টার্নিং মেশিনঃ-
নিট কম্পোজিট ফ্যাক্টরি গুলোতে ডাইং এর ব্যাচ সেকশনে এবং ফিনিশিং সেকশনে ব্যাবহৃত একটি বহুল পরিচিত মেশিনের নাম ” টার্নিং মেশিন”/ “টিউবুলার ফেব্রিক রিভার্সিং মেশিন”। টিউবুলার নীট ফেব্রিককে উল্টে দেওয়াই এই মেশিনের প্রধান কাজ।
সাধারণত নীট ডাইং ফেক্টরিতে দেখা যায় এই টার্নিং মেশিন এই মেশিন এর কাজ হচ্ছে নীটেড টিউব ফেব্রিককে ফেইস কে ব্যাক কিংবা ব্যাক থেকে ফেইসে টার্ন করা এর জন্য এয়ার সাকশন মেশিন ব্যাবহার করা হয়। টার্নিং মেশিন এর কাজ হলো টিউব ফেব্রিক এর ফেইস ব্যাক রিভার্সিং করা যাতে মেশিন টু ফেব্রিক, ফেব্রিক টু ফেব্রিক ফ্রিকশেনে ফেব্রিক হেয়ারি না হয়, স্পট না পড়ে ( সোডা স্পট, কালার স্পট ) , রানিং সেড এবং সেড আনইভেন না হয় ।
কি কি ফেব্রিক এর ক্ষত্রে Turning m/c ব্যাবহার করা হয়ঃ-
1. কাপড় S/J হলে কাপড় কে টার্নিং করে নিতে হবে কারন এর ফেইস ব্যাক আলাদা তাই ফেইস সাইড এর সারফেস রক্ষার জন্য একে টার্নিং করে নিতে হবে।
2. 200 gsm S/J এর নিচে কাপড় কে টার্নিং করা বাধ্যতামুলক।
3. H/J বা ইন্টারলক বা রিব ফেব্রিককে টার্নিং কারা লাগে না কারন এর ফেইস ব্যাক সেইম তাই গার্মেন্টস করার সময় ফ্রেশ সাইড কে ফেইস সাইড এবং ডেমেজ সাইড কে ব্যাক ধরা হয়।
4.white color এর ক্ষত্রে টার্নিং করা হয় না কারন এতে ফেইস ব্যাকে স্পট এর ঝামেলা নেই।
5 .turquise color বা ক্রিটিক্যাল কালার এর ক্ষত্রে টার্নিং বাধ্যতামুলক।
6.PK, Lacost fabric বা সিংগেল জার্সি ডেরিভেটিভ এর ক্ষত্রে টার্নিং করা হয় ।
৭. রয়েল টেরি / ফ্লিচ এর ক্ষত্রে কাপড় টার্নিং করা হয় না এর মুল কারন লুপ গুলি ইন সাইডে না থাকলে লুপ গুলি ছিড়ে যেতে পারে।
৮. টিউব ফেব্রিক এনজাইম করার পর টিউবের ভেতরে ডাস্ট থেকে যায় তা দূর করার জন্য টার্নিং জরুরী।
৯. টিউব ফেব্রিক ফিনিশিং এর ক্ষত্রে কাপড় কাপড় এর ফেইস সাইডে যেনো স্পট, ক্রিজ, সাইনিং না পড়ে এর জন্য ফেইস সাইড টার্নিং করে দেয়া হয় ।
কার্টেসি : আইভি, জনি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন