বুটেক্স এ কেনো পড়বেন জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
বুটেক্স এ কেনো পড়বেন বাংলাদেশে প্রথম, উপমহাদেশেও প্রথম টেক্সটাইল ইউনিভার্সিটি
Well বুটেক্সে পড়ার আগে জানতে হবে BUTEX  কি??
BUTEX এর মানে Bangladesh University of Textiles
-ইস! গার্মেন্টস??

না গার্মেন্টস না  টেক্সটাইল মানে মূলত ফাইবার থেকে শুরু করে সুতা, কাপর জামা, রঙ সবকিছুই ইনক্লুডেড এবং এই সংক্রান্ত সবকিছুই। এছাড়াও সকল ধরনের ফেব্রিক প্রোডাকশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং মার্চেন্ডাইজিং এর সবকিছুই এর অন্তর্ভুক্ত

-তার মানে কি বুটেক্সে পড়লে খালি গার্মেন্টেসেই জব করতে হবে??

আরে ভাই/বোন আগে বুটেক্স নিয়ে শেষ করি। এরপর না হয় জব সেক্টরে যাওয়া যাবে :)
তো নারিন্দার ব্রিটিশ উইভিং স্কুলের থেকে পর্যায়ক্রমে ইস্ট বেঙ্গল টেক্সটাইল ইন্সটিটিউট হয়ে কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পর আজকের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস- এইটা উইকিপিডিয়াতেও পাওয়া যাবে।





-তাইলে এই পোস্টে এইটা বলার মানে কি??
এই পোস্টে এইটা বলার মানে হইল মনে করানোর জন্য যে অফিসিয়ালি ২০১০ সালে বিশ্ববিদ্যালয় হলেও বুটেক্স এর ইতিহাস অনেক আগের।

-ওহ। তো এইখানে পড়ায়টা কি??
বুটেক্সে বর্তমানে ৯ টি বিষয়ে B.Sc in Textile Engineering ডিগ্রী এবং ৫টি বিষয়ে M.Sc in Textile Engineering ডিগ্রী দেওয়া হয়। এছাড়াও MBA করারও সুযোগ আছে।

১। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং  (YE)

২। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং  (FE)

৩। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং  (WPE)

৪। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং  (AE)

৫। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট  (TEM)

৬। টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন  (TFD)

৭। ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন  (IPE)

৮। টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইন্টেন্যান্স  (TMDM)

৯। ডাইস এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং  (DCE)

উপোরক্ত সকল বিষয়ে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং শুধু প্রথম ৫টি বিষয়ে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করা হয়।

-কিন্তু ভাই চাকরি আছে?? 

আসলে এই প্রশ্ন করার পর বুটেক্সের সব সিনিয়ররাই প্রথমে একটা হাসি :D দিয়ে বলবেন আগে বুটেক্সে আসো। তারপর না হয় চাকরির টেনশন করবা। 

কিন্তু স্বাভাবিকভাবেই তোমরা যারা এইবার এইচএসসি দিয়েছো তাদের মধ্যে এখন থেকেই ক্যারিয়ার নিয়ে অনেক টেনশন কাজ করে।

এই টেনশন দূর করার জন্য একটা ইনফোই যথেষ্ট। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে শুধু তৈরি পোশাক খাত থেকে। শুধু এই খাতেই যে পরিমাণ স্কিলফুল ইঞ্জিনিয়ারের চাহিদা আছে তা আগামী কয়েক বছরেও পূরণ হবে না ইনশাআল্লাহ।





-তার মানে শুধু RMG সেক্টরেই জব??

না। বুটেক্স শুধুমাত্র “মেড ইন বাংলাদেশ” ট্যাগলাইনের পথিকৃৎ না। RMG সেক্টর ছাড়াও স্পিনিং(তুলা/ ফাইবার থেকে সুতা), নিটিং ও উইভিং(সুতা থেকে ফেব্রিক), ডায়িং(সুতা বা কাপড়ে রঙ) সহ অনেক সেক্টরে বুটেক্সের অবদান অপরিসীম।

গার্মেন্টস শিল্প ছাড়াও মিলিটারি গ্রেড স্পেসস্যুট, ফায়ার এন্ড ওয়াটারপ্রুফ ফেব্রিক, ফাইবার রিসার্চ(কার্বন ও ন্যানো ফাইবার) ক্ষেত্রসমূহেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ব্যাপক দাপট।
আর কারও যদি এই ধরনের কিছুই ভালো নাও লাগে তাহলে তাদের জন্যও সুখবর।
না বুটেক্সের চিন্তা বাদ দেয়া লাগবে না :v বিসিএস ও অন্যান্য সকল সরকারী চাকরিতে আবেদনের সুযোগ আছে। তার উপর আরও ভাল খবর হল খুব জলদিই বিসিএসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কোটা চালু হবে।

সুতরাং সব জব বিবেচনায় বুটেক্সের স্টুডেন্টদের জব সেক্টর তিন ভাগে ভাগ করা যায়।

১। প্রোডাকশন

ফাইবার থেকে পরিধানযোগ্য কাপড় বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর সবকিছু এই ধরনের জবের মধ্যে পড়ে। এই সেক্টরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পিনিং, নিটিং, উইভিং, ডায়িং, প্ল্যানিং, R & D, গার্মেন্টস প্রোডাকশন, প্রিন্টিং, ওয়াশিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, হিউম্যান রিসোর্স ইত্যাদি।

বুটেক্সিয়ানদের পছন্দের তালিকায় সবচেয়ে প্রিয় এই সেক্টর

২। মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং

সব ধরনের টেক্সটাইল(ফাইবার, সুতা, ফেব্রিক, ডাইস, অ্যাপারেল) ইত্যাদির বিপণন সংক্রান্ত সকল কিছু এই ক্ষেত্রের অন্তর্গত। টেক্সটাইলের কোয়ালিটি টেস্টিং, মার্চেন্ডাইজিং এই সেক্টরের অন্যতম আকর্ষণ।

আমাদের দেশে এই ধরনের চাকরিকে অনেকে সেলসম্যানের চাকরী বলে থাকলেও বর্তমানে এই সেক্টরের চাকরী ইঞ্জিনিয়ারদের খুবই পছন্দের একটি জায়গা। আর সেখানেও আধিপত্য বুটেক্সের।

৩।অন্যান্য জব

উপোরক্ত জব ছাড়াও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য BGMEA. BKMEA, BEPZA, EPZ, BSTI, DOT ইত্যাদি ক্ষেত্রে চাকরীর সুযোগ আছে। আর তাছাড়া ভাল ফলাফল যাদের তাদের জন্য বুটেক্সের শিক্ষক হওয়া ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের শিক্ষক হওয়ার সুযোগ আছে। এইসবের বাইরে PSC এর অধীনে সরকারি ক্যাডার বা নন-ক্যাডার হওয়ার সুযোগ তো সবসময়ই আছে।

-তাইলে ভাই বুটেক্সই কেন?? অন্য কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ না কেন যেইখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়া যায়??

এইটার জবাবও উইকিপিডিয়াতেই আছে। তাও বলি। শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য উপমহাদেশের, আই রিপিট “উপমহাদেশের একমাত্র” বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বুটেক্স। বাংলাদেশের ৯টি PhD ডিগ্রী প্রদানে সক্ষম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বুটেক্স। দেশের প্রথম টেক্সটাইল বেসড বিশ্ববিদ্যালয়ও বুটেক্স।

-সব যখন উইকিপিডিয়াতেই আছে তাইলে এইখানে কি করবো??

এইটার জবাবটা খুবই সোজা এবং সব বুটেক্সিয়ানের জন্য গর্বের। একমাত্র এই গ্রুপটাতেই বুটেক্সের ভর্তির এবং অন্যান্য সকল তথ্যের নিয়মিত আপডেট পাওয়া যাবে। আর বুটেক্সিয়ানদের অভিজ্ঞতা ও পরামর্শ জানার সবচেয়ে ভালো উপায় এই গ্রুপ। সুতরাং ২০১৭ সালের সকল এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের শুভকামনা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।

পরবর্তী পোস্ট বিভিন্ন ডিপার্টমেন্ট সংক্রান্ত (পরশু দিন)
ও হ্যা আরেকটা বিষয়। নিজের পরিচিতজনদের যারা এইবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে এই গ্রুপে অ্যাড করার অনুরোধ থাকলো।

সংগ্রাহক : "ইমাম হাসান মারুফ"






বুটেক্স এ কেনো পড়বেন জেনে নিন

বুটেক্স এ কেনো পড়বেন বাংলাদেশে প্রথম, উপমহাদেশেও প্রথম টেক্সটাইল ইউনিভার্সিটি
Well বুটেক্সে পড়ার আগে জানতে হবে BUTEX  কি??
BUTEX এর মানে Bangladesh University of Textiles
-ইস! গার্মেন্টস??

না গার্মেন্টস না  টেক্সটাইল মানে মূলত ফাইবার থেকে শুরু করে সুতা, কাপর জামা, রঙ সবকিছুই ইনক্লুডেড এবং এই সংক্রান্ত সবকিছুই। এছাড়াও সকল ধরনের ফেব্রিক প্রোডাকশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট এবং মার্চেন্ডাইজিং এর সবকিছুই এর অন্তর্ভুক্ত

-তার মানে কি বুটেক্সে পড়লে খালি গার্মেন্টেসেই জব করতে হবে??

আরে ভাই/বোন আগে বুটেক্স নিয়ে শেষ করি। এরপর না হয় জব সেক্টরে যাওয়া যাবে :)
তো নারিন্দার ব্রিটিশ উইভিং স্কুলের থেকে পর্যায়ক্রমে ইস্ট বেঙ্গল টেক্সটাইল ইন্সটিটিউট হয়ে কলেজ অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির পর আজকের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস- এইটা উইকিপিডিয়াতেও পাওয়া যাবে।





-তাইলে এই পোস্টে এইটা বলার মানে কি??
এই পোস্টে এইটা বলার মানে হইল মনে করানোর জন্য যে অফিসিয়ালি ২০১০ সালে বিশ্ববিদ্যালয় হলেও বুটেক্স এর ইতিহাস অনেক আগের।

-ওহ। তো এইখানে পড়ায়টা কি??
বুটেক্সে বর্তমানে ৯ টি বিষয়ে B.Sc in Textile Engineering ডিগ্রী এবং ৫টি বিষয়ে M.Sc in Textile Engineering ডিগ্রী দেওয়া হয়। এছাড়াও MBA করারও সুযোগ আছে।

১। ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং  (YE)

২। ফেব্রিক ইঞ্জিনিয়ারিং  (FE)

৩। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং  (WPE)

৪। অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং  (AE)

৫। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট  (TEM)

৬। টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন  (TFD)

৭। ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন  (IPE)

৮। টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইন্টেন্যান্স  (TMDM)

৯। ডাইস এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং  (DCE)

উপোরক্ত সকল বিষয়ে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং শুধু প্রথম ৫টি বিষয়ে এমএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করা হয়।

-কিন্তু ভাই চাকরি আছে?? 

আসলে এই প্রশ্ন করার পর বুটেক্সের সব সিনিয়ররাই প্রথমে একটা হাসি :D দিয়ে বলবেন আগে বুটেক্সে আসো। তারপর না হয় চাকরির টেনশন করবা। 

কিন্তু স্বাভাবিকভাবেই তোমরা যারা এইবার এইচএসসি দিয়েছো তাদের মধ্যে এখন থেকেই ক্যারিয়ার নিয়ে অনেক টেনশন কাজ করে।

এই টেনশন দূর করার জন্য একটা ইনফোই যথেষ্ট। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে শুধু তৈরি পোশাক খাত থেকে। শুধু এই খাতেই যে পরিমাণ স্কিলফুল ইঞ্জিনিয়ারের চাহিদা আছে তা আগামী কয়েক বছরেও পূরণ হবে না ইনশাআল্লাহ।





-তার মানে শুধু RMG সেক্টরেই জব??

না। বুটেক্স শুধুমাত্র “মেড ইন বাংলাদেশ” ট্যাগলাইনের পথিকৃৎ না। RMG সেক্টর ছাড়াও স্পিনিং(তুলা/ ফাইবার থেকে সুতা), নিটিং ও উইভিং(সুতা থেকে ফেব্রিক), ডায়িং(সুতা বা কাপড়ে রঙ) সহ অনেক সেক্টরে বুটেক্সের অবদান অপরিসীম।

গার্মেন্টস শিল্প ছাড়াও মিলিটারি গ্রেড স্পেসস্যুট, ফায়ার এন্ড ওয়াটারপ্রুফ ফেব্রিক, ফাইবার রিসার্চ(কার্বন ও ন্যানো ফাইবার) ক্ষেত্রসমূহেও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ব্যাপক দাপট।
আর কারও যদি এই ধরনের কিছুই ভালো নাও লাগে তাহলে তাদের জন্যও সুখবর।
না বুটেক্সের চিন্তা বাদ দেয়া লাগবে না :v বিসিএস ও অন্যান্য সকল সরকারী চাকরিতে আবেদনের সুযোগ আছে। তার উপর আরও ভাল খবর হল খুব জলদিই বিসিএসে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কোটা চালু হবে।

সুতরাং সব জব বিবেচনায় বুটেক্সের স্টুডেন্টদের জব সেক্টর তিন ভাগে ভাগ করা যায়।

১। প্রোডাকশন

ফাইবার থেকে পরিধানযোগ্য কাপড় বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর সবকিছু এই ধরনের জবের মধ্যে পড়ে। এই সেক্টরের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্পিনিং, নিটিং, উইভিং, ডায়িং, প্ল্যানিং, R & D, গার্মেন্টস প্রোডাকশন, প্রিন্টিং, ওয়াশিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, হিউম্যান রিসোর্স ইত্যাদি।

বুটেক্সিয়ানদের পছন্দের তালিকায় সবচেয়ে প্রিয় এই সেক্টর

২। মার্কেটিং এন্ড মার্চেন্ডাইজিং

সব ধরনের টেক্সটাইল(ফাইবার, সুতা, ফেব্রিক, ডাইস, অ্যাপারেল) ইত্যাদির বিপণন সংক্রান্ত সকল কিছু এই ক্ষেত্রের অন্তর্গত। টেক্সটাইলের কোয়ালিটি টেস্টিং, মার্চেন্ডাইজিং এই সেক্টরের অন্যতম আকর্ষণ।

আমাদের দেশে এই ধরনের চাকরিকে অনেকে সেলসম্যানের চাকরী বলে থাকলেও বর্তমানে এই সেক্টরের চাকরী ইঞ্জিনিয়ারদের খুবই পছন্দের একটি জায়গা। আর সেখানেও আধিপত্য বুটেক্সের।

৩।অন্যান্য জব

উপোরক্ত জব ছাড়াও টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য BGMEA. BKMEA, BEPZA, EPZ, BSTI, DOT ইত্যাদি ক্ষেত্রে চাকরীর সুযোগ আছে। আর তাছাড়া ভাল ফলাফল যাদের তাদের জন্য বুটেক্সের শিক্ষক হওয়া ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসমূহের শিক্ষক হওয়ার সুযোগ আছে। এইসবের বাইরে PSC এর অধীনে সরকারি ক্যাডার বা নন-ক্যাডার হওয়ার সুযোগ তো সবসময়ই আছে।

-তাইলে ভাই বুটেক্সই কেন?? অন্য কোন বিশ্ববিদ্যালয় বা কলেজ না কেন যেইখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়া যায়??

এইটার জবাবও উইকিপিডিয়াতেই আছে। তাও বলি। শুধুমাত্র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর জন্য উপমহাদেশের, আই রিপিট “উপমহাদেশের একমাত্র” বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বুটেক্স। বাংলাদেশের ৯টি PhD ডিগ্রী প্রদানে সক্ষম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বুটেক্স। দেশের প্রথম টেক্সটাইল বেসড বিশ্ববিদ্যালয়ও বুটেক্স।

-সব যখন উইকিপিডিয়াতেই আছে তাইলে এইখানে কি করবো??

এইটার জবাবটা খুবই সোজা এবং সব বুটেক্সিয়ানের জন্য গর্বের। একমাত্র এই গ্রুপটাতেই বুটেক্সের ভর্তির এবং অন্যান্য সকল তথ্যের নিয়মিত আপডেট পাওয়া যাবে। আর বুটেক্সিয়ানদের অভিজ্ঞতা ও পরামর্শ জানার সবচেয়ে ভালো উপায় এই গ্রুপ। সুতরাং ২০১৭ সালের সকল এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফলের শুভকামনা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি।

পরবর্তী পোস্ট বিভিন্ন ডিপার্টমেন্ট সংক্রান্ত (পরশু দিন)
ও হ্যা আরেকটা বিষয়। নিজের পরিচিতজনদের যারা এইবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে এই গ্রুপে অ্যাড করার অনুরোধ থাকলো।

সংগ্রাহক : "ইমাম হাসান মারুফ"






কোন মন্তব্য নেই: