গার্মেন্টস ডাইং এর ক্ষত্রে সাধারণত ৩ ধরনের মেশিন বেশী ব্যাবহার করতে দেখা যায় আমাদের দেশে এবং এদের মেশিন স্ট্রাকচার প্যাটার্ন ভিন্ন তাই এদের দ্বারা ডাইং করা হলে সেড এর লুক এবং ফ্যাজিক্যাল এপিয়ারেন্স ভিন্ন হয় । স্যাম্পল এবং বায়ারের এক্সপেকটেশন দেখে মেশিন ফিচার অনুযায়ী মেশিন চয়েস করা যেতে পারে।
ফ্রন্ট লোডিং মেশিনঃ
ফ্রন্ট লোডিং মেশিন বলার কারন হচ্ছে এই মেশিনের লিড থামনে থাকে, ফ্রন্ট লোডিং মেশিনের উদাহরণ হচ্ছে ইটালিয়ান Tonello ডাইং মেশিন এটা সম্পুর্ন অটোমেটেড। এটা অনেকটা ট্রাম্বেল ড্রায়ারের মতো, ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ রোটেশন করে।
১. লিকার রেশিও 1:8
২. স্রিংকেজ % অনেক বেশি, কারন হচ্ছে এই মেশিন এর ট্রাম্বেল ইফেক্টস, এতে বডি জড়িয়ে যায় না।
৩. বডি ডেমেজ হবার চান্স আছে অনেক, কারন এতে বিটিং একশন আছে ।
৪. পানি বা ডাইজ লিকার, গার্মেন্টস আইটেম দুটাই রোটেট করে।
৫. ৩০ সেকেন্ড পর ৫ মিনিট রেস্ট আবার অন্টি ক্লক ওয়াইজ ৩০ সেকেন্ড। এতে টুইস্টিং স্পাইরিলিটি % কম হয় ।
৬. এই মেশিন অটো প্রোগ্রামিং এবং ডোজিং করা যায়। এবং টেম্পারেচার রেগুলেট করা যায়।
৭. ব্যাচ টু ব্যাচ সেড ভেরিয়েশন কম হয় আর ডোজিং কন্ট্রোল করা এর কারনে
৮. এই মেশিনে লাইক্রা ডেমেজ হবের প্রবনতা আছে ।
৯. এতে সব আইটেমের প্রডাক্ট ডাইং করা যায়।
বেইলি মেশিন / চায়না মেশিনঃ
এটা হরাইজন্টাল টিউব এর মতো মেশিন, এটা সেমি অটোমটেড, একে ফেক্টরিতে চায়না মেশিন বলে।
১. লিকার রেশিও 1:6 - 1:10
২. স্রিংকেজ % তুলনামূলক কম হয় ফ্রন্ট লোডিং মেশিন এর তুলনায়
৩. বডি ডেমেজ হবার চান্স আছে অনেক, হেম ডেমেজ হয়ে যায়। মেশিনে বিটিং একশন হয়। এটা খুবি ঘনো ঘনো স্যাম্পল চেক করা লাগে।
৪. লিকার, গার্মেন্টস দুটাই রোটেট করে।
৫. ৪৫ সেকেন্ড পর আবার অন্টি ক্লক ওয়াইজ ৪৫ সেকেন্ড।
৬. প্রতি ১০ মিনিট পরে চেক করা লাগে বডি , না হয় বডি ডেমেজ হবার চান্স থাকে,
৭. বিটিং একশনের কারনে সিম, সুইং জয়েনিং এ পাকারিং ইফেক্ট আসে। এতে টুইস্টিং এর মাত্রা অনেক।
৮. লং প্যান্ট হলে জড়িয়ে যাবার প্রবনতা থাকে তাই একে তার লোডিং এর চেয়ে কমিয়ে রাখতে হয় ।
৯. স্টিম রেগুলেট করা যায় না তাই আনইভেন ডাইং এর চান্স থাকে। এতে স্টিম ডিরেক্ট৷ মেশিনে ঢোকে।
১০. ব্যাচ টু ব্যাচ সেড ভেরিয়েশন হয়, কারনের ডোজিং কন্ট্রোল করা যায় না।
১১.এই মেশিনে লাইক্রা ডেমেজ হবের প্রবনতা আছে ।
১২. এতে সব আইটেমের বা ফাইবার প্রডাক্ট ডাইং করা যায় না ।
পিচ ডাইং মেশিনঃ
এটা পেডেল টাইপ ডাইং মেশিন এই মেশিনের বিটার লিকারের উপরের অংশে থাকে, তাই মেশিনের বিটিং একশন তুলনামূলক কম।
১. লিকার রেশিও অনেক বেশি 1:20
২. স্রিংকেজ % ফ্রন্ট লোডিং বেইলি মেশিনের তুলনায় অনেক কম।
৩. বডি ডেমেজ হবার চান্স অনেক কম কারন এতে বডি বিটিং হয় না।
৪. শুধু পানি রোটেট করে পানির সাথে বডি মুভ করে।
৫. বডি আনলিমিটেড ঘোরানো যায় ডেমেজ হবার চান্স নেই , তাই কালার ক্যামকেল বাথে থাকে তাকে আস্তে আস্তে ফেব্রিকে ধরানো যায়।
৬. সিম, সুইং জয়েনিং এ পাকারিং ইফেক্ট আসে না, হেম ও ডেমেজ হয় না ।
৭. এই মেশিনে লাইক্রা ডেমেজ হবের প্রবনতা নেই।
এখন মেশিনের ক্রাইটেরিয়া ফিচার সুবিধা অসুবিধে জানার পর ডিসিশন নিতে হবে কোন মেশিনে আমার জন্য ডাইং করা ভালো হবে। মেশিন গার্মেন্টস ওয়াসের মেজর ফেক্ট ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন