যারা ফেব্রিক সাপ্লাই বিজনেস করছেন বা করতে চাচ্ছেন বা মার্চেন্ডাইজার তাদের জন্য কিছু পরামর্শ :
টেক্সটাইলে যারা ফেব্রিক সাপ্লাইয়ার আছেন তারা প্রায় সময় আছেন তারা ফেব্রিকের GSM এর সমস্যা নিয়ে প্রায় ভোগেন ফেব্রিক এর সেড ওকে হলেও GSM নিয়ে সমস্যা হয়। GSM বাড়াতে ডাইং মিল গুলি রিপ্রসেস করতে চান না তাদের শিডিউল এর চাপে । সাপ্লাইয়ার গন ফেব্রিক নীটিং উইভিং কে কিছু বলতে পারেন না এর মুল কারন হচ্ছে সাপ্লাইয়ার গন নগদ টাকা দিয়ে ফেব্রিক কিনে নিয়ে আসেন তাই তাদের রিটার্ন দেয়া সম্ভব না। আর ডাইং করার পর ফেব্রিক এর সমস্যা হলে তাকে আর নীটিং এ রিটার্ন দেয়ার নিয়ম নেই আর তারা নিবে না কোন লাভ হয় না। এখন ডাইং ফিনিশ এর পর ডাইং এর কোন দায়িত্ব নেই আপনাকে ডেলিভারি নিয়ে তাদের স্টোর খালি করতে হবে। এখন ফেব্রিক এর GSM ওকে না হলে কাটিং হবে না ফেলে রাখবে আপনার টাইম কিল হবে এখন সর্বশেষ উপায় আপনাকে এর ডেমারেজ দিতে হবে কাটিং, মার্চেন্ডাইজিং, বাইং বিভিন্ন যায়গায় আপনার নেগোশিয়েশন করা লাগবে ততো ক্ষনে লাভের গুড় পিঁপড়ায় খাবে । আপনাকে ফেব্রিক বিজনেস করতে আমরা না করছি না কিন্ত আপনি এই বিজনেস করতে গিয়ে সমস্যায় পড়েন বা নিজের টাকা গুলি যদি নস্ট করেন তবে আপনি বিজনেস করার মন মানুষিকতা হারিয়ে ফেলবেন
যা করতে পারেন :
১. শুরুতে বিজনেস করার আগে যারা ফেব্রিক টেকনোলজিস্ট এর সাথে কথা বলুন বা তাদের কন্সালান্টেন্ট হিসেবে রাখুন। তাদের যে আহামরি কিছু দিতে হবে তা নয় তাদের সম্মানী দিলে এটা আপনার লাভ। আপনাকে উইভিং বা নীটিং এর কাজ করে এমন লোক যোগার করুন। ওভেন ডাইং বা নীট সম্পর্কে আপনি যতোই জানুন না কেনো একজন অভিজ্ঞ নীটিং এবং উইভিং মাস্টার আপনার ফেব্রিক এর কন্সট্রকশন ধরে এর GSM কতো হবে এবং এর ফল্ট কি কোয়ালিটি কি সে বলে দিতে পারবে। সুতরাং তাদের বিজনেস পার্টনার নয় কন্সাল্টেন্ট হিসেবে রাখতে পারেন।
২. আপনার ফেব্রিকে কি ইয়ার্ন দিবে তা আগেই ঠিক করে নিন কারন কার্ড, কম্বড, রোটর তিন কোয়ালিটির ইয়ার্ন এর ওয়েট গেইন এক এক রকম সবচেয়ে ভালো হয় কম্বড ইয়ার্ন হলে, কিন্ত কস্টিং না পোশালে কার্ড ইয়ার্ন দিয়ে ফেব্রিক করতে বলবেন।
৩. ফেব্রিক এর লোকজন যাই বলুক আপনার ওয়ার্ক অর্ডারে কি কালার হবে তা তাদের দেখান যেনো তারা কালার অনুযায়ী তারা গ্রে GSM আগে সেট করে।
৪. ফেব্রিক এর বাল্ক প্রডাকশন এর আগে স্যাম্পল করান স্যাম্পল ডাইং এর সময় স্কাওয়ারিং ব্লিচ GSM স্টেনটার GSM কম্পেক্টিং GSM এর কাটিং রাখুন দেখুন ফিনিশ GSM এর টলারেন্স +/- 5 আছে কিনা। না হলে বাল্ক প্রডাকশনে জানান এবং তাদের কমেন্টস করুন GSM +/- করার জন্য। মনে রাখবেন GSM + হলেও বিপদ এবং GSM - হলেও বিপদ।
৫. মনে রাখবেন GSM + এর জন্য আপনাকে বাড়তি ফেব্রিক দিতে হবে বডি বা ফেব্রিক কঞ্জাম্পশন এর জন্য। তাই GSM +/- উভয় ক্ষত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
৬. ফেব্রিক ডিপার্টমেন্ট থেকে কিছু 120,140, 160,180,200,220 GSM এর Rib, SJ, DJ, Interlock, Fleece, pk, Lacost ফেব্রিক এর জন্য আলাদাভাবে লাইট, মিডিয়াম, ডিপ কালার এর জন্য কতো স্টিচ লেন্থ, কাউন্ট লাগবে জেনে নিন বা ডাইরিতে লিখে রাখুন। কাপড় বানানোর সময় এটা দেখে মিলান ঠিক আছে কিনা।
৬. আইডিয়ার জন্য
লাইট কালার এর গ্রে GSM ফিনিশ GSM এর তুলনায় ১০% কম রাখতে হবে।
মিডিয়াম কালার এর গ্রে GSM ফিনিশ GSM এর তুলনায় ১৫% কম রাখতে হবে।
লাইট কালার এর গ্রে GSM ফিনিশ GSM এর তুলনায় ২০% কম রাখতে হবে।
তাই সোয়াচ, পেন্টোন, এর সাথে শেড মিলিয়ে পরে প্যারামিটার সেট করুন।
৭. নীটিং উইভিং এর কথা অনুযায়ী ডাইং এর পর GSM বাড়বে, আর ডাইং এর এর কথা অনুযায়ী রিলাক্সে GSM এর পর বাড়বে এটা মোটেই ঠিক নয়। মনে রাখবেন এটা ম্যাজিক নয় এটা সাইন্স আপনার স্টিলেন্থ কম হলে, সুতা খারাপ হলে আপনার GSM যাদু দিয়ে আনা যাবে না। আপনাকে প্যারামিটার দিতে হবে না কিন্ত আপনি প্যারামিটার ক্রস চেক দিতে পারেন।
৮. উইভিং হলে আপনি কন্সট্রাকশন থেকে আপনি GSM ক্যালকুলেট করতে পারেন যে বায়ার যা চাইছে তা আপনার কন্সট্রাকশন থেকে আসবে কিনা। কন্সট্রাকশন ঠিক হলে আপনি চেক দিবেন যে কন্সট্রাকশন এর সুতা এবং কাউন্ট ঠিক আছে কিনা।
৯. গ্রে ফেব্রিক ডেলিভারি আনার সময় তাদের ৪ ফোর পয়েন্ট রিপোর্ট নিয়ে আসবেন সাথে এবং সমস্যা হলে যে ডেলিভারি নিতে চাইবে তার সাক্ষর নিয়ে ডেলিভারি আনবেন।
১০। ভালো ইন্ডাস্ট্রি থেকে ফেব্রিক কিনতে হবে যাদের ভালো কোয়ালিটির মেশিন এবং নিডেল ইউজ করে কারন মেশিন নিডেল ভালো হলে ফেভ্রিক এমনি ভালো হবে।
১১. প্রয়োজনে সুতা নিজে কিনে দিতে পারেন এতে লট ভেরিয়েশন এর রিক্স কমে যাবে।
১২. আপনার নিজের ফেব্রিক কঞ্জামপশন করতে শিখতে হবে যে ডাইং এ ফেভ্রিক অনুযায়ী কতো % প্রসেস লস হয়। ১০০% ওভেনে ৩% লাইক্রা ৫-৮% নীট ৫% কটন লাইক্রা ৬-১০%। ওভেনে ফেব্রিক লেন্থে ৫% এমনি বাড়ে প্রসেস এর পর তাই যতো কম দিতে পারেন ততো ভালো।
১৩. টেনসিল, মোডাল, ভিস্কোস এই ফেব্রিক গুলি করার অভিজ্ঞতা না থাকলে এই অর্ডার গুলি না নেয়া ভালো কারন এর প্রসেস লস ১০% এর উপর। এদের সেড কারেকশন করা যায় না।
ফল্ট এর জন্য কিছু টিপস :
১. ওভেনে সাটিন কাপড়ে তেমন কোন সমস্যা হয় না কারন এর অনেক স্মুথ
২. পপলিন কাপড়, ক্যানভাস, রিব স্টফ কাপড় গুলির ভেতরে পপলিন, ক্যানভাস ৯০% লাইন মার্ক হবার চান্স থাকবে। কেনার সময় ১০০% চেক করুন।
৩. কাপড়ে গ্রিজ থাকলে তাতে হোল হবে স্কাওয়ারিং এর সময় তাই খারাপ মেশিন এর কাপড় মোটেই আনবেন না।
৪. নীটিং এর ক্ষত্রে একটি রিকয়ারমেন্ট থাকলে ফেব্রিক নীট করান তা হলো গর্জ বেকার্ট এর নিডেল এবং সিংকার থাকলে কারন খারাপ কোয়ালিটির নিডেল এবং সিংকার থাকলে এর জন্য হোল, সেটাপ, হোল , সিংকার মার্ক এর জন্য ফেব্রিক ই বাতিল হয়ে যেতে পারে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন