লট মিক্সিং কেনো ভয়ের কারন ?
টেক্সটাইল এর ভাষায় লট মিক্সিং টার্মটি বেশি ব্যাবহার করা হয় মুলত স্পিনিং ইন্ড্রাস্ট্রিতে কারন টেক্সটাইল ইন্ড্রাট্রিতে ফাইবার মিক্সিং রোধ করার জন্য এর মুল কারন হচ্ছে আমরা সেইম ফাইবার বিভিন্ন কন্টিনেন্ট থাকে ইম্পোর্ট করে থাকি যেমন : চায়না, উজবেকিস্তান, আমেরিকা ইন্ডিয়া মিশর থেকে আমরা কটন আমদানি করে থাকি, তাই সব যায়গার পরিবেশ ফলন এক কখনো এক হবেনা তাই তাদের ফাইবার কোয়ালিটি ভিন্নতা আসবে
যেমন
ফাইবার ম্যাচুরিটি
কালার ইন্ডেক্স
মাইক্রনিয়ার ভ্যালু
স্টেপল লেন্থ
স্থ্রেন্থ
ফাইননেস
ময়েসচার কন্টেন্ট এবং রিগেইন
ফাইবার ম্যাচুরিটি
কালার ইন্ডেক্স
মাইক্রনিয়ার ভ্যালু
স্টেপল লেন্থ
স্থ্রেন্থ
ফাইননেস
ময়েসচার কন্টেন্ট এবং রিগেইন
এর ভিন্নতা আসবে, এই গুলি ইয়ার্ন টু গার্মেন্টস পর্যন্ত এর এফেক্ট থাকবে।
বিভিন্ন সিজনে, বিভিন্ন রিজনের একই সময় আমদানিকৃত ফাইবার গুলি সেইম লটের হয়ে হয়ে থাকে । সেইম লটের ফাইবার দিয়ে বানানো ইয়ার্ন এর টপ টু বটম ডাইং ফিনিশ কোয়ালিটি একই হবে। ধরুন ২০ কাউন্ট এর সুতা আমেরিকান পিমা কটন দিয়ে বানানো আর ইজিপ্ট এর গিজা দিয়ে বানানো ইয়ার্ন এর কোয়ালিটি, ডাইজ পিকাপ, লেবেলিং, সাইনিং,ফেব্রিক স্ট্রেন্থ ( টিয়ার, টেনসাইল, ব্লাস্টিং), টুইস্ট, স্রিংকেজ কখনো একই হবে না যতোই হোক ২০ কাউন্ট এর সুতা। কারন এদের টেকনিক্যাল স্পেসিফিকেশন ফাইবার ম্যাচুরিটি কালার ইন্ডেক্স, মাইক্রনিয়ার ভ্যালু , স্টেপল লেন্থ ,স্থ্রেন্থ ,ফাইননেস একের অন্যের চেয়ে আলাদা ।
ধরুন ২০ কাউন্ট এর সুতা একটা স্কয়ার, একটা নাহিদ থেকে কেনা, আপনি মনে করলেন কাউন্ট তো একই কিন্ত মনে রাখবেন এদের ফাইবার সোর্স ভিন্ন আর। ওভেন এর ক্ষত্রে ওয়ার্পে ওয়েফটে আলাদা কাউন্ট এর সুতা থাকলেও তাদের একই লটের ফাইবারে করা লাগবে।
এটি বুঝা প্রথমে যাবে মুলত নীটিং এর উইভিং এর ক্ষত্রে কারন এর ইয়ার্ন এর লট মিক্সিং এর কারনে উইভিং এর পাট্টা /বেরি, নীটিং এর পাট্টা /বেরি দেখা যায় অর্থাৎ ডিপ লাইট বার মার্ক এর মতো আসে, এর কারন হলে এদের এবজরবেন্সি, ম্যাচুইউরিটির দরুন এদের ডাইজ পিকাপ আলাদা হবে এবং ভিজুয়ালি সেইম রোলে সেড ভ্যারিয়েশন বা রোল বাই রোল সেড ভ্যারিয়েশন হবে ।
ফাইনাল বোঝা যাবে ডাইং এর সময় দেখা যাবে ব্যাচ টু ব্যাচ সেড এর ভ্যারিয়েশম, রোল বাই রোল সেড ভ্যারিয়েশন হচ্ছে। সেইম ফেব্রিক এর ওয়ার্প ওয়েফটে আলাদা লটের ফাইবার ইউজ করলে দেখা যাবে ফেইসে ব্যাকে আলাদা আলাদা সেড , এর মুল কারন
ফাইবার ম্যাচুরিটি
কালার ইন্ডেক্স
মাইক্রনিয়ার ভ্যালু
স্টেপল লেন্থ
স্থ্রেন্থ
ফাইননেস এর ভিন্নতা
কালার ইন্ডেক্স
মাইক্রনিয়ার ভ্যালু
স্টেপল লেন্থ
স্থ্রেন্থ
ফাইননেস এর ভিন্নতা
স্পিনিং এর মুল ক্রাইটেরিয়া Avoid Lot Mixing তাই ১০০/১২০% সতর্কতা অবলম্বন করতে হয় স্পিনিং এর সময় কারন ইয়ার্ন এমন নয়যে এটি আবার খুলে রি স্পিন করা যাবে এবং ফেব্রিক এর ক্ষত্রে তো ইয়ার্ন খুলে আবার নতুন লাগানো যাবে নাই তাই সতর্কতা অবলম্বন করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন