মিজারমেন্ট টেপ ছাড়া ডায়া মাপার উপায় - Textile Lab | Textile Learning Blog
মিজারমেন্ট টেপ নেই কিন্ত ফেব্রিক এর ডায়া বা ফেব্রিকের Width মাপার উপায় কি? 

ফেক্টরিতে অপারেটর রা দিব্যি অনুমান করে বলে দিচ্ছে ডায়া কতো হতে পারে অবশ্য এর জন্য অভিজ্ঞতা লাগে

একজন বয়স্ক মানুষ দু হাত প্রসারিত করলে তার মধ্যমা আংগুল থেকে অন্য মধ্যমা আংগুল পর্যন্ত দৈর্ঘ হবে ৬২ ইঞ্চি (+/-) একে একটা স্টেন্ডার্ড ধরে অনুমান করা হয় ফেব্রিকের ডায়া কতো হবে ।  এটা একচুয়াল রেডিং না হলেও আইডিয়া করার জন্য এটা বেষ্ট ম্যানুয়াল উপায়।

তবে কম বেশি হিসেব করার জন্য প্রতি কর কে এক ইঞ্চি করে ধরা হয়। ৬২ এর বেশি হলে ১ কর হিসেব করে প্লাস করা হয় আর ৬২ এর কম হলে কতো ইঞ্চি কম হয় ১ কর হিসেব করে ৬২ থেকে মাইনাস করা হয় ।

এখন ফেব্রিক ডায়া ৫৮ ইঞ্চি লাগলে তা আসলেই আছে কিনা তা বোঝার জন্য আমরা মাঝেমাঝে এভাবে টেনে অনুমান করি।








মিজারমেন্ট টেপ ছাড়া ডায়া মাপার উপায়

মিজারমেন্ট টেপ নেই কিন্ত ফেব্রিক এর ডায়া বা ফেব্রিকের Width মাপার উপায় কি? 

ফেক্টরিতে অপারেটর রা দিব্যি অনুমান করে বলে দিচ্ছে ডায়া কতো হতে পারে অবশ্য এর জন্য অভিজ্ঞতা লাগে

একজন বয়স্ক মানুষ দু হাত প্রসারিত করলে তার মধ্যমা আংগুল থেকে অন্য মধ্যমা আংগুল পর্যন্ত দৈর্ঘ হবে ৬২ ইঞ্চি (+/-) একে একটা স্টেন্ডার্ড ধরে অনুমান করা হয় ফেব্রিকের ডায়া কতো হবে ।  এটা একচুয়াল রেডিং না হলেও আইডিয়া করার জন্য এটা বেষ্ট ম্যানুয়াল উপায়।

তবে কম বেশি হিসেব করার জন্য প্রতি কর কে এক ইঞ্চি করে ধরা হয়। ৬২ এর বেশি হলে ১ কর হিসেব করে প্লাস করা হয় আর ৬২ এর কম হলে কতো ইঞ্চি কম হয় ১ কর হিসেব করে ৬২ থেকে মাইনাস করা হয় ।

এখন ফেব্রিক ডায়া ৫৮ ইঞ্চি লাগলে তা আসলেই আছে কিনা তা বোঝার জন্য আমরা মাঝেমাঝে এভাবে টেনে অনুমান করি।








কোন মন্তব্য নেই: