টেক্সটাইল ভাইভার কিছু প্রশ্ন ও উত্তর : -
১)প্রশ্ন: টেক্সটাইল ফাইবার কাকে বলে?
উত্তর:যে সমস্ত ফাইবারের সুতা তৈরীর সকল গুনাবলি বিদ্যমান থাকে সে সমস্ত ফাইবারকে টেক্সটাইল ফাইবার বলে।
উত্তর:যে সমস্ত ফাইবারের সুতা তৈরীর সকল গুনাবলি বিদ্যমান থাকে সে সমস্ত ফাইবারকে টেক্সটাইল ফাইবার বলে।
২)প্রশ্ন:টেক্সটাইল ফাইবার কত প্রকার ও কি কি?
উত্তর:২ প্রকার।
যথা
ক)ন্যাচারাল ফাইবার
খ)আর্টিফিশিয়াল ফাইবার।
উত্তর:২ প্রকার।
যথা
ক)ন্যাচারাল ফাইবার
খ)আর্টিফিশিয়াল ফাইবার।
৩) প্রশ্ন:তিনটি বীজ ফাইবারের নাম লেখ?
উত্তর:
ক)তুলা খ)ক্যাপক গ)নারিকেল।
উত্তর:
ক)তুলা খ)ক্যাপক গ)নারিকেল।
৪) প্রশ্ন:তিনটি বাস্ট ফাইবারের নাম লিখ?
উত্তর: ক)পাট খ)হেম্প গ) ফ্লাক্স
উত্তর: ক)পাট খ)হেম্প গ) ফ্লাক্স
৪) প্রশ্ন: উল ফাইবারের অপর নাম কি?
উত্তর: উল ফাইবারের অপর নাম প্রোটিন ফাইবার। অর্থাৎ প্রানীথেকে যে সকল ফাইবার হবে সব প্রটিন ফাইবার সিল্ক, স্পাইডার সিল্ক ইত্যাদি
উত্তর: উল ফাইবারের অপর নাম প্রোটিন ফাইবার। অর্থাৎ প্রানীথেকে যে সকল ফাইবার হবে সব প্রটিন ফাইবার সিল্ক, স্পাইডার সিল্ক ইত্যাদি
৫) প্রশ্ন: ভিসকস রেয়ন কোন প্রাকৃতিক ফাইবার?
উত্তর: ভিসকস রেয়ন রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার। অর্থাৎ সেলুলোজ কে আবার ক্যামিকেল দিয়ে সেলুলোজ করা। আরো কিছু রিজানারেটেড ফাইবার হচ্ছে মোডাল, টেনসিল।
উত্তর: ভিসকস রেয়ন রিজেনারেটেড সেলুলোজিক ফাইবার। অর্থাৎ সেলুলোজ কে আবার ক্যামিকেল দিয়ে সেলুলোজ করা। আরো কিছু রিজানারেটেড ফাইবার হচ্ছে মোডাল, টেনসিল।
৬)প্রশ্ন: আগুন প্রতিরোধক / ফায়ার রিটার্ডেন্ট কাপড় তৈরিতে কোন ফাইবার ব্যবহার করা হয়?
উত্তর: গ্লাস ফাইবার ব্যবহার করা হয়।
উত্তর: গ্লাস ফাইবার ব্যবহার করা হয়।
৭) তুলার রং বা কালার কতটি হয়?
উত্তর: পাঁচটি কালার হয় ব্যবহারের উপর ভিত্তি করে।
যথা: ১)সাদা ২)গ্রে ৩)স্পটেট ৪)টিঞ্জড ৫)হলুদ দাগ বিশিষ্ট
উত্তর: পাঁচটি কালার হয় ব্যবহারের উপর ভিত্তি করে।
যথা: ১)সাদা ২)গ্রে ৩)স্পটেট ৪)টিঞ্জড ৫)হলুদ দাগ বিশিষ্ট
৮)তুলার বোটানিক্যাল নাম কি?
উত্তর:গোসিপিয়াম হারব্যাকাম, গোসিপিয়াম আরবোরিয়াম হিরসুটাম।
উত্তর:গোসিপিয়াম হারব্যাকাম, গোসিপিয়াম আরবোরিয়াম হিরসুটাম।
৯)তুলা উৎপাদন কারি কয়েকটি দেশের নাম লিখ?
উত্তর:আফ্রিকা ,আমেরিকা, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, রাসিয়া,সুদান।
উত্তর:আফ্রিকা ,আমেরিকা, চীন, ইন্ডিয়া, পাকিস্তান, রাসিয়া,সুদান।
১০)কটন ফাইবারের ব্যাস বা ডায়া কত?
