আপনারা ডেনিম এর ফিটিংস টেস্ট করার জন্য না পরে ফিটিংস বোঝার উপায় :
১. আপনার ডেনিম এর প্যান্ট এর ওয়েস্ট কে ছবির মতো করে আপনার গলায় পেছিয়ে দেখুন যদি এটি আপনার নেক কাভার করে তবে বুঝতে হবে আপনার কোমর এর সাইজ আর প্যান্ট এর সাইজ একই রকম। আর যদি কভার না করে তবে এটি ছোট আর যদি এটি লুজ হয় তবে বুঝতে হবে এটি আপনার তুলনায় বড় হবে।
২. আপনি যদি লুজ টাইট বুঝতে চান তবে ২ নাম্বার ছবির মতো আপনার কনুই কে প্যান্ট এর ওয়েস্ট এর ভেতরে প্রবেশ করান যদি আপনার প্যান্ট এর ভেতরে হাত অনায়াসে এটা যায় তবে আপনার কোমরে অনায়সে এটে যাবে।
৩. প্যান্ট এর লেন্থ বা হাইট ঠিক হবে কিনা তা চেক করার জন্য ছবির মতো আপনার প্যান্ট এর লেগ ওপেনিং কে টেনে প্রসারিত করে নিন যদি দেখেন আপনার হাত সর্বোচ্চ যে পরিমাণ প্রসারিত করতে পারেন তা যদি প্যান্ট এর প্রসারন এর সাথে মিলে যায় তবে এই প্যান্ট টির হাইট আপনার সাথে মিলে যাবে।
৪. লেগ ওপেনিং কি আপনার শরীরের সাথে ঠিক আছে কিনা তা চেক করার জন্য আপনার হাত কে মুষ্টি করুন পরে এটাকে ছবির মতো করে প্যান্ট এর লেগ ওপেনিং দিয়ে বের করার চেস্টা করুন যদি আপনার মুষ্টি বের করতে পারেন তবে আপনার প্যান্ট দিয়ে আপনি পা বের করতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন