মার্চেন্ডাইজারদের কাজের ক্ষেত্র | Job Scopes For Merchandisers - Textile Lab | Textile Learning Blog
মার্চেন্ডাইজারদের কাজের প্রধান ক্ষেত্র দুটিঃ
—ফ্যাক্টরি ও বায়িং হাউস।

বায়িং হাউস
বায়িং হাউসে কাজের পরিধি বড়। বায়ারদের সঙ্গে যোগাযোগ করে গার্মেন্টস  বিক্রির প্রস্তাব দেন বায়িং হাউসের মার্চেন্ডাইজাররা। বায়ার রাজি হলে প্রোডাক্টের স্যাম্পল দেখানো হয়। প্রোডাক্ট তৈরিতে কী কী ফেব্রিক, একসোসোরিস ব্যবহার করা হবে, স্টেন্ডার্ড, কোয়ালিটি , কতটুকু টেকসই হবে—এসব বিষয়ে ব্যাখ্যা করা হয়। প্রাইস, কোটেশন পছন্দ হলে দামের বিষয়টি চূড়ান্ত করে চুক্তি করা হয়।
চাহিদা অনুযায়ী ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত পুরো কাজ দেখতে হয় মার্চেন্ডাইজারদের।

ফ্যাক্টরি
ফ্যাক্টরির মার্চেন্ডাইজাররা বায়িং হাউসের মাধ্যমে পাওয়া কাজ নির্ধারিত সময়ের মধ্যে বা লিড টাইম এর ভেতরে  প্রডাকশন  ও প্রডাক্ট কোয়ালিটি  বিষয়টি ফলোয়াপ করেন । বায়িং হাউসের মার্চেন্ডাইজারদের কাছে পণ্য বুঝিয়ে দেওয়া পর্যন্ত তাঁদের কাজ। অনেক ক্ষেত্রে দেশের বাইরে থেকে প্রয়োজনীয় ফেব্রিক, একসোসরিস  ইমপোর্ট করা, এলসি খোলার কাজও করেন ফ্যাক্টরির মার্চেন্ডাইজাররা, সর্বশেষ শিপমেন্ট এর কাজ গুলি ফেক্টরি মার্চেন্টডাইজারদের করতে হয় ।

মার্চেন্ডাইজারদের কাজের ক্ষেত্র | Job Scopes For Merchandisers

মার্চেন্ডাইজারদের কাজের প্রধান ক্ষেত্র দুটিঃ
—ফ্যাক্টরি ও বায়িং হাউস।

বায়িং হাউস
বায়িং হাউসে কাজের পরিধি বড়। বায়ারদের সঙ্গে যোগাযোগ করে গার্মেন্টস  বিক্রির প্রস্তাব দেন বায়িং হাউসের মার্চেন্ডাইজাররা। বায়ার রাজি হলে প্রোডাক্টের স্যাম্পল দেখানো হয়। প্রোডাক্ট তৈরিতে কী কী ফেব্রিক, একসোসোরিস ব্যবহার করা হবে, স্টেন্ডার্ড, কোয়ালিটি , কতটুকু টেকসই হবে—এসব বিষয়ে ব্যাখ্যা করা হয়। প্রাইস, কোটেশন পছন্দ হলে দামের বিষয়টি চূড়ান্ত করে চুক্তি করা হয়।
চাহিদা অনুযায়ী ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত পুরো কাজ দেখতে হয় মার্চেন্ডাইজারদের।

ফ্যাক্টরি
ফ্যাক্টরির মার্চেন্ডাইজাররা বায়িং হাউসের মাধ্যমে পাওয়া কাজ নির্ধারিত সময়ের মধ্যে বা লিড টাইম এর ভেতরে  প্রডাকশন  ও প্রডাক্ট কোয়ালিটি  বিষয়টি ফলোয়াপ করেন । বায়িং হাউসের মার্চেন্ডাইজারদের কাছে পণ্য বুঝিয়ে দেওয়া পর্যন্ত তাঁদের কাজ। অনেক ক্ষেত্রে দেশের বাইরে থেকে প্রয়োজনীয় ফেব্রিক, একসোসরিস  ইমপোর্ট করা, এলসি খোলার কাজও করেন ফ্যাক্টরির মার্চেন্ডাইজাররা, সর্বশেষ শিপমেন্ট এর কাজ গুলি ফেক্টরি মার্চেন্টডাইজারদের করতে হয় ।

1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

অনেক কিছু জানতে পারলাম।