উত্তর: ১১ থেকে ২২ মাইক্রন।
উত্তর: ১১ থেকে ২২ মাইক্রন।
১১)কটন ফাইবারের কয়েকটি ত্রুটির নাম লিখ?
উত্তর:ড্যাম্প কটন ,ইমম্যাচিউড, ফাইবার ,কেক ফরমেশন,পেস্ট ফরমেশন, লিন্ট রট ,তুলার মরিচার দাগ।
উত্তর:ড্যাম্প কটন ,ইমম্যাচিউড, ফাইবার ,কেক ফরমেশন,পেস্ট ফরমেশন, লিন্ট রট ,তুলার মরিচার দাগ।
১২)জিনিং কাকে বলে?
উত্তর:মাঠ হতে তুলা সংগ্রহের পর বীজ মুক্ত করাকেই জিনিং বলে।
উত্তর:মাঠ হতে তুলা সংগ্রহের পর বীজ মুক্ত করাকেই জিনিং বলে।
১৩)জিনিং কত প্রকার ও কি কি?
উত্তর:তিন প্রকার।
উত্তর:তিন প্রকার।
যথা: ক)স,জিন খ)নাইফ রোলার গ)মেকারর্থি।
১৪) প্রশ্ন:তুলাচাষের জন্য কেমন মাটি ভালো?
উত্তর:বেলে দো-আঁশ ও দো-আঁশ মাটি ভাল।
উত্তর:বেলে দো-আঁশ ও দো-আঁশ মাটি ভাল।
১৫)প্রশ্ন:কোন রাসায়নিক পদার্থ দ্বারা কটন বীজ শোধন করা হয়?
উত্তর:পাতলা সালফিউরিক এসিড দ্বারা।
উত্তর:পাতলা সালফিউরিক এসিড দ্বারা।
১৬)যে যন্ত্রের দ্বারা তুলার ট্রাশ পরিমাপ করা হয় তার নাম কি?
উত্তর:সারলি এনালাইজার।
উত্তর:সারলি এনালাইজার।
১৭)তুলার শতকরা সেলুলোজের পরিমান কত?
উত্তর:সেলুলোজের পরিমান ৯৪%।
উত্তর:সেলুলোজের পরিমান ৯৪%।
১৮)তুলা আঁশের দৈর্ঘ্য কত?
১২.৭ মিলিমিটার থেকে ৬০ মিলিমিটার।
১২.৭ মিলিমিটার থেকে ৬০ মিলিমিটার।
১৯)তুলার আঁশের MR + MC কত %?
উত্তর:MR=8.5%, MC=8.835%।
উত্তর:MR=8.5%, MC=8.835%।
২০)তুলার মধ্যে কতটি প্রাকৃতিক পাক থাকে?
উত্তর:৬০ টি প্রাকৃতিক পাক থাকে।
উত্তর:৬০ টি প্রাকৃতিক পাক থাকে।
২১)এজিং কত সময়ে এবং কত তাপমাত্রাই করা হয়?
উ:সময় ৪৮ থেকে ৭২ ঘন্টাই,তাপমাত্রা ২২ ডিগ্রি সে.।
উ:সময় ৪৮ থেকে ৭২ ঘন্টাই,তাপমাত্রা ২২ ডিগ্রি সে.।
২২)স্পিনারেটের কইটি ছিদ্র থাকে?
উ:সাধারনত ১২ থেকে ৯০ টি ছিদ্র থাকে।
উ:সাধারনত ১২ থেকে ৯০ টি ছিদ্র থাকে।
২৩)নাইলন তৈরীর কাঁচামাল গোলো কিকি?
উ:কয়লা ও খনিজ তৈল।
উ:কয়লা ও খনিজ তৈল।
২৪)কোন রং দ্বারা নাইলন ৬ এর রং করণ করা হয়?
উ:ডাইরেক,এসিড,ভ্যাট,ডিসপারস ও বেসিক ডাই দ্বারা।
২৫)পলিয়েস্টার ফাইবারের শক্তি কত?
উ:৪.৫ থেকে ৫.০ গ্রাম/ডেনিয়ার।
উ:৪.৫ থেকে ৫.০ গ্রাম/ডেনিয়ার।
২৬)ভিনাইল সায়ানাইডের অপর নাম কি?
উত্তর:অ্যাকরাইলোনাইট্রাইল।
২৭)সিনথেটিক উল কাকে বলে?
উত্তর:অ্যাকরাইলিক ফাইবারকে সিনথেটিক উল বলে।
২৮)কোন ফাইবারের প্রসার ও টেনাসিটি বেশী?
উ:স্পানডেক্স ফাইবার।
উ:স্পানডেক্স ফাইবার।
২৯)লিন্ট কাকে বলে?
উ:লিন্ট হলো স্পিনিং উপযোগী লম্বা আঁশ যা বীজ তুলাকে প্রথমবার জিনিং করে পাওয়া যায়।
৩০)লিন্টাস কাকে বলে?
উ:যে সমস্ত ছোট আঁশ তুলা বীজের সাথে লেগে থাকে তাকে লিন্টাস বলে।
৩১)প্রতিটি পলু পোকা প্রতি চক্রে কতটি ডিম পাড়ে?
উ:৩৫০ থেকে ৪০০ টি ডিম পাড়ে।
৩২)রিলিং কাকে বলে?
উ:যে প্রক্রিয়ায় কোকুন হতে ফিলামেন্ট উত্তোলন করা হয় তাকে রিলিং বলে।
৩৩)কত সালে সর্ব প্রথম কৃত্রিম ফাইবার আবিস্কৃত হয়?
উত্তর:১৮৫৭ সালে।
উত্তর:১৮৫৭ সালে।
৩৪)কৃত্রিম ফাইবার রেয়নের নাম করন করা হয় কত সালে?
উত্তর:১৯২৪ সালে।
৩৫)TFPIA এর পূর্ণরুপ কি?
উ:Textile Fibre Product identification Acts.
৩৬)পলিয়েস্টার কি ধরনের ফাইবার?
উ:একটি উচ্চ পলিমার বিশিস্ট্য কৃত্রিম ফাইবার।
৩৭)ভিসকস রেয়ন তৈরীর কাঁচামাল গুলো কি কি?
উত্তর:কটন লিন্টাস,বাঁশের মন্ড,কাঠের মন্ড।
৩৮)F.T.C. এর পূর্ণরুপ কি?
উত্তর:Federal trade commission.
৩৯)H.W.M এর পুর্ণরুপ কি?
High wight Modulas.
৪০)কটনের ওয়েট ব্রেকিং স্টেংথ কত?
উত্তর:৪.২০।
৪১)উল ফাইবারের ময়েসচার রিগেইন কত?
উ:MR= ১৩ থেকে ১৬%।
৪২)উল কোন শ্রেনীর ফাইবার।
উ:উল প্রাকৃতিক প্রোটিন ফাইবার।
৪৩)উলের প্রথম উৎপাদনের স্তান কোথায়?
উত্তর:মেসোপোটেমিয়াতে।
৪৪)মানের উপর ভিত্তি করে উলকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়?
উ:পাঁচটি শ্রেণীতে।যথা:১ম,২য়,৩য়,৪র্থ,৫ম শ্রেনীর উল বা সূক্ষ,মধ্যম,লম্বা,ক্রসব্রেড,কার্পেট উল।
৪৫)সর্বোৎকৃস্ট উলের নাম কি?
উ:মেরিনো উল।
৪৬)মেরিনো উল দ্বারা কত কাউন্ডের সূতা তৈরি করা যায়?
উত্তর:৬০ এস থেকে ৮০ এস কাউন্টের।
৪৭)উল ফাইবারের গড় ব্যাস কত?
উ:০.০০০১৮ ইঞ্চি থেকে ০.০০০৩ ইঞ্চি।
৪৭) উলের মুল উপাদানের নাম কি?
উ:কেরোটিন।(শতকরা হার ৩৩%)।
৪৮)হ্যাকলিং কাকে বলে?
উত্তর:লিলেন আঁশসমূহকে আঁচরিয়ে সোজা ও সমান্তরাল করা এবং লং স্ট্যাপল হতে খাটো আঁশ আলাদা করাকেই হ্যাকলিং বলে।
৪৯)হেম্প যে উদ্ভিত হতে পাওয়া যায় তার নাম কি?
উত্তর:ক্যানাবিস স্যাটাইভা।
৫০)হেল্প ফাইবার কত প্রকার ও কি কি?
উত্তর:দুই প্রকার। যথা:ক)ম্যানিলা হেল্প খ)নিউজিল্যান্ড হেল্প।
৫১)হেল্প ফাইবারের আর্দ্রতা ধারন ক্ষমতা কত?
উত্তর:আর্দ্রতা ধারন ক্ষমতা ১২%।
৫২)হেম্প ফাইবারের ব্যবহার লিখ?
উত্তর:কাপড়,কম্বল,কার্পেট,ম্যাট ইত্যাদি।
৫৩)একটি নাড়িকেল কত মাস বয়সে পরিপক্ক হয়?
উত্তর:১০ থেকে ১২ মাস বয়সে পরিপক্ক হয়।
৫৪)টপস উল কাকে বলে?
উলের দ্যর্ঘ্য ৬ থেকে ৯ ইঞ্চি হলে তখনরতাকে টপস উল বলে।
৫৫)উলেন ইয়ার্ন কাকে বলে?
উ:খাট দৈর্ঘ্যের ফাইবারকে উলেন ইয়ার্ন বলে।
৫৬)উল ফাইবারের দৈর্ঘ্য ও ব্যাস কত?
উ:দৈর্ঘ্য ২" থেকে ৮" ও ব্যাস ১২ থেকে ৭০ মাইক্রন।
৫৭)জুটেক্স কাকে বলে?
উত্তর:জুট ও কটনের মিশ্রনকে জুটেক্স বলে।
৫৮)পাট আঁশের ময়েশ্চার রিগেইন কত?
উত্তর:পাট আঁশের ময়েশ্চার রিগেইন ১৩.৭৫%।
৫৯)পাটের গ্রেডিং কত প্রকার কত প্রকার কি কি?
উত্তর:পাটের গ্রেডিং দুই প্রকার।যথা:ক)কাচ্চা গ্রেডিং ২)পাক্কা গ্রেডিং।
৬০) পাটের আপেক্ষিক পুরুত্ব কত?
উত্তর:১.৪৮ থেকে ১.৫০।
৬১)লিলেন বা ফ্লাক্স ফাইবার কত প্রকার ও কি কি?
উত্তর:দুই প্রকার।যথা:ক)সট স্ট্যাপল খ)লং স্ট্যাপল ফ্লাক্স ফাইবার।
৬২)লিলেন ফাইবারের দৈর্ঘ্য কত?
উত্তর:লিলেন ফাইবারের দৈর্ঘ্য সাধারনত ১০ থেকে ৪০" হয়ে থাকে।
৬৩)ফ্লাক্স রেটিং কত প্রকার ও কি কি?
উত্তর:তিন প্রকার।যথা:ক)ওয়াটার খ)ডিওরোটিং গ)কেমিক্যাল।
৬৪)পাট আঁশের দৈর্ঘ্য কত?
উত্তর:পাট আঁশের দৈর্ঘ্য সাধারনত ০.২ থেকে ৩০" পর্যন্ত হয়।
৬৫)সি.বি.সি এর পূর্নরূপ কি?
উত্তর:কাপের্ট ব্যাকিং ক্লথ।
৬৬)কলকাতায় কত সালে পাট কল স্তাপিত হয়?
উত্তর:কলকাতায় ১৮৫০ সালে পাট কল স্তাপিত হয়।
৬৭)বাংলাদেশে কত সালে পাট কল স্তাপিত হয় এবং তার নাম কি?
উত্তর:বাংলাদেশে ১৯৫০ সালে,আদমজি জুট মিল।
৬৮)পাটের বোটানিক্যাল নাম কি?
উত্তর:করকোরাস ক্যাপসুলারিস,করকোরাস ওলিটোরিয়াস।
৬৯)পাট প্রধানত কত প্রকার ও কি কি?
উত্তর:পাট প্রধানত দুই প্রকার। যথা:ক)সাদা পাট খ)তোষা পাট।
৭০)টি.এস.এন.সি এর পূর্নরুপ কি?
উত্তর:তোষা সুপিরিয়র নারায়গঞ্জ কাটিংস।
৭১)টো (two) বলতে কি বুঝ?
উত্তর:সট স্ট্যাপল ফাইবার বা খাট দৈর্ঘ্যের আঁশকে টো বলে।
৭২) কটনের মধ্যে ট্রাশের পরিমান কত থাকে?
উ:১ থেকে ১৫%।
৭৩)মানুষের পোশাকের জন্য নর্ব প্রথম টেক্সটাইল ফাইবার কোনটি।
উ: উল ফাইবার।
৭৪) সবচেয়ে হালকা ফাইবারের নাম কি?
Polypropylene.
৭৫)সবচেয়ে চাকচিক্য বেশী কোন ফাইবারের?
উ: Acetrate rayon.
৭৬) তুলা চাষের জন্য মাটির pH কত?
উত্তর: ৬ থেকে ৭.৫।
৭৭)Opitical Fibre কাকে বলে?
উ:Acryline Fibre কে Opitical Fibre বলে।
৭৮) ফাইবারের কমপক্ষে দৈর্ঘ্য: প্রস্তের রেশিও কত?
৩৫০:১.
৭৯) কৃত্রিম ফাইবারের দৈর্ঘ্য: প্রস্হের অনুপাত কত?
উ:৩৫০:১।
৮০) জুট ফাইবারের দৈর্ঘ্য: প্রস্তের অনুপাত কত?
৯০:১।
৮১)কটনকে ঠান্ডা ফাইবার বলা হয় কেন?
উ:কটনের ক্রস সেকশন কিডনীর মত এবং এর মধ্যে অসংখ্য প্রাকৃতিক পাক বিদ্যমানের ফলে ইহা খুব সহজে আমাদের শরীরের সংস্পশে আসতে পারে এবং ঘাম শোষন করে নিতে পারে এ কারণে কটনকে ঠান্ডা ফাইবার বলা হয়।
৮২)জুট ফাইবারকে বাস্ট ফাইবার বলা হয় কেন?
উ:বাস্ট শব্দের অর্থ ছাল বা বাকল।যে সমস্ত ফাইবার ছাল বা বাকল হতে পাওয়া যায়তাকে বাস্ট ফাইবার বলে।সাধারনত পাট আঁশ পাট গাছের ছাল বা বাকল থেকে পাওয়া যায় বলে একে বাস্ট ফাইবার বলাহয়।
৮৩)কৃত্রিম ফাইবার কাকে বলে?
উ:বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থের সংমিশ্রনে বিক্রিয়া ঘটিয়ে বা বিভিন্ন রাসায়নিক পদার্থের পরিমারাইজেশন ঘটিয়ে যে কৃত্রিম আঁশ তৈরী করা হয় তাকে কৃত্রিম ফাইবার বলে।
৮৪)সিনথেটিক ফাইবার কি কি আকারে পাওয়া যায়?
উ:তিন ভাগে।যথা:ক)ফিলামেন্ট খ)ফিলামেন্ট টো গ) স্টাপল ফাইবার।
৮৫)পাট আঁশের রাসায়নিক সংকেত লিখ।
উ:পাট আঁশের রাসায়নিক সংকেত (C46H6O48)n
৮৬) জুট ফাইবার খসখসে ও ভঙ্গুর হওয়ার কারণ কি:
উ:জুটের মধ্যে লিগনিন থাকার কারণে।
৮৭)বাণিজ্যিকভাবে কোন ফাইবার ব্যবহৃত হয় না?
উ:পোটিন ফাইবার।
৮৮)ফাইবারের আদর্শ প্রসারণ ক্ষমতা কত ভাগ?
ফাইবারের আদর্শ প্রসারন ক্ষমতা ১৮%।
৮৯) কোন ফাইবারকে স্পিনিং করার দরকার হয় না।
উ:সিল্ক ফাইবারের।
৯০)তুলার চাষ কয়মাসে সম্পুর্ণ হয়?
উ:৫ থেকে ৭ মাসে।
৯১) কত বারে তুলা উঠানো হয়?
উ:তিন বারে।১ম বারে ৫০%, ২য় বারে ৩০%,৩য় বারে ২০%।
৯২)প্রশ্ন:দুধ ও কর্ণ হতে যে ফাইবার পাওয়া যায় তার নাম কি?
উত্তর: দুধও কর্ণ হতে প্রোটিন ফাইবার পাওয়া যায়।
৯৩)প্রশ্ন:শক্তি বা টেনাসিটির একক কি?
উত্তর:শক্তি বা টেনাসিটির একক গ্রাম/ডেনিয়ার অথবা গ্রাম/টেক্স।
৯৪)প্রশ্ন:প্রাকৃতিতে সবচেয়ে শক্তিশালি ফাইবারের নাম কি?
উত্তর:রেমি ফাইবার।
৯৫)প্রশ্ন:উল ফাইবার পানিতে ভিজলে কত ভাগ শক্তি হারায়?
উত্তর:২৫ থেকে ৩০ ভাগ শক্তি হারায়।
৯৬)প্রশ্ন:তিনটি মিনারেল ফাইবারের নাম লিখ?
উত্তর:ক)গ্লাস ফাইবার খ)সিরামিক ফাইবার গ)গ্রাফাইট ফাইবার।
৯৭)প্রশ্ন:লুমেন কাকে বলে?
উত্তর:টিউব আকৃতির ভিতরের ফাঁকা অংশকে লুমেন বলে।
৯৮)প্রশ্ন:মসলিন কোন ফাইবার দ্বারা তৈরি হয়?
উত্তর:তুলার সূক্ষআঁশ দ্বারা তৈরি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন