নীটিং ফেক্টরির কিছু দুর্নীতি | Knitting Factory - Textile Lab | Textile Learning Blog

টেক্সটাইল মিল গুলিতে তে একটি চুরির সিন্ডিকেট কাজ করে যা হয় সম্পুর্ন লোক চোখের অন্তরালে,  এটি হলো নীটিং মিল এর নিডেল এবং ফেব্রিক চুরির সিন্ডিকেট ,  একজন পরিচিত লোকের সাথে কথায় কথায় বেরিয়ে আসে এসকল তথ্য।  তথ্য গুলি থেকে শেখার কিছু নেই কিন্ত অনেক কিছু জানার আছে এই বিশ্লেষণ গুলি থেকে ।  যারা ফিউচার নীটংয়ে জব করবেন তাদের জন্য এই আইডিয়া গুলি জানা প্রয়োজন।



আসুন আগে বর্তমান বাজারে নীটিং এর  নিডেল এর প্রাইস জেনে নেয়া যাক :
Groze Becart  জেনুইন জার্মান মেইড নিডেল  60 টাকা করে।
Groze Becart ইন্ডিয়ান মাস্টার কপি  42 টাকা
Groze Becart sinker 14 টাকা

ইনন্ডিয়ান মাস্টার কপি ৪২ টাকা এর মাস্টার কপি নিডেল বক্স, বক্সের ছবি দেখে এটি বুঝে নিতে হবে। ইন্ডিয়ান মাস্টার কপি ব্যাবহার করে ইন্ডিয়ান GM রা।

সদর ঘাট এর শোরুমে  পাওয়া যায় অরিজিনাল  নিডেল

Samsung নিডেল  27 টাকা
Samsung Sinker 8 টাকা

নিডেল এর লাইফ টাইমঃ
GB নিডেল প্রায় 2.5 year 30-24 month ভালো ভাবে চলে।
Samsung 11-12 month ভালো ভাবে চলে

অরিজিনঃ
Samsung মেইড ইন কোরিয়া হলেও এটি ম্যানুফেকচার করে তাইওয়ান
Groze Becart অরিজানাল জার্মানির নিডেল ,  এটি হুবুহু Groze Becart  ইন্ডিয়ান মাস্টার কপি আছে যা বাজারে পাওয়া যায়।

অফারঃ
জুন জুলাই আগস্ট  মাসে কোম্পানি গুলির ইয়ার ক্লোজিং  তাই তারা নানা রকম ডিস্কাউন্ট দিয়ে থাকে  যেমন ৫০০০ নিডিলে প্রায়  ২৫০০ ফ্রি  দেয় ২৭ টাকা যদি অরিজিনাল প্রাইস হয়  এর অর্ধেক ১১ টাকা করে পড়ে পার নিডেল



নিডেল চুরি :
আমাদের অপারেটর  মেশিন এর হেপ্লার গুলি  একটা অভ্যাস আছে তারা  টাকার সমস্যায় পড়লে এরা নিডেল চুরি করে কারন , আর নিডেল গুলি সাইজ এমন যে তা চেক করে খুজে বের করা সম্ভব না। এরা নিডেল একটা ভাংগলে ওরা ৫ টা নিয়ে আসে। আর স্টোর এর লোকজন এদের সহায়তা করে।   এরা ১০ টা করে নিডেল বের করে এর এক সাপ্তাহে ৭০ টা জমিয়ে এরা হকার এর কাছে বিক্রি করা,  হকার রা নীটিং ফেক্টরি গুলির আশে পাশের  মেস থেকে কালেক্ট করে।  একটি মেশিন ৩০ গেজের হলে তার ডায়া ৪০ হলে এর নিডেল এর পরিমান হবে ৪০X ৩০ X ২= 2400 নিডেল প্রায়  আর মেশিন যদি ৫০ -১০০ টা থাকে তবে কি পরিমাণ নিডেল লাগে বুঝতেই পারছেন।  একটা অপারেটর ৭০ x ১৫ = ১০৫০ (GB)টাকা ৭০ x ১২= ৮৫০ Samsung বিক্রি করে পায়।






চুরির ফ্লো চার্টঃ
অপারেটর > দালাল / হকার > পার্টি > দোকান

১. অপারেটর Groze Becart  ১৫ টাকা Samsung ৮ টাকা বিক্রি করে হকার এর কাছে

২. হকার Groze Becart  ২০ টাকা, Samsung ১২ টাকা বিক্রি করে পার্টি - পল্টন / নারায়নঞ্জে

৩. পার্টি - পল্টন / নারায়নজ।  সাব কন্ট্রাক্ট ফেক্টরির গুলিতে Groze Becart  ৩০ -৩২ টাকা  / Samsung১৬-১৫ টাকা


বিদ্রঃ
এর ব্লাক নিডেল গুলি সাবকন্ট্রাক ফেক্টরি কেনে কারন এরা কোয়ালিটি সচেতন, আর এক্সপোর্ট ফেক্টরি ব্লাক নিডেল কেনে না এরা এক্সপোর্ট LC এর মাধ্যমে কেনে।



ফেব্রিক চুরিঃ
ইয়ার্ন ডাইড ফেব্রিক  + Melange 178 টাকা কেজি, সিংগেল জার্সি ১২০ কেজি,  রিব ২০০ টাকা  এটা দালাল বা হকার এর প্রাইস।   ১০ কেজির নিচে তাছাড়া কোন রোল হকাররা কেনে না।  যারা সাব কন্ট্রাক্ট এর কাজ করান তাদের মার্কেটিং QC রা এই দুর্নিতির সাথে জড়িত তারা ওর্ডার  কম্পলিট হয়ে গেলে বাড়তি লেফট অভার গুলি এই দামে বিক্রি করে দেয় পরে এটি বিভিন্ন হাত ঘুরে চলে যায়


পুরাতন পল্টনে যে সকল দোকানে নিডেল পাবেন তার বেশিরভাগ নিডেল এই চুরির সিন্ডিকেট এর তাছাড়া কোনাবাড়ি, নারায়ণগঞ্জ এলাকায় গড়ে উঠেছে এমন ছোট ছোট অনেক সিন্ডিকেট হাত ধ্রে চলে যায় লোকাল কিছু পার্টির কাছে যারা ছোট আকারে ডাইং করে থাকে এবং তাদের সেড রোলের সাথে দিয়ে ডাইং করে ।  ড্রাইভার হেল্পার এই হিন্ডিকেট এর আরেক যোগান দাতা যারা মাল তোলার সময় ২-৩ রোল বেশি তোলে, এবং তা গাড়ির তেলের মতো ব্লাক মার্কেটে চলে যায় । তদন্ত করলে আপনি কিছুই পাবেন না  কারন এখানে একে অন্যের উপর নির্ভর শীল কেও কারো কথা বলবে না, এই সিস্টেম এর সাথে  মার্চেন্ডাইজার, মার্কেটিং, QC, ড্রাইভার, হেল্পার, অপারেটররা জড়িত।



সমাধানঃ
এই সমস্যা ঠেকানো জন্য নিডেল ডিটেকশন ডিভাইস, মেটাল ডিটেকশন ডিভাইস গেটে সেট করা জরুরী তাতে কোম্পানির অনেক সেইভিং হবে।  এন্ট্রি করা ব্যাতিত  নিডেল দেয়া যাবে না ভাংগা নিডেল রিসিভ করে পরেই নতুন নিডেল দিতে হবে।
আর ফেব্রিক সেইভ করার উপায় হচ্ছে সুতা কি পরিমাণ দেয়া হয়েছে আর ফেব্রিক কি পরিমান  পেয়েছেন আর কতো % ওয়েস্টেজ হয়েছে আর প্রসেস লস কই হয়েছে  তা খুজে বের করা।





নীটিং ফেক্টরির কিছু দুর্নীতি | Knitting Factory


টেক্সটাইল মিল গুলিতে তে একটি চুরির সিন্ডিকেট কাজ করে যা হয় সম্পুর্ন লোক চোখের অন্তরালে,  এটি হলো নীটিং মিল এর নিডেল এবং ফেব্রিক চুরির সিন্ডিকেট ,  একজন পরিচিত লোকের সাথে কথায় কথায় বেরিয়ে আসে এসকল তথ্য।  তথ্য গুলি থেকে শেখার কিছু নেই কিন্ত অনেক কিছু জানার আছে এই বিশ্লেষণ গুলি থেকে ।  যারা ফিউচার নীটংয়ে জব করবেন তাদের জন্য এই আইডিয়া গুলি জানা প্রয়োজন।



আসুন আগে বর্তমান বাজারে নীটিং এর  নিডেল এর প্রাইস জেনে নেয়া যাক :
Groze Becart  জেনুইন জার্মান মেইড নিডেল  60 টাকা করে।
Groze Becart ইন্ডিয়ান মাস্টার কপি  42 টাকা
Groze Becart sinker 14 টাকা

ইনন্ডিয়ান মাস্টার কপি ৪২ টাকা এর মাস্টার কপি নিডেল বক্স, বক্সের ছবি দেখে এটি বুঝে নিতে হবে। ইন্ডিয়ান মাস্টার কপি ব্যাবহার করে ইন্ডিয়ান GM রা।

সদর ঘাট এর শোরুমে  পাওয়া যায় অরিজিনাল  নিডেল

Samsung নিডেল  27 টাকা
Samsung Sinker 8 টাকা

নিডেল এর লাইফ টাইমঃ
GB নিডেল প্রায় 2.5 year 30-24 month ভালো ভাবে চলে।
Samsung 11-12 month ভালো ভাবে চলে

অরিজিনঃ
Samsung মেইড ইন কোরিয়া হলেও এটি ম্যানুফেকচার করে তাইওয়ান
Groze Becart অরিজানাল জার্মানির নিডেল ,  এটি হুবুহু Groze Becart  ইন্ডিয়ান মাস্টার কপি আছে যা বাজারে পাওয়া যায়।

অফারঃ
জুন জুলাই আগস্ট  মাসে কোম্পানি গুলির ইয়ার ক্লোজিং  তাই তারা নানা রকম ডিস্কাউন্ট দিয়ে থাকে  যেমন ৫০০০ নিডিলে প্রায়  ২৫০০ ফ্রি  দেয় ২৭ টাকা যদি অরিজিনাল প্রাইস হয়  এর অর্ধেক ১১ টাকা করে পড়ে পার নিডেল



নিডেল চুরি :
আমাদের অপারেটর  মেশিন এর হেপ্লার গুলি  একটা অভ্যাস আছে তারা  টাকার সমস্যায় পড়লে এরা নিডেল চুরি করে কারন , আর নিডেল গুলি সাইজ এমন যে তা চেক করে খুজে বের করা সম্ভব না। এরা নিডেল একটা ভাংগলে ওরা ৫ টা নিয়ে আসে। আর স্টোর এর লোকজন এদের সহায়তা করে।   এরা ১০ টা করে নিডেল বের করে এর এক সাপ্তাহে ৭০ টা জমিয়ে এরা হকার এর কাছে বিক্রি করা,  হকার রা নীটিং ফেক্টরি গুলির আশে পাশের  মেস থেকে কালেক্ট করে।  একটি মেশিন ৩০ গেজের হলে তার ডায়া ৪০ হলে এর নিডেল এর পরিমান হবে ৪০X ৩০ X ২= 2400 নিডেল প্রায়  আর মেশিন যদি ৫০ -১০০ টা থাকে তবে কি পরিমাণ নিডেল লাগে বুঝতেই পারছেন।  একটা অপারেটর ৭০ x ১৫ = ১০৫০ (GB)টাকা ৭০ x ১২= ৮৫০ Samsung বিক্রি করে পায়।






