশন নেয়া আর যারা বশ্চ তারা ফরেইন কান্ট্রিতে MSc এর জন্য IELTS, GRE এর প্রিপারেশন এর গাইডলাইন এর জন্য একে অন্য কে হেল্প করবে।
৭. বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যেমন টেক্সটাইল টেলেন্ট হান্ট এতে ইন্সটিটিউটের নাম সামনে চলে আসে সবার, টেক্সটাইল ফেয়ারে যাওয়া যার কারনে অনেকে জব হোল্ডারদের সাথে ইন্সটিটিউট এর পরিচয় বিনিময় করা যায়।
৮. টেক্সটাইল নিউজ পোর্টাল গুলিতে নিয়মিতভাবে কলাম লিখতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন