ফ্লোরোসেন্ট কালারঃ-
ফ্লোরোসেন্ট একটি নন আয়নিক পাউডার /গ্রেইন জাতীয় ডাইজ ডাইজ যারা সাধারণত কটন ফেব্রিক ডাইং এর ক্ষত্রে ব্যাবহার করা হয় । এটির আয়নিক নেচার না থাকায় এটি ডাইং করার জন্য আলাদা ফিক্সিং ক্যামিকেল ব্যাবহার করা হয় আর ফিক্সিং ক্যামিকেল হচ্ছে বাইনন্ডার এটি সাধারণত ক্রস লিংকার হিসেবে কাজ করে । বাইন্ডার ডাইজ এবং ফেব্রিক উভয়ের সাথে রিয়েকশন করা ফিক্সেশনে সাহায্য করে।
১. স্টেনটারে ডাইং করার সময় ফ্লোরোসেন্ট ডাইং ২ ধাপেকরা হয় প্রথমে ড্রাইং পরে কিউরিং।
২. এর ডাইজ এর পরিমান কম তাই এর সেড এর রেঞ্জ কম ফোরোসেন্টে সামন্য কিছু সেড ডাইং করা যায়
৩. ডাইজ রেঞ্জ :-
ফ্লোরোসেন্ট পিংক
ফ্লোরোসেন্ট রোজ
ফ্লোরোসেন্ট লেমন ইয়োলো
ফ্লোরোসেন্ট ইয়োলো
ফ্লোরোসেন্ট রেড
ফ্লোরোসেন্ট ব্লু
ফ্লোরোসেন্ট অরেঞ্জ
ফ্লোরোসেন্ট পিংক
ফ্লোরোসেন্ট রোজ
ফ্লোরোসেন্ট লেমন ইয়োলো
ফ্লোরোসেন্ট ইয়োলো
ফ্লোরোসেন্ট রেড
ফ্লোরোসেন্ট ব্লু
ফ্লোরোসেন্ট অরেঞ্জ
৪. ডাইজ গুলির ব্রাইটনেস অনেক বেশি বিধায় এ থেকে ডিপ সেড করা সম্ভব হয় না ।
৫. রিয়েক্টিভ যেখানে ৫০০ টাকা কেজি সেখানে ফ্লোরোসেন্ট ১৫০০-৩০০০ পর্যন্ত দাম এবং কঞ্জামশন ১০ গুন ।
৬. ফ্লোরোসেন্ট এর সেড ডাইং এর পর যা থাকবে কিউরিং এর পর ১৫-২০% ডিপ হয়ে যাবে । ফ্লোরোসেন্টে একচুয়াল সেড বের করে আনা কস্টকর ।
৭. ফাইবার এর প্রতি এফিনিটি না থাকায় এর ফাস্টনেস খুব খারাপ , এর ফাস্টনেস পুয়র।
৮. ফ্লোরোসেন্ট ডাইং এর ক্ষত্রে প্রসেস লস রিয়েকটিভ এর ২-৩ গুন। কস্টিং ৪-৫ গুন।
1 টি মন্তব্য:
aro dyes ase j gula amader lab a pawa jae.
একটি মন্তব্য পোস্ট করুন