চুরির ফ্লো চার্টঃ
অপারেটর > দালাল / হকার > পার্টি > দোকান

১. অপারেটর Groze Becart  ১৫ টাকা Samsung ৮ টাকা বিক্রি করে হকার এর কাছে

২. হকার Groze Becart  ২০ টাকা, Samsung ১২ টাকা বিক্রি করে পার্টি - পল্টন / নারায়নঞ্জে

৩. পার্টি - পল্টন / নারায়নজ।  সাব কন্ট্রাক্ট ফেক্টরির গুলিতে Groze Becart  ৩০ -৩২ টাকা  / Samsung১৬-১৫ টাকা


বিদ্রঃ
এর ব্লাক নিডেল গুলি সাবকন্ট্রাক ফেক্টরি কেনে কারন এরা কোয়ালিটি সচেতন, আর এক্সপোর্ট ফেক্টরি ব্লাক নিডেল কেনে না এরা এক্সপোর্ট LC এর মাধ্যমে কেনে।



ফেব্রিক চুরিঃ
ইয়ার্ন ডাইড ফেব্রিক  + Melange 178 টাকা কেজি, সিংগেল জার্সি ১২০ কেজি,  রিব ২০০ টাকা  এটা দালাল বা হকার এর প্রাইস।   ১০ কেজির নিচে তাছাড়া কোন রোল হকাররা কেনে না।  যারা সাব কন্ট্রাক্ট এর কাজ করান তাদের মার্কেটিং QC রা এই দুর্নিতির সাথে জড়িত তারা ওর্ডার  কম্পলিট হয়ে গেলে বাড়তি লেফট অভার গুলি এই দামে বিক্রি করে দেয় পরে এটি বিভিন্ন হাত ঘুরে চলে যায়


পুরাতন পল্টনে যে সকল দোকানে নিডেল পাবেন তার বেশিরভাগ নিডেল এই চুরির সিন্ডিকেট এর তাছাড়া কোনাবাড়ি, নারায়ণগঞ্জ এলাকায় গড়ে উঠেছে এমন ছোট ছোট অনেক সিন্ডিকেট হাত ধ্রে চলে যায় লোকাল কিছু পার্টির কাছে যারা ছোট আকারে ডাইং করে থাকে এবং তাদের সেড রোলের সাথে দিয়ে ডাইং করে ।  ড্রাইভার হেল্পার এই হিন্ডিকেট এর আরেক যোগান দাতা যারা মাল তোলার সময় ২-৩ রোল বেশি তোলে, এবং তা গাড়ির তেলের মতো ব্লাক মার্কেটে চলে যায় । তদন্ত করলে আপনি কিছুই পাবেন না  কারন এখানে একে অন্যের উপর নির্ভর শীল কেও কারো কথা বলবে না, এই সিস্টেম এর সাথে  মার্চেন্ডাইজার, মার্কেটিং, QC, ড্রাইভার, হেল্পার, অপারেটররা জড়িত।



সমাধানঃ
এই সমস্যা ঠেকানো জন্য নিডেল ডিটেকশন ডিভাইস, মেটাল ডিটেকশন ডিভাইস গেটে সেট করা জরুরী তাতে কোম্পানির অনেক সেইভিং হবে।  এন্ট্রি করা ব্যাতিত  নিডেল দেয়া যাবে না ভাংগা নিডেল রিসিভ করে পরেই নতুন নিডেল দিতে হবে।
আর ফেব্রিক সেইভ করার উপায় হচ্ছে সুতা কি পরিমাণ দেয়া হয়েছে আর ফেব্রিক কি পরিমান  পেয়েছেন আর কতো % ওয়েস্টেজ হয়েছে আর প্রসেস লস কই হয়েছে  তা খুজে বের করা।





কোন মন্তব্য নেই: