ক্যাম্পাস রিভিউ : NITER - Textile Lab | Textile Learning Blog
ক্যাম্পাস রিভিউ : NITER

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ। (নিটার)
নয়ারহাট, সাভার, ঢাকা।

সাবেক নাম-
টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেন্টার (টিআইডিসি), এনআইটিটিআরডি।
মটো - টেক্সটাইল এডুকেশন এন্ড ট্রেনিং-এ শ্রেষ্ঠত্বের একটি কেন্দ্র।


প্রকার - পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ।
প্রতিষ্ঠিত 1979 টিআইডিসি হিসাবে, একটি পাবলিক প্রতিষ্ঠান ছিল। 1994 সালে এটি NITTRAD মধ্যে নাম পরিবর্তিত। ২009 সালে এটি পিপিপি পরিচালনায় গিয়েছিল। অবশেষে ২013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারিশ অনুযায়ী এটির নাম পরিবর্তন করে NITER।

একাডেমিক সহযোগিতা:
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ভর্তির প্রক্রিয়া: প্রযুক্তি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
চলমান ব্যাচ: ৭ম

অধ্যক্ষ-
অধ্যাপক ডঃ মোহাম্মদ মিজানুর রহমান। (অধ্যাপক ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডি.ইউ. এবং গভর্নিং বডি সদস্য)




একাডেমিক স্টাফ -100
বিভিন্ন ইনস্টিটিউটের সাথে একাডেমিক সহযোগিতা রয়েছে:
* উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চীন।
* বোল্টন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
* ফলিত বিজ্ঞান নিবেদরেইন বিশ্ববিদ্যালয়, জার্মানি।
* UNIDO
ডয়চে গেসেলসাফ্ট ফর ইন্টারন্যাশনাল জুসামমেনবাইট (জিআইজেড)।

বিষয় -
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -সিট -২১০
ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্জিনিয়ারিং-সিট-৭০

বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য বিশেষায়িত সাবজেক্টসমূহ-

1.ইয়ার্ণ ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং

2.ফ্যাব্রিক ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং

3.ওয়েট প্রোসেসিং  ইঞ্জিনিয়ারিং

4. এ্যাপারেল ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং

5. ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্জিনিয়ারিং-(আইপিই)

আবাসন ব্যবস্থা
হোস্টেল -৫
ছাত্রদের জন্য 3 এবং ছাত্রীদের জন্য ২
এবং মেডিকেল সুবিধা

ল্যাবরেটরিজ -
বাংলাদেশের সবকটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অন্যতম সেরা ল্যাবরেটরি সুবিধা।

ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগ-
সুতাই পোশাক শিল্পের প্রাণ।তাই বেল ম্যানেজমেন্ট থেকে সুতা তৈরির সম্পূর্ণ লাইন রয়েছে যেটি পুরোপুরি সচল। এছাড়াও রয়েছে সুতার কোয়ালিটি জানার জন্য কোয়ালিটি কন্ট্রল ল্যাব সেখানে HVI,AFIS,ইয়ার্ণ স্ট্রেন্থ টেস্টার,ব্রিজলি ব্যালেন্সসহ অত্যাধনিক সব মেশিনসমূহ্ যেগুলো দিয়ে সুতার কোয়ালিটি নির্ণয় করা হয়।ইয়ার্ণ ম্যানুফেকচারিং একটি স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট।

ফ্যাব্রিক মানুফ্যাকচারিং বিভাগ-
এই ডিপার্টমেন্ট  এর প্রধান  কাজ হচ্ছে ইয়ার্ন থেকে ফেব্রিক তৈরি করা। ফেব্রিক মানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং  সাবজেক্ট এর জন্য নিটার একটি পরিপূর্ণ ইন্সটিটিউট ।  উইভিং, নিটিং উভয় সাবজেক্ট  পরানোর জন্য রয়েছে প্রয়জনীয় সব মেশিন। উইভিং ল্যাবে রয়েছে পার্ন ওয়াইন্ডিং মেশিন, কনভেনশনাল ট্যাপেট লুম, ডবি লুম, প্রজেক্টাইল লুম,রেপিয়ার লুম, এয়ার জেট লুম এবং জ্যাকার্ড লুম। নিটিং ল্যাবে রয়েছে ফ্লাট নিটিং মেশিন,  ডাবল জার্সি  সার্কুলার নিটিং মেশিন, সিংেল জার্সি  সার্কুলার  নিটিং মেশিন ,  জ্যাকার্ড নিটিং মেশিন, ওয়ার্প নিটিং মেশিন।  ল্যাব ফেসিলিটি এর জন্য নিটার অন্যতম সেরা একটি ইন্সটিটিউট । ফেব্রিক ডিপার্টমেন্ট  এ শিখার জন্য যতটুকু প্রয়োজন তার পুরুটাই এখান থেকে পাওয়া সম্ভব।




ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং-
সুতা থেকে কাপড় তৈরির পর শুরু হয় কাপড়কে রঙিন করার প্রক্রিয়া এটিই ওয়েট প্রোসেসিং।কাপড় তৈরির পর ডাইং প্রিন্টিংয়ের বিভিন্ন ধাপের মাধ্যমে কাপড় রঙিন হয়ে ওঠে। এটি একটি মহাযজ্ঞ বলা চলে এটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা টেক্সটাইল ইন্জিনিয়ারিংয়ের।নিটারে ৩ টি ওয়েট প্রোসেসিং ল্যাব রয়েছে যেগুলো রোটারি প্রিন্টিং থেকে শুরু বিলিচিং, বিভিন্ন ডাইং মেশিন , প্যাডিং ম্যাঙ্গেল,অটোমেটিক হ্যাঙ্ক ডাইং সহ আধুনিক সব মেশিন রয়েছে।যা একজন ওয়েট প্রোসেসিং ইচ্ছুক শিক্ষার্থীর জন্য যথেষ্ট।

এ্যাপারেল ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং-
এটি এমন একটি বিভাগ যেটি আমাদের দেশের দিক তাকালে খুব গুরুত্ববহ, একটি পোশাক তৈরির শুরু থেকে শেষ সব কাজে যার প্রভাব থাকে তিনি মার্চেন্টডাইজার।এই বিভাগের শিক্ষার্থীরা মূলত মার্চেন্টটডাইজার হিসেবে আত্ম প্রকাশ করে।এই বিভাগের ল্যাবে রয়েছে সুইং,ডিজাইনের বিভিন্ন মেশিনারিজ,  ক্যাড,ভার্রচুয়াল ফ্যাশন ডিজাইন সহ প্রভিতি মেশিন এছাড়াও ওয়াশিং ল্যাব নির্মানাধীন।

ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্জিনিয়ারিং-

আইপিই আমাদের দেশের অল্প সংখ্যক বিশ্ববিদ্যালয় পড়ানো, নিটারে ১৭ সাল থেকে শুরু হয়েছে।নবীন বিভাগ হলেও বিভাগটি স্বয়ংসম্পূর্ণ এর জন্য নতুন কম্পিউটার ল্যাব তৈরি হয়েছে এছাড়া কিছু মেশিন ইনস্টলেশন  হচ্ছে।

অন্যান্য ল্যাব সমূহ-

পদার্থবিদ্যা,রসায়ন,ইইই,মেক্যানিকাল ওয়ার্কশপ,ইইই ড্রইং সহ প্রয়োজনীয় সকল ল্যাব এখানে রয়েছে।

১৪ একর জায়গার উপর নিটার একটি সবুজ ক্যাম্পাস।ঢাকা থেকে দূরে হওয়ায় এটি প্রাণবন্ত সবুজের মাঝে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল ক্যাম্পাস।তাই টেক্সটাইল যদিও তোমার প্যাশন হয় তবে নিটার হতে পারে আর্দশ জায়গা।

-মোঃ ইসতিয়াক হোসেন
-তৃতীয় বর্ষ(৬ষ্ঠ ব্যাচ)
NITER




ক্যাম্পাস রিভিউ : NITER

ক্যাম্পাস রিভিউ : NITER

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ। (নিটার)
নয়ারহাট, সাভার, ঢাকা।

সাবেক নাম-
টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেন্টার (টিআইডিসি), এনআইটিটিআরডি।
মটো - টেক্সটাইল এডুকেশন এন্ড ট্রেনিং-এ শ্রেষ্ঠত্বের একটি কেন্দ্র।


প্রকার - পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ।
প্রতিষ্ঠিত 1979 টিআইডিসি হিসাবে, একটি পাবলিক প্রতিষ্ঠান ছিল। 1994 সালে এটি NITTRAD মধ্যে নাম পরিবর্তিত। ২009 সালে এটি পিপিপি পরিচালনায় গিয়েছিল। অবশেষে ২013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপারিশ অনুযায়ী এটির নাম পরিবর্তন করে NITER।

একাডেমিক সহযোগিতা:
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ভর্তির প্রক্রিয়া: প্রযুক্তি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
চলমান ব্যাচ: ৭ম

অধ্যক্ষ-
অধ্যাপক ডঃ মোহাম্মদ মিজানুর রহমান। (অধ্যাপক ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডি.ইউ. এবং গভর্নিং বডি সদস্য)




একাডেমিক স্টাফ -100
বিভিন্ন ইনস্টিটিউটের সাথে একাডেমিক সহযোগিতা রয়েছে:
* উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, চীন।
* বোল্টন বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
* ফলিত বিজ্ঞান নিবেদরেইন বিশ্ববিদ্যালয়, জার্মানি।
* UNIDO
ডয়চে গেসেলসাফ্ট ফর ইন্টারন্যাশনাল জুসামমেনবাইট (জিআইজেড)।

বিষয় -
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং -সিট -২১০
ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্জিনিয়ারিং-সিট-৭০

বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য বিশেষায়িত সাবজেক্টসমূহ-

1.ইয়ার্ণ ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং

2.ফ্যাব্রিক ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং

3.ওয়েট প্রোসেসিং  ইঞ্জিনিয়ারিং

4. এ্যাপারেল ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং

5. ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্জিনিয়ারিং-(আইপিই)

আবাসন ব্যবস্থা
হোস্টেল -৫
ছাত্রদের জন্য 3 এবং ছাত্রীদের জন্য ২
এবং মেডিকেল সুবিধা

ল্যাবরেটরিজ -
বাংলাদেশের সবকটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে অন্যতম সেরা ল্যাবরেটরি সুবিধা।

ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগ-
সুতাই পোশাক শিল্পের প্রাণ।তাই বেল ম্যানেজমেন্ট থেকে সুতা তৈরির সম্পূর্ণ লাইন রয়েছে যেটি পুরোপুরি সচল। এছাড়াও রয়েছে সুতার কোয়ালিটি জানার জন্য কোয়ালিটি কন্ট্রল ল্যাব সেখানে HVI,AFIS,ইয়ার্ণ স্ট্রেন্থ টেস্টার,ব্রিজলি ব্যালেন্সসহ অত্যাধনিক সব মেশিনসমূহ্ যেগুলো দিয়ে সুতার কোয়ালিটি নির্ণয় করা হয়।ইয়ার্ণ ম্যানুফেকচারিং একটি স্বয়ং সম্পূর্ণ ডিপার্টমেন্ট।

ফ্যাব্রিক মানুফ্যাকচারিং বিভাগ-
এই ডিপার্টমেন্ট  এর প্রধান  কাজ হচ্ছে ইয়ার্ন থেকে ফেব্রিক তৈরি করা। ফেব্রিক মানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং  সাবজেক্ট এর জন্য নিটার একটি পরিপূর্ণ ইন্সটিটিউট ।  উইভিং, নিটিং উভয় সাবজেক্ট  পরানোর জন্য রয়েছে প্রয়জনীয় সব মেশিন। উইভিং ল্যাবে রয়েছে পার্ন ওয়াইন্ডিং মেশিন, কনভেনশনাল ট্যাপেট লুম, ডবি লুম, প্রজেক্টাইল লুম,রেপিয়ার লুম, এয়ার জেট লুম এবং জ্যাকার্ড লুম। নিটিং ল্যাবে রয়েছে ফ্লাট নিটিং মেশিন,  ডাবল জার্সি  সার্কুলার নিটিং মেশিন, সিংেল জার্সি  সার্কুলার  নিটিং মেশিন ,  জ্যাকার্ড নিটিং মেশিন, ওয়ার্প নিটিং মেশিন।  ল্যাব ফেসিলিটি এর জন্য নিটার অন্যতম সেরা একটি ইন্সটিটিউট । ফেব্রিক ডিপার্টমেন্ট  এ শিখার জন্য যতটুকু প্রয়োজন তার পুরুটাই এখান থেকে পাওয়া সম্ভব।




ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং-
সুতা থেকে কাপড় তৈরির পর শুরু হয় কাপড়কে রঙিন করার প্রক্রিয়া এটিই ওয়েট প্রোসেসিং।কাপড় তৈরির পর ডাইং প্রিন্টিংয়ের বিভিন্ন ধাপের মাধ্যমে কাপড় রঙিন হয়ে ওঠে। এটি একটি মহাযজ্ঞ বলা চলে এটি অন্যতম গুরুত্বপূর্ণ শাখা টেক্সটাইল ইন্জিনিয়ারিংয়ের।নিটারে ৩ টি ওয়েট প্রোসেসিং ল্যাব রয়েছে যেগুলো রোটারি প্রিন্টিং থেকে শুরু বিলিচিং, বিভিন্ন ডাইং মেশিন , প্যাডিং ম্যাঙ্গেল,অটোমেটিক হ্যাঙ্ক ডাইং সহ আধুনিক সব মেশিন রয়েছে।যা একজন ওয়েট প্রোসেসিং ইচ্ছুক শিক্ষার্থীর জন্য যথেষ্ট।

এ্যাপারেল ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং-
এটি এমন একটি বিভাগ যেটি আমাদের দেশের দিক তাকালে খুব গুরুত্ববহ, একটি পোশাক তৈরির শুরু থেকে শেষ সব কাজে যার প্রভাব থাকে তিনি মার্চেন্টডাইজার।এই বিভাগের শিক্ষার্থীরা মূলত মার্চেন্টটডাইজার হিসেবে আত্ম প্রকাশ করে।এই বিভাগের ল্যাবে রয়েছে সুইং,ডিজাইনের বিভিন্ন মেশিনারিজ,  ক্যাড,ভার্রচুয়াল ফ্যাশন ডিজাইন সহ প্রভিতি মেশিন এছাড়াও ওয়াশিং ল্যাব নির্মানাধীন।

ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইন্জিনিয়ারিং-

আইপিই আমাদের দেশের অল্প সংখ্যক বিশ্ববিদ্যালয় পড়ানো, নিটারে ১৭ সাল থেকে শুরু হয়েছে।নবীন বিভাগ হলেও বিভাগটি স্বয়ংসম্পূর্ণ এর জন্য নতুন কম্পিউটার ল্যাব তৈরি হয়েছে এছাড়া কিছু মেশিন ইনস্টলেশন  হচ্ছে।

অন্যান্য ল্যাব সমূহ-

পদার্থবিদ্যা,রসায়ন,ইইই,মেক্যানিকাল ওয়ার্কশপ,ইইই ড্রইং সহ প্রয়োজনীয় সকল ল্যাব এখানে রয়েছে।

১৪ একর জায়গার উপর নিটার একটি সবুজ ক্যাম্পাস।ঢাকা থেকে দূরে হওয়ায় এটি প্রাণবন্ত সবুজের মাঝে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল ক্যাম্পাস।তাই টেক্সটাইল যদিও তোমার প্যাশন হয় তবে নিটার হতে পারে আর্দশ জায়গা।

-মোঃ ইসতিয়াক হোসেন
-তৃতীয় বর্ষ(৬ষ্ঠ ব্যাচ)
NITER




1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

akhane diploma holder dr BSC ace ki????