নীট ডাইং কন্টিনিউয়াস প্রসেস | Knit Dyeing CPB - Textile Lab | Textile Learning Blog
টেকনিকাল রিভিউ : নীট ডাইং কন্টিনিউয়াস প্রসেস

কন্টিনিউয়াস ডাইং প্রযুক্তি চলে এসেছে নীট এর জন্য, এখন জার্মান Erbatech GmbH, Benninger  মেশিন নীট এর জন্য কোল্ড প্যাড ব্যাচ ডাইং মেশিন বাজারে এনেছে,  তাদের কন্টিনিউয়াস স্কাওয়ারিং ব্লিচিং প্রযুক্তি বাজারে আছে এখন নীট ডাইং এর প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব মেশিন গুলি ইউজ করে।

যদিও কোল্ড প্যাড ব্যাচ ওভেন ডাইং এ ব্যাবহার করা হতো এখন এটা নীটে ব্যাবহার শুরু হয়েছে।  ওভেন এর টেকনোলজিস্ট যারা CPB তে ডাইং করেন তাদের  জন্য চাকুরীর নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।

তবে CPB এর ক্ষত্রে RFT ইম্পলিমেন্টেশন করা অনেক জটিল বিষয়।
তবে একথা নিশ্চিত যে যারা Robintex ,  northan tosrifa group,  Congumer knitex(CMT) grup এ CPB তে কাজ করছেন আপনাদের বাজার ভালো যারা নতুন করে এই মেশিন কিনে ইরেকশন করবে তারা চাইবে আপনাদের দ্বারা শুরু হোক  তাই আপনাদের ডিমান্ড আকাশ্চুম্বি হবে লিখে রাখেন ।  যারা ওভেনে জব করছেন তাদের হতাস হবার কিছু নেই কারন আমাদের কন্টিনিউয়াস প্রসেস অভিজ্ঞতা এডিশন এবং ডায়ালুশন এর ক্ষমতা অনেক  সুতরাং আপনারা ট্রাই করতে পারেন।

বাংলাদেশি যে সকল ফেক্টরিতে নীট এর CPB সে গুলি হলো :
Robintex ,
northan tosrifa group
Congumer knitex(CMT) grup




শর্ট রিকমেন্ডেড প্রসেস এক্সোস্ট এর সাথে :

নীট সিনজিং মেশিন এর সাহায্যে ফেব্রিক কে সিনজিং করার পরে,  কন্টিনিউয়াস স্কাওয়ারিং ব্লিচ করে করে HTHP, Atmosphric মেশিনে তুলে সরাসরি RFD ফেব্রিক ডাইং করা যাবে এবং এর জন্য লেংথি প্রসেস লাগবে না এক্সোস্ট মেশিনে স্কাওয়ারিং ব্লিচ এনজাইম করতে প্রায় ৫-৬ ঘন্টা লাগে সেখানে কন্টিনিউয়াস মেশিন ইউজ করলে খুব দ্রুত প্রডাকশন করা সম্ভব। এর কন্টিনিউয়াস ব্যাক প্রসেস এর সাথে এক্সোস্ট ডাইং ইউজ করলে RFT ডাইং সম্ভব এবং রিপ্রসেস প্রভাবিলিটি অনেক কমে যাবে এবং সাথে কন্টিনিউয়াস  ওয়াস  মেশিন  ইউজ করলে ওয়াসের জন্য টাইম অনেক সেইভ হবে জাস্ট একটা ওয়াস দিয়ে ফাইনাল ডাইং ওয়াস কন্টিনিউয়াসে করে নিলে অনেক টাইম বেচে যাবে।










যে সমস্যা গুলি হতে পারে  কন্টিনিউয়াস নীট ডাইং এর ক্ষত্রে  :

১. কোল্ড ব্রেন্ড ডাইজের কারনে ডাইজ এক্সোস্ট পিকাপ আপনার কন্ট্রোল এর বাইরে থাকবে। তাই এক্সপেরিয়েন্স ছাড়া সেড এর আইডিয়া করতে পারবেন না।

২. নীট ফেব্রিক এর স্ট্রেন্থ কম থাকার ফলে এটা মেশিন এর লেন্থ ওয়াইজ স্ট্রেস স্ট্রেইন সহ্য করতে পারবে না।

৩. এটি শুধু মাত্র  cotton part এর জন্য ব্যাবহার করা লাগবে পলিস্টার পার্ট ডাইং করা সম্ভব হবে না।

৪. ডাইং এর জন্য ১২ ঘন্টা রোটেশন টাইম লাগবে সেটা লং প্রসেস।

৫. ফেব্রিকে স্পাইরিলিটি, স্রিংকেজ এর পরিমাণ কন্ট্রোল করা কস্ট হবে কারন কন্টিনিউয়াস প্রসেস টেনশন দিয়ে টানতে হয় ফেব্রিক ।

৬. নীটের ক্ষত্রে প্যাডার প্রেসার এর ভেরিয়েশন এর কারনে লিস্টিং সমস্যা দেখা দেবে।

৭. নীট ফেব্রিক এর কার্লিং টেনডেনসিটি থাকার দরুন এই মেশিনে ক্রিজ এর চান্স থাকবে ব্যাপক।

নীট ডাইং কন্টিনিউয়াস প্রসেস | Knit Dyeing CPB

টেকনিকাল রিভিউ : নীট ডাইং কন্টিনিউয়াস প্রসেস

কন্টিনিউয়াস ডাইং প্রযুক্তি চলে এসেছে নীট এর জন্য, এখন জার্মান Erbatech GmbH, Benninger  মেশিন নীট এর জন্য কোল্ড প্যাড ব্যাচ ডাইং মেশিন বাজারে এনেছে,  তাদের কন্টিনিউয়াস স্কাওয়ারিং ব্লিচিং প্রযুক্তি বাজারে আছে এখন নীট ডাইং এর প্রোডাক্টিভিটি বাড়ানো সম্ভব মেশিন গুলি ইউজ করে।

যদিও কোল্ড প্যাড ব্যাচ ওভেন ডাইং এ ব্যাবহার করা হতো এখন এটা নীটে ব্যাবহার শুরু হয়েছে।  ওভেন এর টেকনোলজিস্ট যারা CPB তে ডাইং করেন তাদের  জন্য চাকুরীর নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।

তবে CPB এর ক্ষত্রে RFT ইম্পলিমেন্টেশন করা অনেক জটিল বিষয়।
তবে একথা নিশ্চিত যে যারা Robintex ,  northan tosrifa group,  Congumer knitex(CMT) grup এ CPB তে কাজ করছেন আপনাদের বাজার ভালো যারা নতুন করে এই মেশিন কিনে ইরেকশন করবে তারা চাইবে আপনাদের দ্বারা শুরু হোক  তাই আপনাদের ডিমান্ড আকাশ্চুম্বি হবে লিখে রাখেন ।  যারা ওভেনে জব করছেন তাদের হতাস হবার কিছু নেই কারন আমাদের কন্টিনিউয়াস প্রসেস অভিজ্ঞতা এডিশন এবং ডায়ালুশন এর ক্ষমতা অনেক  সুতরাং আপনারা ট্রাই করতে পারেন।

বাংলাদেশি যে সকল ফেক্টরিতে নীট এর CPB সে গুলি হলো :
Robintex ,
northan tosrifa group
Congumer knitex(CMT) grup




শর্ট রিকমেন্ডেড প্রসেস এক্সোস্ট এর সাথে :

নীট সিনজিং মেশিন এর সাহায্যে ফেব্রিক কে সিনজিং করার পরে,  কন্টিনিউয়াস স্কাওয়ারিং ব্লিচ করে করে HTHP, Atmosphric মেশিনে তুলে সরাসরি RFD ফেব্রিক ডাইং করা যাবে এবং এর জন্য লেংথি প্রসেস লাগবে না এক্সোস্ট মেশিনে স্কাওয়ারিং ব্লিচ এনজাইম করতে প্রায় ৫-৬ ঘন্টা লাগে সেখানে কন্টিনিউয়াস মেশিন ইউজ করলে খুব দ্রুত প্রডাকশন করা সম্ভব। এর কন্টিনিউয়াস ব্যাক প্রসেস এর সাথে এক্সোস্ট ডাইং ইউজ করলে RFT ডাইং সম্ভব এবং রিপ্রসেস প্রভাবিলিটি অনেক কমে যাবে এবং সাথে কন্টিনিউয়াস  ওয়াস  মেশিন  ইউজ করলে ওয়াসের জন্য টাইম অনেক সেইভ হবে জাস্ট একটা ওয়াস দিয়ে ফাইনাল ডাইং ওয়াস কন্টিনিউয়াসে করে নিলে অনেক টাইম বেচে যাবে।










যে সমস্যা গুলি হতে পারে  কন্টিনিউয়াস নীট ডাইং এর ক্ষত্রে  :

১. কোল্ড ব্রেন্ড ডাইজের কারনে ডাইজ এক্সোস্ট পিকাপ আপনার কন্ট্রোল এর বাইরে থাকবে। তাই এক্সপেরিয়েন্স ছাড়া সেড এর আইডিয়া করতে পারবেন না।

২. নীট ফেব্রিক এর স্ট্রেন্থ কম থাকার ফলে এটা মেশিন এর লেন্থ ওয়াইজ স্ট্রেস স্ট্রেইন সহ্য করতে পারবে না।

৩. এটি শুধু মাত্র  cotton part এর জন্য ব্যাবহার করা লাগবে পলিস্টার পার্ট ডাইং করা সম্ভব হবে না।

৪. ডাইং এর জন্য ১২ ঘন্টা রোটেশন টাইম লাগবে সেটা লং প্রসেস।

৫. ফেব্রিকে স্পাইরিলিটি, স্রিংকেজ এর পরিমাণ কন্ট্রোল করা কস্ট হবে কারন কন্টিনিউয়াস প্রসেস টেনশন দিয়ে টানতে হয় ফেব্রিক ।

৬. নীটের ক্ষত্রে প্যাডার প্রেসার এর ভেরিয়েশন এর কারনে লিস্টিং সমস্যা দেখা দেবে।

৭. নীট ফেব্রিক এর কার্লিং টেনডেনসিটি থাকার দরুন এই মেশিনে ক্রিজ এর চান্স থাকবে ব্যাপক।

কোন মন্তব্য নেই: