আমাদের গ্রুপের / ব্লগের / পেইজে এর ইনর্টান, তাই তোমাদের জন্য কিছু নির্দেশনা :
১. তোমাদের সুপার ভাইজার এর সাথে দেখা করে প্রজেক্ট এর কাজ দ্রুত করো কারন ফেক্টরির টাইম শেষ হয়ে গেলে তারা আর সাহায্য করবে না।
২. ৯০% স্টুডেন্ট এখনো এটাচমেন্ট এর কাজ শুরু করো নি তাদের এখনি শুরু করা উচিৎ। নুতবা ভাইবার আগের রাতের হয়রানি ভোগ করতে হবে। আমি নিজে ও এর ভুক্তভোগী ছিলাম।
৩. ফেক্টরিতে থাকা কালিন কনফিউশন গুলি দুর করে ফেলো, পরে এই সময় নাও পেতে পারো।
৪. ইউনিভারসিটি থেকে দেয়া ডাইরি গুলি ভালো করে লিখে সেম্পল লাগিয়ে তা ফ্লোর এর সিনিয়র ভাই বা প্রডাকশন অফিসার, শিফট ইনচার্জ কে দিয়ে সাক্ষর করিয়ে নিয়ো।
৫. এক জন সিনিয়র ভাই বললেন অনেকে ইনর্টান করে কিন্তু নিজের প্রতিস্টান এর ভাইদের খুঁজে বের করে না। এটা মেজর সমস্যা। একজন সিনিয়র ভাই এক ঘন্টায় সব আপনাদের বুঝিয়ে দিতে সক্ষম। বা তিনি তার পরিচিত দের কে দিয়ে আপনাদের হেল্প করাতে পারেন।
ধরুন আপনার সিনিয়র মার্চেন্টডাইজার অনেক সেকশন তার কথায় উঠে বসে চাইলে উনি অপনাদের বিভিন্ন সেকশনে পাঠাবে তখন আপনাদের সবাই সাহায্য করতে বাধ্য।
৬. সময় দিন:
ডাইং এর - ল্যাব এবং কালার সেকশনে
ডাইং এর - ল্যাব এবং কালার সেকশনে
গার্মেন্টস এর - কাটিংয়ে সেম্পলে
ফেব্রিক এর - R&D
( এই জায়গায় কাজ দেখতে আর শিখতে পারবেন )
মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট
৭. Attachment Copy past ভুলেও করবেন না, নিজের মেধা কাজে লাগান আমার দেখা বুটেক্স, আহসানুল্লাহ, ডুয়েট এর ছাত্ররা নিজেরা চেস্টা করে প্রজেক্ট আর এটাসমেন্ট করে তাই তাদের ফেক্টরির কাজ শেখা ভালো পোক্ত আর ভালো হয়। কিন্তু আমাদের ৯৯% কপি পেস্ট এর নির্ভরশীল।
৮. আমাদের ৮০% ছাত্র প্রজেক্ট এর টপিকের সাথে কাজের মিল পায় না স্যাররা । অনেকে তা আগের সিনিয়রদের কাছ থেকে কপি করে । আহসানুল্লাহ এর স্টুডেন্টদের অভিজ্ঞতা থেকে দেখি অনকে প্রজেক্ট ইউনিক না হলে আবার তাদের করতে হয় তা হলে ওরা শিখবে নাতো কি আমাদের ছাত্ররা শিখবে। এতো তাড়া হুড়োর কি আছে একটি ছেলে কে মার্কেটে ছাড়ার আগে পোক্ত করে ছাড়া বুদ্ধি মানের কাজ নয় কি ???
৯. আমাদের সময়ে একটি গ্রুপ একটি ফেক্টরিতে দিয়েছিল তাদের প্রথম দিন শেষ দিন ছিলো, ভাইবার আগের দিন কিছু খুঁজে পাচ্ছিলো না দেয়ার জন্য পরে তাদের আমি বিভিন্ন এটাচমেন্ট কপি পেস্ট করে একটি বানিয়ে দেই। এই হলো আমাদের অবস্থা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন