টেক্সটাইল জবে হাতে বায়ার থাকা কতোটা জরুরী এবং কার জন্য জরুরী - Textile Lab | Textile Learning Blog
বায়ার বা অর্ডার কালেক্ট করার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য

হাতে বায়ার থাকা, এটা টেক্সটাইল গার্মেন্টস এর উচ্চ পদে থাকবেন তাদের জন্য অনেকটাই ফরজ ।   কারন টেক্সটাইল গার্মেন্টস মালিক গনের GM AGM Manager এর মুল শর্ত হচ্ছে লোকাল, সবক্ট্রাক্ট কিছু পার্টি হাতে থাকতে হবে আপনাদের এবং মালিক দের টার্গেট দেয়া থাকে যেমন আপনি GM, আপনাকে ৩-৫ লক্ষ ডলার এর কাজ করাতে হবে ইন হাউস এর বাইরে।  বিজনেস প্রতিযোগিতামুলক হয়ে যাওয়ায় এখন  মালিকরা ইন হাউস এর বাইরে সাবকনক্ট্রাক্ট  এর কাজ করতে বলেন । এখানে আপনাকে কাজ করতে হবে না আপনার শুধু কাজ নিয়ে আসাই প্রধান দায়িত্ব কাজ মুলত করবে ফ্লোর এর লোকজন।

আর বায়ার হুট করে আপনি খুজে পাবেন না, এটা অনেক দিনের সম্পর্ক এবং বিশ্বাস এর উপর নির্ভর করে। আপনি যখন এসিস্টেন্ট ম্যানেজার পর্যায়ে চলে যাবেন আপনি তখন বায়ার খুঁজতে শুরু করবেন, যাতে আপনি যখন বড় পোস্ট এর জন্য আবেদন (PM-GM) করবেন তখন আমরার প্রতি মালিক এর এক্সপেকটেশন আপনি পুরন করতে পারেন । ইন হাউস এর কাজ সব সিজননে নাও থাকতে পারে তাই তখন ব্যাকয়াপ হিসেবে আপনাদের এই পরিচয়, চেনাজানা আপনার চাকুরী বাঁচাতে সহায়ক হবে।



যেখানে কাজ বা বায়ার পেতে পারেনঃ-

১. বাইং হাউস।


২. ফেব্রিক সাপ্লাইয়ার।


৩. গার্মেন্টস এর মার্চেন্টডাইজার। 


৪. গার্মেন্টস এর GM। 


৫. মার্কেটিং এর লোকজন।


বাইং হাউস এর হাতে মুলত অর্ডার থাকে তারা চাইলে বাইরে থেকে ফেব্রিক বানাতে ডাইং করিয়ে নিতে চায়।   বায়ার এর কিছু নমিনেটেড সাপ্লাইয়ার আছে এদের কাজ করা যায়।  মার্চেন্টডাইজাররা  তাদের ক্যাপাসিটি না কুলালে মাঝে মাঝে বাইরে কাজ করায় তাই তাদের হাতে কাজ থেকে । মার্কেটিং এর লোকজন এরা অর্ডার দেয়ানেয়ায় কাজ করে তাই এদের সাথে সুসম্পর্ক বিপদে কাজে দেয়।

কাজের সুবিধার জন্য আরো কিছু লোকজনের সাথে পরিচয় রাখতে পারেনঃ-

১. ক্যামিকেল এর সাপ্লাইয়ার।

২. অন্য ফেক্টরির ৮-১০ জন GM।


৩. ছোট বড় কয়েকটি ফেক্টরি।


৪. মেশিন সাপ্লাইয়ার।


৫. বিশ্বস্ত কিছু অপারেটর সুপারভাইজার, প্রডাকশন অফিসার।






job

টেক্সটাইল জবে হাতে বায়ার থাকা কতোটা জরুরী এবং কার জন্য জরুরী

বায়ার বা অর্ডার কালেক্ট করার জন্য প্রয়োজনীয় কিছু তথ্য

হাতে বায়ার থাকা, এটা টেক্সটাইল গার্মেন্টস এর উচ্চ পদে থাকবেন তাদের জন্য অনেকটাই ফরজ ।   কারন টেক্সটাইল গার্মেন্টস মালিক গনের GM AGM Manager এর মুল শর্ত হচ্ছে লোকাল, সবক্ট্রাক্ট কিছু পার্টি হাতে থাকতে হবে আপনাদের এবং মালিক দের টার্গেট দেয়া থাকে যেমন আপনি GM, আপনাকে ৩-৫ লক্ষ ডলার এর কাজ করাতে হবে ইন হাউস এর বাইরে।  বিজনেস প্রতিযোগিতামুলক হয়ে যাওয়ায় এখন  মালিকরা ইন হাউস এর বাইরে সাবকনক্ট্রাক্ট  এর কাজ করতে বলেন । এখানে আপনাকে কাজ করতে হবে না আপনার শুধু কাজ নিয়ে আসাই প্রধান দায়িত্ব কাজ মুলত করবে ফ্লোর এর লোকজন।

আর বায়ার হুট করে আপনি খুজে পাবেন না, এটা অনেক দিনের সম্পর্ক এবং বিশ্বাস এর উপর নির্ভর করে। আপনি যখন এসিস্টেন্ট ম্যানেজার পর্যায়ে চলে যাবেন আপনি তখন বায়ার খুঁজতে শুরু করবেন, যাতে আপনি যখন বড় পোস্ট এর জন্য আবেদন (PM-GM) করবেন তখন আমরার প্রতি মালিক এর এক্সপেকটেশন আপনি পুরন করতে পারেন । ইন হাউস এর কাজ সব সিজননে নাও থাকতে পারে তাই তখন ব্যাকয়াপ হিসেবে আপনাদের এই পরিচয়, চেনাজানা আপনার চাকুরী বাঁচাতে সহায়ক হবে।



যেখানে কাজ বা বায়ার পেতে পারেনঃ-

১. বাইং হাউস।


২. ফেব্রিক সাপ্লাইয়ার।


৩. গার্মেন্টস এর মার্চেন্টডাইজার। 


৪. গার্মেন্টস এর GM। 


৫. মার্কেটিং এর লোকজন।


বাইং হাউস এর হাতে মুলত অর্ডার থাকে তারা চাইলে বাইরে থেকে ফেব্রিক বানাতে ডাইং করিয়ে নিতে চায়।   বায়ার এর কিছু নমিনেটেড সাপ্লাইয়ার আছে এদের কাজ করা যায়।  মার্চেন্টডাইজাররা  তাদের ক্যাপাসিটি না কুলালে মাঝে মাঝে বাইরে কাজ করায় তাই তাদের হাতে কাজ থেকে । মার্কেটিং এর লোকজন এরা অর্ডার দেয়ানেয়ায় কাজ করে তাই এদের সাথে সুসম্পর্ক বিপদে কাজে দেয়।

কাজের সুবিধার জন্য আরো কিছু লোকজনের সাথে পরিচয় রাখতে পারেনঃ-

১. ক্যামিকেল এর সাপ্লাইয়ার।

২. অন্য ফেক্টরির ৮-১০ জন GM।


৩. ছোট বড় কয়েকটি ফেক্টরি।


৪. মেশিন সাপ্লাইয়ার।


৫. বিশ্বস্ত কিছু অপারেটর সুপারভাইজার, প্রডাকশন অফিসার।






কোন মন্তব্য নেই: