Dia ফিক্সড + GSM বাড়াতে হবেঃ
১. টেনশন লেস করে ৮০% - ১০০% ওভার ফিড দিয়ে স্টেনটারে ফিনিশ করে দিতে পারেন
২. ফেব্রিক রোল বাই রোল হাইড্রো এক্সট্রাক্ট করে রিলাক্স ড্রায়ারে ড্রাই করে নিতে হবে।
৩. ফেব্রিক রোল বাই রোল হাইড্রো এক্সট্রাক্ট করে ট্রাম্বেল ড্রায়ারে ড্রাই করে নিতে হবে।
Dia ফিক্সড না + GSM বাড়াতে হবেঃ
১. ওভার ফিড দিয়ে কম্পেক্টিং করে নিলেই হবে এক্ষত্রে স্টেনন্টারে ডায়া + করার প্রয়োজন নেই
২. স্টিমে দিয়ে সানফোরাইজ করে নিতে হবে এবং ব্লাংকেট প্রেশার বাড়িয়ে দিতে হবে।
GSM কমাতে হবেঃ
১. Dia + করে আন্ডার ফিডিং করে চালালে GSM কমে যাবে
২. বিনা স্টিমে ব্লাংকেট প্রেশার কমিয়ে কম্পেক্টিং করতে হবে।
আর কোন আইডিয়া আছে কিনা !!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন