মার্চেন্ডাজিং সর্ট কোর্স কতোটা কাজের জেনে নিন | Merchandising Short Course - Textile Lab | Textile Learning Blog
মার্চেন্ডাজিং সর্ট কোর্স কতোটা কার্যকর এবং কাদের জন্য কার্যকর !!! আপনি কি প্রতারিত হচ্ছেন !!

একটি সময় ছিলো যখন এভেইলেবল টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর অভাব ছিলো তখন দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষে  ডিপ্লোমা, ট্রেড কোর্স, শর্ট কোর্স গুলি ব্যাপক হারে ডেভলপ করতে থাকে  এবং তা ব্যাপক জনপ্রিয়তা পায় কিন্তু  সময় এর সাথে সাথে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হতে থাকে  ব্যাপক হারে টেক্সটাইল ইউনিভার্সিটি কলেজ গুলি থেকে ইঞ্জিনিয়ার বের হতে থাকে।  এই বিপুল হারে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হবার কারনে দক্ষ লোকজনের ঘাটতি পুরন হতে থাকে।  এর ফলে ট্রেড কোর্স গুলির গ্রহনযোগ্যতা হারায়।

বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এভেইলেবল হিয়ে যওয়ার কারনে এখন মার্চেডাইজার এর রিকোয়ারমেন্ট হিসেবে কোম্পানি গুলি MBA, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড জুড়ে দিয়েছে আর কোম্পানি গগুলি সস্তায় এক সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর সার্ভিস ও পাচ্ছে মার্চেডাইজার এর কাছ থেকে তাই তারা জেনারেল + মার্চেন্ডাইজিং কোর্স / ট্রেড কোর্স এর প্রতি কম আগ্রহী। 



বর্তমানে মার্চেন্ডাজিং কোর্স এর জন্য অনেক ট্রেইনিং সেন্টার খোলা হয়েছে যারা নানা প্রকার চটকদার বিজ্ঞাপন দিয়ে লোকজন কে প্রতারিত করছে কিংবা কিছু সময় তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কোর্স করাচ্ছেন। একটি সিম্পল লজিক যে একই পস্টের জন্য যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং জেনারেল + মার্চেন্ডাইজিং কোর্স / ট্রেড কোর্স হোল্ডারগন এপ্লাই করবেন কাদের প্রায়োরিটি আগে হবে তা সহজেই অনুমান করা যায় ।
ইন্সটিটিউশন গুলি যতো ক্যারিয়ার এর লোভ দেখাক যে খানে ৪ বছর টেক্সটাইল পড়ুয়া স্টুডেন্টরা হিমশিম খায় সেখানে কি করে একজন ৪ মাসের কোর্স করা একজন ব্যাক্তি ভালো করবে।



মার্চেন্ডাজিং কোর্স এর জন্য বেস্ট দুই জায়গা আছে
১. BGMEA ( BUFT)
২. BKMEA ( iArt )



সারাংশঃ
মুলকথা হচ্ছে কারো প্রতি প্রতিহিংসা থেকে নয় বরং বাস্তবতা থেকে বলা যায় মার্চেন্ডাজিং কোর্স গুলি বর্তমানে তাদের গ্রহনযোগ্যতা হারিয়েছে আর তা গ্রহনযোগ্য হলেও তা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কার্যকরী জেনারেল ট্রেড থেকে এর গ্রহনযোগ্যতা এবং কার্যকারিতা কমে যাচ্ছে।


মার্চেন্ডাজিং সর্ট কোর্স কতোটা কাজের জেনে নিন | Merchandising Short Course

মার্চেন্ডাজিং সর্ট কোর্স কতোটা কার্যকর এবং কাদের জন্য কার্যকর !!! আপনি কি প্রতারিত হচ্ছেন !!

একটি সময় ছিলো যখন এভেইলেবল টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর অভাব ছিলো তখন দক্ষ মানব সম্পদ তৈরির লক্ষে  ডিপ্লোমা, ট্রেড কোর্স, শর্ট কোর্স গুলি ব্যাপক হারে ডেভলপ করতে থাকে  এবং তা ব্যাপক জনপ্রিয়তা পায় কিন্তু  সময় এর সাথে সাথে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হতে থাকে  ব্যাপক হারে টেক্সটাইল ইউনিভার্সিটি কলেজ গুলি থেকে ইঞ্জিনিয়ার বের হতে থাকে।  এই বিপুল হারে টেক্সটাইল ইঞ্জিনিয়ার বের হবার কারনে দক্ষ লোকজনের ঘাটতি পুরন হতে থাকে।  এর ফলে ট্রেড কোর্স গুলির গ্রহনযোগ্যতা হারায়।

বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এভেইলেবল হিয়ে যওয়ার কারনে এখন মার্চেডাইজার এর রিকোয়ারমেন্ট হিসেবে কোম্পানি গুলি MBA, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড জুড়ে দিয়েছে আর কোম্পানি গগুলি সস্তায় এক সাথে টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর সার্ভিস ও পাচ্ছে মার্চেডাইজার এর কাছ থেকে তাই তারা জেনারেল + মার্চেন্ডাইজিং কোর্স / ট্রেড কোর্স এর প্রতি কম আগ্রহী। 



বর্তমানে মার্চেন্ডাজিং কোর্স এর জন্য অনেক ট্রেইনিং সেন্টার খোলা হয়েছে যারা নানা প্রকার চটকদার বিজ্ঞাপন দিয়ে লোকজন কে প্রতারিত করছে কিংবা কিছু সময় তারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কোর্স করাচ্ছেন। একটি সিম্পল লজিক যে একই পস্টের জন্য যখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং জেনারেল + মার্চেন্ডাইজিং কোর্স / ট্রেড কোর্স হোল্ডারগন এপ্লাই করবেন কাদের প্রায়োরিটি আগে হবে তা সহজেই অনুমান করা যায় ।
ইন্সটিটিউশন গুলি যতো ক্যারিয়ার এর লোভ দেখাক যে খানে ৪ বছর টেক্সটাইল পড়ুয়া স্টুডেন্টরা হিমশিম খায় সেখানে কি করে একজন ৪ মাসের কোর্স করা একজন ব্যাক্তি ভালো করবে।



মার্চেন্ডাজিং কোর্স এর জন্য বেস্ট দুই জায়গা আছে
১. BGMEA ( BUFT)
২. BKMEA ( iArt )



সারাংশঃ
মুলকথা হচ্ছে কারো প্রতি প্রতিহিংসা থেকে নয় বরং বাস্তবতা থেকে বলা যায় মার্চেন্ডাজিং কোর্স গুলি বর্তমানে তাদের গ্রহনযোগ্যতা হারিয়েছে আর তা গ্রহনযোগ্য হলেও তা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য কার্যকরী জেনারেল ট্রেড থেকে এর গ্রহনযোগ্যতা এবং কার্যকারিতা কমে যাচ্ছে।


কোন মন্তব্য নেই: