অটোমোবাইল শিল্পে টেক্সটাইলের ব্যবহার | Automobile Textile | Technical Textile - Textile Lab | Textile Learning Blog
অটোমোবাইল শিল্পে টেক্সটাইলের ব্যবহারঃ




অটোমটিভ টেক্সটাইল টেক্সটাইলের একটি অংশ, যেখানে যানবাহন শিল্পে এর ব্যবহার দেখানো হয়েছে। অটোমোবাইল শিল্পে টেক্সটাইলের ব্যবহার হাল্কা থেকে ভারী যানবাহনে লক্ষ্য করা যায়। অটোমটিভ টেক্সটাইল প্রযুক্তিগত টেক্সটাইলের একটি অবিচ্ছেদ্য অংশ। পরিবহন, যানবাহন, গাড়ি, ট্রেন, বাস, এ্যারোপ্লেনস এবং সামুদ্রিক জাহাজগুলোর মধ্যে টেক্সটাইল শিল্পের ব্যাপক ব্যবহার হয়। একটি গাড়ির ক্ষেত্রে গড়ে প্রায় ৫০ বর্গ গজ পরিমান টেক্সটাইল পণ্য কাচামাল অথবা গাড়ির সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই শিল্পে সবধরনের টেক্সটাইল পণ্য ব্যবহৃত হয় (ফাইবার, ফিলামেন্ট , ইয়ার্ন , ফ্যাব্রিক প্রভৃতি )। মূলত গাড়ির সিট বেল্ট , সিট কাভার , হেলমেট ,গাড়ির ভিতরের এবং বাহিরের কাভার তৈরিতে , গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জায় , এয়ার ব্যাগ তৈরিতে , গাড়ির টায়ারে , হেডলাইনার , এরোপ্লেন এবং ট্রেনের সিট কাভার এবং অন্যান্য ক্ষেত্রে টেকনিক্যাল টেক্সটাইলের ব্যবহার লক্ষ্য করা যায়।

একসময় শুধুমাত্র ইউরোপ এবং উন্নত দেশগুলোর শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উৎপাদনে টেকনিক্যাল টেক্সটাইলের ব্যবহার করলেও এখন এশিয়ার দেশগুলোতে দিন দিন এই শিল্পে টেক্সটাইলের ব্যবহার বাড়ছে । মূলত একটি গাড়ির ভিতরে এবং বাহিরের আবরণ সহ যাবতীয় অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত টেক্সটাইল পণ্য গাড়ির মোট ওজনের শতকরা ২%। কার্বন কম্পোজিশনের বেশিরভাগই বিমান অংশে প্রস্তুত করা হয় যখন উচ্চতর টায়ার তৈরিতে কার্বন ফাইবার ব্যবহার করা হয়।


অটোমোবাইল টেক্সটাইলের চাহিদা বৃদ্ধির কারন সমূহঃ

১।   মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের ব্যাক্তিগত যানবাহনের পরিমান ও বৃদ্ধি পাচ্ছে । ফলে সেক্ষেত্রে আরামদায়কতা ও অন্যান্য সুবিধার কথা বিবেচনা করে অটোমোবাইল টেক্সটাইলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

২।   যেহেতু পরিবেশের সাথে এর কোন ক্ষতিকর সম্পর্ক নেই , সম্পূর্ণরুপে পুনঃ ব্যবহার উপযোগী অর্থাৎ রিসাইক্লিং করা যায় তাই উন্নত দেশগুলোতে দিন দিন এর ব্যবহার বাড়ছে।

৩।   আজকাল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গুলো তাদের গাড়িকে পূর্বের তুলনায় আরও হাল্কা এবং নিরাপদ করার দিকে মনোযোগ দিচ্ছে যেহেতু মেটালের অধিক ব্যবহারের ফলে গাড়িতে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি বেড়ে যাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে । তাই তারা গাড়ির অভ্যন্তরীণ এবং বাহিরের আবরণকে আরও মসৃণ এবং আকর্ষণীয় করার জন্য দিন দিন অটোমোবাইল টেক্সটাইলের ব্যবহার বাড়াচ্ছে।


৪।   এছাড়া আলট্রা ভায়োলেট রশ্মি , সূর্যের ক্ষতিকারক রশ্মি , গাড়ির ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য , গাড়িতে ব্যবহৃত ফেব্রিক পরিবর্তন ও পরিবর্ধনযোগ্য হওয়ার কারণে এর ব্যবহার বাড়ছে।

নির্মাতারা তাদের পণ্য পোর্টফোলিও উন্নত করতে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য উচ্চতর পণ্য বিকাশের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। এশিয়া প্যাসিফিক এবং সেন্ট্রাল ও সাউথ আমেরিকা যেমন উদীয়মান অঞ্চলে শিল্প অংশগ্রহণকারীদের জন্য প্রচুর সুযোগ প্রদান করে। গ্রাহকদের চাহিদার ভিত্তিতে উচ্চ মানের টেক্সটাইল বিকাশের জন্য R & D উদ্যোগগুলি বিদ্যমান শিল্পের পাশাপাশি নতুন শিল্প অংশগ্রহণকারীদের জন্য প্রচুর সুযোগ প্রদানের প্রয়োজন ।
বিশ্বে অটোমোবাইল সেক্টরে টেক্সটাইল এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে । ইউরোপের দেশগুলোর পাশাপাশি চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে দিন দিন অটোমোবাইল সেক্টরে টেক্সটাইলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ।

মূলত অটোমটিভ টেক্সটাইলের ব্যবহারকারীদের মধ্যে রয়েছে, ট্রেভিরা, ড্যুপ্যান্ট, সেজ মোটরসাইকেল ইন্টেরিওরস, বেলটেক, রিলায়েন্স, অটোমেটিক টেক্সটাইল এসএ, গ্লোবাল সেফটি টেক্সটাইলস, এসএমএস অটোমেটিক্স, অটোলিভ, লিয়ার কর্পোরেশন, জনসন কন্ট্রোলস, অ্যাক্ম মিলস, অন্ডে, বসর্স, টয়োটা বোসোকু, ইন্টারন্যাশনাল টেক্সটাইল গ্রুপ , অটোটেক ননভোভেনস, সুমিনো টেক্সটাইল কো লিমিটেড, এএস গালওয়ে টেকনফিব্রে এবং সিএমআই-এন্টারপ্রাইজেস। উল্লিখিত প্রতিষ্ঠানগুলো তাদের প্রোডাক্ট তৈরিতে ব্যাপকভাবে অটোমটিভ অথবা টেকনিক্যাল টেক্সটাইলের ব্যবহার করছে ।

কার্টেসি
তন্ময় দেবনাথ
বস্ত্র প্রকৌশল (২য় বর্ষ)
সহযোগিতায়ঃ
সাকিব-উল-বিল্লাহ
বস্ত্র প্রকৌশল (২য় বর্ষ)

অটোমোবাইল শিল্পে টেক্সটাইলের ব্যবহার | Automobile Textile | Technical Textile

অটোমোবাইল শিল্পে টেক্সটাইলের ব্যবহারঃ




অটোমটিভ টেক্সটাইল টেক্সটাইলের একটি অংশ, যেখানে যানবাহন শিল্পে এর ব্যবহার দেখানো হয়েছে। অটোমোবাইল শিল্পে টেক্সটাইলের ব্যবহার হাল্কা থেকে ভারী যানবাহনে লক্ষ্য করা যায়। অটোমটিভ টেক্সটাইল প্রযুক্তিগত টেক্সটাইলের একটি অবিচ্ছেদ্য অংশ। পরিবহন, যানবাহন, গাড়ি, ট্রেন, বাস, এ্যারোপ্লেনস এবং সামুদ্রিক জাহাজগুলোর মধ্যে টেক্সটাইল শিল্পের ব্যাপক ব্যবহার হয়। একটি গাড়ির ক্ষেত্রে গড়ে প্রায় ৫০ বর্গ গজ পরিমান টেক্সটাইল পণ্য কাচামাল অথবা গাড়ির সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই শিল্পে সবধরনের টেক্সটাইল পণ্য ব্যবহৃত হয় (ফাইবার, ফিলামেন্ট , ইয়ার্ন , ফ্যাব্রিক প্রভৃতি )। মূলত গাড়ির সিট বেল্ট , সিট কাভার , হেলমেট ,গাড়ির ভিতরের এবং বাহিরের কাভার তৈরিতে , গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জায় , এয়ার ব্যাগ তৈরিতে , গাড়ির টায়ারে , হেডলাইনার , এরোপ্লেন এবং ট্রেনের সিট কাভার এবং অন্যান্য ক্ষেত্রে টেকনিক্যাল টেক্সটাইলের ব্যবহার লক্ষ্য করা যায়।

একসময় শুধুমাত্র ইউরোপ এবং উন্নত দেশগুলোর শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উৎপাদনে টেকনিক্যাল টেক্সটাইলের ব্যবহার করলেও এখন এশিয়ার দেশগুলোতে দিন দিন এই শিল্পে টেক্সটাইলের ব্যবহার বাড়ছে । মূলত একটি গাড়ির ভিতরে এবং বাহিরের আবরণ সহ যাবতীয় অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত টেক্সটাইল পণ্য গাড়ির মোট ওজনের শতকরা ২%। কার্বন কম্পোজিশনের বেশিরভাগই বিমান অংশে প্রস্তুত করা হয় যখন উচ্চতর টায়ার তৈরিতে কার্বন ফাইবার ব্যবহার করা হয়।


অটোমোবাইল টেক্সটাইলের চাহিদা বৃদ্ধির কারন সমূহঃ

১।   মানুষের জীবনযাত্রার মান বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের ব্যাক্তিগত যানবাহনের পরিমান ও বৃদ্ধি পাচ্ছে । ফলে সেক্ষেত্রে আরামদায়কতা ও অন্যান্য সুবিধার কথা বিবেচনা করে অটোমোবাইল টেক্সটাইলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

২।   যেহেতু পরিবেশের সাথে এর কোন ক্ষতিকর সম্পর্ক নেই , সম্পূর্ণরুপে পুনঃ ব্যবহার উপযোগী অর্থাৎ রিসাইক্লিং করা যায় তাই উন্নত দেশগুলোতে দিন দিন এর ব্যবহার বাড়ছে।

৩।   আজকাল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গুলো তাদের গাড়িকে পূর্বের তুলনায় আরও হাল্কা এবং নিরাপদ করার দিকে মনোযোগ দিচ্ছে যেহেতু মেটালের অধিক ব্যবহারের ফলে গাড়িতে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি বেড়ে যাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে । তাই তারা গাড়ির অভ্যন্তরীণ এবং বাহিরের আবরণকে আরও মসৃণ এবং আকর্ষণীয় করার জন্য দিন দিন অটোমোবাইল টেক্সটাইলের ব্যবহার বাড়াচ্ছে।


৪।   এছাড়া আলট্রা ভায়োলেট রশ্মি , সূর্যের ক্ষতিকারক রশ্মি , গাড়ির ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য , গাড়িতে ব্যবহৃত ফেব্রিক পরিবর্তন ও পরিবর্ধনযোগ্য হওয়ার কারণে এর ব্যবহার বাড়ছে।

নির্মাতারা তাদের পণ্য পোর্টফোলিও উন্নত করতে এবং ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য উচ্চতর পণ্য বিকাশের জন্য সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেছে। এশিয়া প্যাসিফিক এবং সেন্ট্রাল ও সাউথ আমেরিকা যেমন উদীয়মান অঞ্চলে শিল্প অংশগ্রহণকারীদের জন্য প্রচুর সুযোগ প্রদান করে। গ্রাহকদের চাহিদার ভিত্তিতে উচ্চ মানের টেক্সটাইল বিকাশের জন্য R & D উদ্যোগগুলি বিদ্যমান শিল্পের পাশাপাশি নতুন শিল্প অংশগ্রহণকারীদের জন্য প্রচুর সুযোগ প্রদানের প্রয়োজন ।
বিশ্বে অটোমোবাইল সেক্টরে টেক্সটাইল এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে । ইউরোপের দেশগুলোর পাশাপাশি চীন, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে দিন দিন অটোমোবাইল সেক্টরে টেক্সটাইলের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে ।

মূলত অটোমটিভ টেক্সটাইলের ব্যবহারকারীদের মধ্যে রয়েছে, ট্রেভিরা, ড্যুপ্যান্ট, সেজ মোটরসাইকেল ইন্টেরিওরস, বেলটেক, রিলায়েন্স, অটোমেটিক টেক্সটাইল এসএ, গ্লোবাল সেফটি টেক্সটাইলস, এসএমএস অটোমেটিক্স, অটোলিভ, লিয়ার কর্পোরেশন, জনসন কন্ট্রোলস, অ্যাক্ম মিলস, অন্ডে, বসর্স, টয়োটা বোসোকু, ইন্টারন্যাশনাল টেক্সটাইল গ্রুপ , অটোটেক ননভোভেনস, সুমিনো টেক্সটাইল কো লিমিটেড, এএস গালওয়ে টেকনফিব্রে এবং সিএমআই-এন্টারপ্রাইজেস। উল্লিখিত প্রতিষ্ঠানগুলো তাদের প্রোডাক্ট তৈরিতে ব্যাপকভাবে অটোমটিভ অথবা টেকনিক্যাল টেক্সটাইলের ব্যবহার করছে ।

কার্টেসি
তন্ময় দেবনাথ
বস্ত্র প্রকৌশল (২য় বর্ষ)
সহযোগিতায়ঃ
সাকিব-উল-বিল্লাহ
বস্ত্র প্রকৌশল (২য় বর্ষ)

কোন মন্তব্য নেই: