Knitting, Weaving নাকি Denim এ জব করবো ? কোথায় করলে ভালো হবে ! - Textile Lab | Textile Learning Blog
যেকোনো Textile Graduate এর Last Year  Last Month এর শেষ প্রশ্ন !

ভাই বুঝতেছিনা যে Knitting ঢুকবো নাকি Weaving এ ?

নাকি নতুন Uprising Denim এ ঢুকবো ?

ভাই Production এ ঢুকবো নাকি Head office Based Job এ ঢুকবো ?
কোনটা তে তাড়াতাড়ি উপরে উঠা যাবে ?


যেখানে জিজ্ঞেস করার কথা ছিলো যে-
ভাই আমার Knit Fabric এর যে Chain এর খেলা ওইটা ভালো লাগে ,কিভাবে Knit Sector এ কাজ করলে পরে এইটা নিয়ে নতুন কাজ করা যাবে ? না বলে বলা হচ্ছে কিভাবে তাড়াতাড়ি Manager হবো !!!!

ভাই আমি তো ডেনিমের নীল রং এর প্রেমে পড়ছি এখন কি করবো? না বলে বলতেছে ভাই ডেনিমের তো নতুন নতুন Factory হচ্ছে তার মানে ধুম ধাম Change কইরা GM হইয়া যামু !!
বাস্তবতা হচ্ছে এখন  যারা Director, GM , DGM , AGM আছেন , তাঁদের কেউই প্রথম থেকেই এই মন নিয়ে কাজ করেন নাই যে , উনাকে GM / DGM / AGM হইতে হবে,  উল্টো তাঁরা সকলেই  যখন ঢুঁকে তখন সবাই বলছে যে , এইটা নতুন সেক্টর এইটা তে আর কি হবে ? সিনিয়র কেউ নাই কেমনে কাজ করবে ?




অথচ Washing যখন নতুন ,তখন তাঁরাই জব নেয় যখন অন্য Popular গুলো খালি ছিলো না (Knit Dyeing/ Woven dyeing) ,তাহলে তাঁরা কিভাবে এতো দূর আগালো ? 

তখন যারা Washing এ ঢুকসে তাঁরা দেখলেন যে, অন্যরা হয়তো এখন টিটকারি দিচ্ছে কিন্তু যখন ঢুঁকেই গেছি তাহলে করেই দেখি না কি হয় ! পরে কি হবে জানি না কিন্তু এখন যা আছে তাই নিয়েই কেনো এগিয়ে যাবো না ? আর কিছু হই বা না হই Atleast ৫-৬ বছর পর মার্কেটে সবাই যাতে এইটা বলতে পারে যে, Washing এর হাতে গোনা কেউ থাকলে এই কয়জন ই খালি আছে , এখন পদ , সম্মান সব তো এমনেই চলে আসবে , সেগুলো তে মনোযোগ না দিয়ে Technical Skill টা তেই মনোযোগ দেই !



যিনি Denim এর Director তার কাছে এই পদের থেকেও বড় হচ্ছে যে সবার কাছে এই বলা  , "Yes, I love Denim and Denim is my Passion !"
যিনি ডেনিমের Factory এর হেড তার কাছে Head এর চেয়েও বড় হচ্ছে যে এইটা শুনা যে , "লোকটা আসলেই ডেনিম সম্পর্কে জানে এবং আজীবনই ডেনিম নিয়ে কাজ করতে চায় !"
Varsity Life এর ৪ টি বছর পরে কে কতো CGPA পাইলো অথবা কোন Department থেকে বের হলো এর চেয়েও বড় Info হচ্ছে যে সে নিজে এই ৪ বছর পর এইটা জানে কিনা যে Textile এর কোন দিক টা তার ভালো লাগে এবং সামনে কি নিয়ে কাজ করবে সেইটা জানা , আর এইটুকুর জন্য আমাদের বিশ্ববিদ্যালয় গুলো তে যে জ্ঞান দেওয়া হয় তা More Than Enough ,এমনকি বিভিন্ন Mill Visit এও নিয়ে যাওয়া হয় ,Intern এর সময়তেও অনেকের ধারণা হয় ,যে আমরা এই ধরণের পরিবেশে টিকে থাকতে পারবো কি পারবো না !



এমনকি যে ছেলেটা ৪ বছর পর এই Decision নেয় যে আমি Textile Mill এ কাজ করবো না কিন্তু আমার BCS এর Administration ভালো লাগে, আমি এইটা নিয়েই লেগে থাকবো, তাকেও মন থেকে পুরোপুরি সম্মান !!

কিন্তু এই Decision নেবার সাথে সাথে তাকে এইটাও মাথায় রাখতে হবে যদি আমি Fail হই তাহলেও এর Risk পুরোপুরি আমাকেই নিতে হবে ! তাও দিন শেষে ওইটা আমার Decision , অন্য কেউ বলছে দেখে আমি যাই নাই ! আমরা সাধারণত এই কারনেই অন্য কাউকে জিজ্ঞেস করি যে কিসে ঢুকবো যাতে Fail হলে তার উপর দোষারোপ করা যায় !

সবাই শুধু Info দিতে পারে কিন্তু সেই ইনফোর ভিত্তিতে Decision তো নিজেকেই নিতে হবে !
শিক্ষিত মানুষ নিজের Decision Perfect হলে যেমন সবার প্রশংসা মাথা নত করে নেয় ঠিক তেমনি নিজের Decision Fail হলেও তা মাথা নত করে নিবারও ক্ষমতা থাকতে হবে !
সুতরাং এই ৪ বছর পর নিজের মন থেকে যেইটা ভালো লাগে তা লক্ষ্য হিসেবে নিয়ে এগিয়ে গেলেই হবে , আস্তে আস্তে আগাই আর লাফায় লাফায় আগাই দিন শেষে থেমে না থেকে এগিয়ে যাওয়াই হোক আমাদের লক্ষ্য !!

যার সাথে আমার চিন্তা ধারা ১৮০ ডিগ্রি তে  থাকে , তার কাছ থেকেই আমার ভালোবাসার সংজ্ঞা টা শিখা !!!

What is love ?
Love is absence of Judgement !!
So , the Part of Textiles that you love without any judgement should be your choice for career !

Copyright
Ariful Islam Ashik 
Bangladesh University Of Textile





job

Knitting, Weaving নাকি Denim এ জব করবো ? কোথায় করলে ভালো হবে !

যেকোনো Textile Graduate এর Last Year  Last Month এর শেষ প্রশ্ন !

ভাই বুঝতেছিনা যে Knitting ঢুকবো নাকি Weaving এ ?

নাকি নতুন Uprising Denim এ ঢুকবো ?

ভাই Production এ ঢুকবো নাকি Head office Based Job এ ঢুকবো ?
কোনটা তে তাড়াতাড়ি উপরে উঠা যাবে ?


যেখানে জিজ্ঞেস করার কথা ছিলো যে-
ভাই আমার Knit Fabric এর যে Chain এর খেলা ওইটা ভালো লাগে ,কিভাবে Knit Sector এ কাজ করলে পরে এইটা নিয়ে নতুন কাজ করা যাবে ? না বলে বলা হচ্ছে কিভাবে তাড়াতাড়ি Manager হবো !!!!

ভাই আমি তো ডেনিমের নীল রং এর প্রেমে পড়ছি এখন কি করবো? না বলে বলতেছে ভাই ডেনিমের তো নতুন নতুন Factory হচ্ছে তার মানে ধুম ধাম Change কইরা GM হইয়া যামু !!
বাস্তবতা হচ্ছে এখন  যারা Director, GM , DGM , AGM আছেন , তাঁদের কেউই প্রথম থেকেই এই মন নিয়ে কাজ করেন নাই যে , উনাকে GM / DGM / AGM হইতে হবে,  উল্টো তাঁরা সকলেই  যখন ঢুঁকে তখন সবাই বলছে যে , এইটা নতুন সেক্টর এইটা তে আর কি হবে ? সিনিয়র কেউ নাই কেমনে কাজ করবে ?




অথচ Washing যখন নতুন ,তখন তাঁরাই জব নেয় যখন অন্য Popular গুলো খালি ছিলো না (Knit Dyeing/ Woven dyeing) ,তাহলে তাঁরা কিভাবে এতো দূর আগালো ? 

তখন যারা Washing এ ঢুকসে তাঁরা দেখলেন যে, অন্যরা হয়তো এখন টিটকারি দিচ্ছে কিন্তু যখন ঢুঁকেই গেছি তাহলে করেই দেখি না কি হয় ! পরে কি হবে জানি না কিন্তু এখন যা আছে তাই নিয়েই কেনো এগিয়ে যাবো না ? আর কিছু হই বা না হই Atleast ৫-৬ বছর পর মার্কেটে সবাই যাতে এইটা বলতে পারে যে, Washing এর হাতে গোনা কেউ থাকলে এই কয়জন ই খালি আছে , এখন পদ , সম্মান সব তো এমনেই চলে আসবে , সেগুলো তে মনোযোগ না দিয়ে Technical Skill টা তেই মনোযোগ দেই !



যিনি Denim এর Director তার কাছে এই পদের থেকেও বড় হচ্ছে যে সবার কাছে এই বলা  , "Yes, I love Denim and Denim is my Passion !"
যিনি ডেনিমের Factory এর হেড তার কাছে Head এর চেয়েও বড় হচ্ছে যে এইটা শুনা যে , "লোকটা আসলেই ডেনিম সম্পর্কে জানে এবং আজীবনই ডেনিম নিয়ে কাজ করতে চায় !"
Varsity Life এর ৪ টি বছর পরে কে কতো CGPA পাইলো অথবা কোন Department থেকে বের হলো এর চেয়েও বড় Info হচ্ছে যে সে নিজে এই ৪ বছর পর এইটা জানে কিনা যে Textile এর কোন দিক টা তার ভালো লাগে এবং সামনে কি নিয়ে কাজ করবে সেইটা জানা , আর এইটুকুর জন্য আমাদের বিশ্ববিদ্যালয় গুলো তে যে জ্ঞান দেওয়া হয় তা More Than Enough ,এমনকি বিভিন্ন Mill Visit এও নিয়ে যাওয়া হয় ,Intern এর সময়তেও অনেকের ধারণা হয় ,যে আমরা এই ধরণের পরিবেশে টিকে থাকতে পারবো কি পারবো না !



এমনকি যে ছেলেটা ৪ বছর পর এই Decision নেয় যে আমি Textile Mill এ কাজ করবো না কিন্তু আমার BCS এর Administration ভালো লাগে, আমি এইটা নিয়েই লেগে থাকবো, তাকেও মন থেকে পুরোপুরি সম্মান !!

কিন্তু এই Decision নেবার সাথে সাথে তাকে এইটাও মাথায় রাখতে হবে যদি আমি Fail হই তাহলেও এর Risk পুরোপুরি আমাকেই নিতে হবে ! তাও দিন শেষে ওইটা আমার Decision , অন্য কেউ বলছে দেখে আমি যাই নাই ! আমরা সাধারণত এই কারনেই অন্য কাউকে জিজ্ঞেস করি যে কিসে ঢুকবো যাতে Fail হলে তার উপর দোষারোপ করা যায় !

সবাই শুধু Info দিতে পারে কিন্তু সেই ইনফোর ভিত্তিতে Decision তো নিজেকেই নিতে হবে !
শিক্ষিত মানুষ নিজের Decision Perfect হলে যেমন সবার প্রশংসা মাথা নত করে নেয় ঠিক তেমনি নিজের Decision Fail হলেও তা মাথা নত করে নিবারও ক্ষমতা থাকতে হবে !
সুতরাং এই ৪ বছর পর নিজের মন থেকে যেইটা ভালো লাগে তা লক্ষ্য হিসেবে নিয়ে এগিয়ে গেলেই হবে , আস্তে আস্তে আগাই আর লাফায় লাফায় আগাই দিন শেষে থেমে না থেকে এগিয়ে যাওয়াই হোক আমাদের লক্ষ্য !!

যার সাথে আমার চিন্তা ধারা ১৮০ ডিগ্রি তে  থাকে , তার কাছ থেকেই আমার ভালোবাসার সংজ্ঞা টা শিখা !!!

What is love ?
Love is absence of Judgement !!
So , the Part of Textiles that you love without any judgement should be your choice for career !

Copyright
Ariful Islam Ashik 
Bangladesh University Of Textile





কোন মন্তব্য নেই: