নীট ফেব্রিক এর কস্টিং : [Approximate Cost ]
১. সুতার কেজি পড়তে পারে ২২০ -২৫০ টাকা কেজি। এবং এটা নির্ভর করে ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস , ফাইবার এএর সোর্স এবং অরিজিন এবং ইয়ার্ন টাইপের উপর রোটর এর দাম কম তার পরে আছে ভর্টেক্স পরে কার্ডেড, পরে কম্বড পরে আছে অর্গানিক ইয়ার্ন। লাইক্রা ইয়ার্ন বা ইলাস্টেন ইয়ার্ন এর সুতার দাম বেশি হবে।
২. প্রতি কেজি ফেব্রিক নীটিং করার জন্য আনুমানিক ১১ টাকা সিংগেল জার্সি এবং পিকে লাকোস্ট ১৫ টাকা লাগবে ১ কেজি কাপড় নীটিং করতে। ভলিউম অর্ডার কোয়ানটিটি এর উপর প্রাইস নেগোশিয়েট করা যাবে।
৩. ডাইং চার্জ :
হোয়াইট ৫০-৬০ এর ভেতর
এভারেজ কালার ৮০
ডিপ ব্লাক নেভি RSPL হলে ১০০
হোয়াইট ৫০-৬০ এর ভেতর
এভারেজ কালার ৮০
ডিপ ব্লাক নেভি RSPL হলে ১০০
এর মধ্যে এনজাইম এর জন্য ডাইং এর সাত্যে এডিশনাল ৫ টাকা/কেজি যোগ হবে।
৪. ফিনিশ চার্জ ১৮-২০ টাকা / কেজি, এর মধ্যে সিলিকন এর জন্য এডিশনাল ৫ টাকা যোগ হবে।
৫. প্রসেস চার্জ
স্লেটিং ৫/-
স্টেনটার ১৮/-
হিটসেট ২২/-
কম্পেক্টিং ৮/-
পিচ/ব্রাশ। ১২/-
স্লেটিং ৫/-
স্টেনটার ১৮/-
হিটসেট ২২/-
কম্পেক্টিং ৮/-
পিচ/ব্রাশ। ১২/-
150 GSM, S/J Fabric Price and Costing are below:
Yarn - $ 3.20/Kg (30/1 NE Cotton card yarn)
Knitting - $ 0.15 / Kg
Dyeing - $ 2.20 / Kg ( Black )
Total - $ 5.55
12% PL -$ 6.30 / kgs
1kg fabric price will be $ 6.30
নোট :
এটা একচুয়াল কস্টিং নয় কিন্ত আমরা অনেকেই প্রডাকশনে জব করলেও আমাদের অনেকের কস্টিং এর আইডিয়া খুব কম তাদের এটা। আর যদি কেও ১০০% একচুয়াল কস্ট জানেন তারা কমেন্ট করুন। আর ১০০% একচুয়াল কস্ট জানেন প্রডাকশন GM আর এর +/- হয় প্রডাকশন ভলিউম, আর বিজনেস রিলেশন উপর তাই সব ফেক্টরির প্রাইস নাও মিলতে পারে।
এটা একচুয়াল কস্টিং নয় কিন্ত আমরা অনেকেই প্রডাকশনে জব করলেও আমাদের অনেকের কস্টিং এর আইডিয়া খুব কম তাদের এটা। আর যদি কেও ১০০% একচুয়াল কস্ট জানেন তারা কমেন্ট করুন। আর ১০০% একচুয়াল কস্ট জানেন প্রডাকশন GM আর এর +/- হয় প্রডাকশন ভলিউম, আর বিজনেস রিলেশন উপর তাই সব ফেক্টরির প্রাইস নাও মিলতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন