স্পিনিং এর কিছু ভাইবা প্রশ্ন এবং উত্তর | Spinning Viba Questions - Textile Lab | Textile Learning Blog
১) স্পিনিং কাকে বলে ?
উ:বিভিন্ন প্রকার টেক্সটাইল ফাইবার দ্বারা প্রক্রিয়াকরন ইন্ডাস্টিতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আঁশ সমূহকে টুইস্ট প্রধান করে ব্যবহার উপযোগী প্রান্ত হীন নূন্যতম শক্তি সম্মত সুতা প্রস্তুত করার প্রক্রিয়াকে স্পিনিং বলে।

২) কটন শব্দের উৎপত্তি কোথাই থেকে?
উ:আরবি ভাষা কুতুম শব্দ থেকে কটন শব্দের উপত্তি।

৩)ফিলামেন্ট কি?
উ:দীর্ঘ অবিচ্ছিন্ন ফাইবারকে ফিলামেন্ট বলে।

৪) কোন দেশের তুলা পৃথিবীর শ্রেষ্ঠ তুলা?
উ:মিশরীয়  সি আইল্যান্ডের তুলা।

৫)বর্তমান বিশ্বে তুলা আঁশ থেকে তৈরি বস্ত্রের চাহিদা কত?
উ:৬৫%.



৬) আঁশের শক্তি কত ভাগ সুতায় রুপান্তর করা হয়?
উ:৮০% শক্তি।

৭)আঁশের শক্তির একক কি?
উ:আঁশের শক্তির একক পাউন্ডস/গ্রাম/টেক্স।

৮) এক মাইক্রোগ্রাম সমান কত গ্রাম?
উ:এক মাইক্রোগ্রাম সমান ০.০০০০০১ গ্রাম।

৯) প্রশ্ন:১ থাও সমান কত ইঞ্চি?
উ:১ থাও=০.০০১ ইঞ্চি

১০)কার্ড ক্লদিং বলতে কি বুঝাই?
উ:  সূষ্ক ওয়্যার দ্বারা তৈরি কাডিং মেশিনের বিভিন্ন রোলারের কভারিংকেই কার্ড ক্লডিং বলে।

১১)কার্ড ক্লদিং কত প্রকার এবং কি কি?
উ:তিন প্রকার।

যথা:ফ্লক্সিবল ওয়্যার ক্লদাং ২)মেটালিক ওয়্যার ক্লদিং ২)সেমি রিজিভ ওয়্যার ক্লদিং।



১২)টেনশন ড্রাফট কাকে বলে।
উ:  কাডিং মেশিনের প্রধান ড্রাফট ব্যতীত ডেলিভারি অংশে ড্রাইভারের অংশে ড্রাইভারের অতিরিক্ত টেনশনের কারনে কিছু ড্রাফট প্রধান করা হয়,তাই টেনশন ড্রাফট।

১৩) ডি.সি.পি. এর পূর্ণ রুপ কি?
উ:ড্রাফট চেঞ্জ পিনিয়ন

১৪) ড্রাফট কত প্রকার ও কিতি?
উ:তিন প্রকার।
যথা: ক)মেকানিক্যাল ড্রাফট  খ)একচুয়াল ড্রাফট গ)টেনশন ড্রাফট।

১৫) টুইস্ট কাকে বলে?
উ: প্রয়োজনীয় সংখ্যক ফাইবারকে একত্রে নিয়ে সুতা রোভিং ত্যরির উদ্ধেশ্যে ফাইয়ারের মধ্যে যে স্পাইরাল বা টার্ন দেওয়া হয় তাই টুইস্ট।

১৬)বিল্ডিং কত প্রকার ও কি কি?
উ: তিন প্রকার।
যথা:ক)রোভিং বিল্ডিং খ)কপ বিল্ডিং গ)কম্বাইন্ড বিল্ডিং।



১৭)কম্বিং মেশিনের মূল অংশ কোনটি?
উ:  সিলিন্ডার হল কম্বিং এর মূল অংশ।

১৮)প্রধান ড্রাফট কি?
উ:  মূল মেশিনের ড্রাফটিং জোনে যে ড্রাফট দেওয়া হয় তাই প্রধান ড্রাফট।

১৯)ব্লোরুমের ৫টি ত্রুটির নাম লেখ?
উ:  ক)অসম ল্যাপ খ)ক্যামিকেল সেপ ল্যাপ গ)নরম ল্যাপ ঘ)ব্যারেল সেপ ল্যাপ ঙ)স্পিলিট ল্যাপ।

২০)কাউন্ট কাকে বলে?
উ:  সুতার একক দৈর্ঘের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে কাউন্ট বলে।

২১)কটন কাউন্ট বলতে কি বুঝ?
উ:  ৮৪০ গজের যত গুলো হ্যাংকের ওজন ১পাউন্ড তাতে ঐ সুতার কটন কাউন্ট বলে।

২২)পাউন্ডস/স্পাইন্ডের বা জুট কাউন্ট কাকে বলে?
উ:  ১৪৪০০ গজ সুতার ওজন যত প্উন্ড সুতার জুট কাউন্ট তত স্পাইন্ডেল।

২৩)কাডিং মেশিনের সিলিন্ডারের ব্যাস কত?
উ:সিলিন্ডারের ব্যাস ৫০ ইঞ্চি।

২৪)কার্ডিং মেশিনের ফ্লাড বারের সংখ্যা কত?
উ:১০৫ থেকে ১১০ টি



২৫)কার্ডিং মেশিনের অ্যাকশন সমূহের নাম কি?
উ:  ক) কম্বিং খ)কাডিং গ)স্টিচিং ঘ)ডফিং।

২৬)কোন প্লেট বা সিটকে পারসেন্টেজ প্লেট বলা হয়?
উ: টপ ফিদার এজ সিটকে পারসেন্টেজ প্লেট বলে।

২৭)অটো লেবেলিং বলতে কি বুঝাই?
উ:  নিয়মিত ডেলিভারি বা আউট পুটের সাথে সামঞ্জস্য রেখে ড্রাফট পরিবর্তনের মাধ্যমে ইনপুটের পরিমান পরিবর্তন করার সিস্টেমকে অটো লেবেলিং বলে।

২৮)অটো লেবেনিং কত প্রকার ও কি কি?
উ:  দুই প্রকার।
যথা:১)ওপেন লুপ অটো লেবেলিং ২)ক্লোজ লুপ অটো লেবেলিং।

২৯)ওপেনিং মেশিনারি বলতে কি বুঝ?
উ:  যে সব মেশিনের সাহায্যে বেল থেকে প্রাপ্ত তুলার গুচ্ছকে বিটারে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র তুলার গুচ্ছে রুপান্তর করে,সে সব মেশিনারিকে ওপেনিং মেশিনারী বলে।

৩০)ক্লিংনিং দক্ষতা বলতে কি বুঝায়?
উ:  মেশিনের ট্রাশ দূর হওয়্ ও তুলার মোট ট্রাশের অনুপাতকে শতকরা হারে প্রকাশ করাকেই ক্লিনিং দক্ষতা বলে।

৩১) ব্লোরুমের মোট অপদ্রব্যের কতভাগ দূর হয়?
উ:৬০% থেকে ৬৫%



৩২)ইউনিমিক্স মেশিনের কয়টি অংশ ও কি কি?
উ:তিনটি অংশ থাকে।

যথা: ১)স্টোরেজ সেকশন ২)ইন্টারমিডিয়েট চেম্বার ৩)ডেলিভারি সেকশন।

৩৩)চুট ফিড সিস্টেম কত প্রকার ও কি কি?
দুই প্রকার।
যথা:১)ওয়ান পিছ চুট ২)টু পিচ চুট।

৩৪)কাডিং মেশিনে ম্যাটেরিয়াল ফিডিং কত প্রকার ও কি কি?
উ:দুই প্রকার।
যথা:১)ল্যাপ ফিড ২) চুট ফিড।

৩৫)ব্লোরুমের ৫টি এক্সোসরিসের নাম লেখ?
ক)ডেলিভারি কেইজ খ)কন্ডেনন্সার গ)ম্যাগনেট ঘ)ডিস্টাবিউটর ঙ)ডাস্ট রিমুভার।

৩৬)আধুনিক ড্র ফ্রেমের গতি কত?
উ:  ২০০০ থেকে ২৫০০ আর.পি. এম।

৩৭)রোলারের পৃষ্ট গতি কিসের উপর নির্ভর করে?
উ:  রোলারের ব্যাস ও আর.পি. এম এর উপর নির্ভর কনে।





৩৮)কম্বিং কাকে বলে?
উ:  ড্রইং থেকে প্রাপ্ত স্লাইভারকে আচড়িয়ে সোজা ও সমান্তরাল করা হয় ক্ষুদ্র আঁশ বা নয়েল দূর করে উন্নত মানের স্লাইভার তৈরি করাকে কম্বিং বলে।

৩৯)সর্ব প্রথম কে,কখন কম্বিং মেশিন আবিষ্কার করেন?
উ:  ফ্রান্সের জেসু হেইলম্যান ১৮৪৬ সালে সর্বপ্রথম কম্বিং মেশিন আবিষ্কার করেন।


৪০)নয়েলের শতকরা হার কত?
উ:  সাধারনত নয়েলের পরিমান ১৫% হয়ে থাকে।

৪১)ডিগ্রি অব কম্বিং এর হার কত?
উ:  ডিগ্রি অব কম্বিং এর হার সাধারনত ৫ থকে ২৫%।

৪২)কম্বিং মেশিনে সিলিন্ডারে কত সারির নিডেল থাকে?
উ: ১৭ সারির নিডেল থাকে।

৪৩)স্পিনিং মিলে আদর্শ তাপমাত্রা, ও আদ্রতা কত?
উ: ২০ ডিগ্রি সেলসিয়াস বা ৬৮ ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রা এবং ৬৫% প্লাস /মাইনাস ২% আদ্রতা।

৪৪)বম্বড সুতার টি.এম৩.৫ বলতে কি বুঝ?
উ: টি.এম ৩.৫ বলতে ৭০ থেকে ৮০ কাওন্টের সুতাকে বুঝানো হয়েছে।

৪৫)মিনি ল্যাপের ওজন কত?
উ:২০ থেকে ৩০ পাউন্ড হয়ে থাকে।

৪৬)ব্লোরুমের হার্ড কলা হয় কোন মেশিনকে?
উ:কার্ডিং মেশিনকে।

৪৭) ফাইবার এর ময়েশ্চার কন্টেন্ট / রিগেইন
আর্দ্রতার পুনঃ প্রািপ্ত.
১: কটন - ৭.৮৩৪- ৮.৫০
২: রেশম- ৯.৯১০- ১১
৩: লিনেন- ৮.০৪৬- ৮.৭৫
৪: হেম্প ও ফ্লাক্স - ১০.৭১৪- ১২
৫: পাট- ১২.০৮৮- ১৩.৭৫
৬: পশম- ১৩.৭৯৩- ১৬
৭: উরস্টেড- ১৫.৪৩৩- ১৮.২৫
৮: ভিসকস রেয়ন - ১১- ১৩
৯: এসিটেড রেয়ন- ৬- ৬.৫০
১০: কিউপ্রামোনিয়াম রেয়ন- ১১- ১২
১১: নাইলন- (৩.৮-৪) - ৪.৫০
১২: পলিয়েস্টার- ০.৩৯- ০.৪০
১৩: এ্যাকরাইলিক- ১.৪৭- ১.৫০
১৪: স্পানডেক্স- ০.৬০- ০.৬০



স্পিনিং এর কিছু এবরিবিয়েশনঃ

1. BIAS= Bale Inventory Analysis System
2. S.C.P= Spindle Change Pinion
3. S.S.C.P = Spindle Speed Change Pinion
4. W.I = Wear Index
5. LINRA = Linen Industries Research Association
6. WIRA = Woolen Industries Research Association
7. S.C.I = Spindle Consistency Index
8. AFIS= Advance Fibre Information System
9. P.I= Pressleys Index
10. T.P.I= Twist Per Inch
11. M.T.P,I = Mechanical Twist Per Inch
12. C.R.T= Constant Rate of Traverse
13. C.R.L = Constant Rate of Loading
14. C.R.E = Constant Rate of Elongation
15. CSIRO = Commonwealth Scientific and Industrial Research               
Organization



রিং স্পিনিং(Ring Spinning) মেশিন
১৮২৮ খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী জন থর্প কর্তিক প্রথম রিং স্পিনিং ম্যাশিনটি আবিষ্কৃত হয় । ১৮৩০ সালে আরেকজন আমেরিকান বিজ্ঞানী মিঃ জেঙ্ক রিং এর উপড় ঘূর্ণায়মান ট্রাভেলার সংযুক্ত করেন যেটির সাহায্যে একই সাথে twisting, winding ও ইয়ারন কে গাইড করা সম্ভব হয় ।তারপর ১৫০ চলে যায় ,এর মাঝে মেশিনটিতে আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয় , তবে সেগুলো শুধু ট্রাভেলার কেন্দ্রিক পরিবর্তন , মেশিনের মূল কনসেপ্ট অপরিবর্তিত থেকে যায় । মেশিনের উচ্চ গতির কারনে ট্রাভেলারে যে অতিরিক্ত তাপের সৃষ্টি হয় তাকে দূর করা কঠিন কাজ । তাই একথা মাথায় রেখে ট্রাভেলারের গতি একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হয় ।
ট্রাভেলার রিং ফ্রেমের খুব চিকন একটি অংশ যেটির সাহায্যে একই সাথে twisting, winding ও ইয়ারন কে গাইড করা হয় ।
উল্লিখিত সমস্যা থাকা সত্তেও রিং ফ্রেম ইয়ারন স্পিনিং এর জন্য সবচেয়ে বেশি ব্যাবহৃত মেশিন । কারন নতুন উদ্ভাবিত মেশিন (যেমন রটর,এয়ার জেট,ফ্রিকশন ও অয়ারপ স্পিনিং মেশিন ) গুলোর তুলনায় এর কিছু বিশেষ সুবিধা রয়েছে ।


যেমন -
১। এতি এক ধরনের সার্বজনীন স্পিনিং মেশিন । কারন এর দ্বারা যেকোন বস্তুকেই স্পিনিং করা সম্ভব ।

২। ইয়ারনের গঠন বিন্যাস ও দৃঢ়টা দিক দিয়ে সর্বোৎকৃষ্ট মানের ইয়ারন তৈরি হয় ।

৩।এটি খুব সহজ প্রকৃতির মেশিন এবং খুব সহজে পরিচালনা করা যায় ।

৪।এর উৎপাদন ক্রিয়ার হার প্রয়োজন মত বৃদ্ধি করা যায় ।

এসমস্ত কারনে এক রটর স্পিনিং মেশিন বাদে অন্যান্য নতুন স্পিনিং মেশিনগুলো গ্রহণযোগ্যতা অর্জনে বাধার সম্মুখিন হচ্ছে ,তবে নতুন স্পিনিং মেশিনগুলোকে মোটা ইয়ারন তৈরির কাজে ব্যাবহার করা হচ্ছে ।
ইয়ারন ম্যানুফ্যাকচারিং এর মধ্যমে ইয়ারন পেতে কটন বেল কে অনেক গুলো মেশিনের ধাপ পার করতে হয় সেগুলো যথাক্রমে - ব্লো রুম,কারডিং,ড্রইং,সিমপ্লেক্স ও রিং ফ্রেম । রিং ফ্রেম এর আগের ম্যাশিন অর্থাৎ সিমপ্লেক্স এ ইতোমধ্যে ড্রয়িং কৃত স্লাইবার গুলোকে রোভিং ফর্ম করা হয়ে যায় । রিং ফ্রেমে এসে সেই রোভিং গুলোকে প্রয়োজন মত টুইস্ট দিয়ে তাদের স্ট্রেনথ বৃদ্ধি করা হয় এবং মজুদ ও বহনক্ষমের জন্য সুবিধামত ববিনে wind করা হয় ।


জেনে নিন কিভাবে সুতা তৈরি করা হয়
স্পিনিং বলতে বয়ন কৌশল আর ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বলতে সূতা তৈরির প্রক্রিয়াকে বুঝানো হয়। শাব্দিক অর্থ ভিন্ন হলেও  দুটি প্রায় কাছাকাছি প্রক্রিয়া। টেক্সটাইল এর ভাষায়,  যে প্রক্রিয়ার সাহায্যে টেক্সটাইল ফাইবার দ্বারা প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে বিভিন্ন প্রক্রিয়া দ্বারা টেক্সটাইল ফাইবার বা আশ বা তন্তু সমুককে twist (পেচানো) প্রদানের মাধ্যমে প্রান্ত বিহীন নুন্যতম শক্তি সম্পন্ন সূতা প্রস্তুত করা হয়, তাকে স্পিনিং/ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। বলে। এই প্রক্রিয়াটি সম্পর্কে তারাই ভালো বুঝবেন যারা পাট থেকে দড়ি তৈরির প্রক্রিয়া দেখেছেন।
আমাদের দেশে যে তুলা হয় তা বালিশ বা তোসখ তৈরী করা ছাড়া আর কোনো কাজে লাগে না। কারণ, সূতা তৈরী করতে ফাইবার বা তন্তু সমূহের নুন্যতম একটা লেন্থ এর প্রয়োজন হয়। যা আমাদের দেশের শিমুল তুলার নাই। তাই আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিসর,চীন,আমেরিকা,ভারত,পাকিস্তান,তুর্কি ইত্যাদি।
প্রস্তুত প্রণালীর উপর ভিত্তি করে সূতাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন কার্ডেড সূতা, কমবড সূতা ইত্যাদি।আবার কাচামাল বা মূল উপাদানের উপর ভিত্তি করে সূতাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন কটন সূতা, পলিস্টার সূতা, আক্রাইলিক সূতা, ভিসকোস সূতা,পলিভিনাইল সূতা, রেয়ন সূতা ,উল সূতা, সিল্ক সূতা ইত্যাদি। এ ছাড়াও দুই প্রকার তুলা মিক্স করে যে সূতা তৈরী করা হয় তাকে মিক্সড সূতা বা ব্লেন্ডেড সূতা বলে। আমরা যে পোশাক ব্যবহার করি, তার ৯০ ভাগ ভেজাল বা মিক্স সূতা দিয়া তৈরী, যদিও দোকানদাররা ১০০ ভাগ কটন সূতা বলে নিশ্চয়তা দেয়, কিন্তু বেশিরভাগ সুতার ক্ষেত্রে পলিস্টার সূতা মিক্স থাকে।


Cotton chemical composition.
1. Cellulose =94%
2. Protein =1.3%
3. Pectin =0.9%
4. Ash =1.2%
5. Wax =0.6%
6. Organic acid =0.8%
7. Sugar =0.3%
8. Others =0.9%

কাউন্ট এর সংজ্ঞা 
Count is a numerical value, which express the coarseness or fineness of the yarn and also indicate the relationship between length and weight (the mass per unit length or length per unit mass) of that yarn. Therefore, the concept of yarn count
has been introduced which specifies a certain ratio length to weight.
The fineness of the yarn is usually expressed in terms of its linear density or count. There are a number of system and unit for expressing yarn fineness.

কনভার্ট  করার সুত্র
1 Lea = 120 yds            
7 Lea = 1 Hank              
1 Hank = 840 yds = 768 m



Trutzschler Blow Room line: (sketch arrow symbol up to down)
Blendomat BO

Precleaner CLP

Multimixer MPM

Fine Cleaner CLC

FFD (SP EP, Securo, Prop, Securomat)

Dustex



ইয়ার্ন এর কিছু মেজর ফল্টস
1. contamination
2. thick and thinks
3. Unevenness
4. periodicity
5. Stiff yarn - Higher TPI ( holes)
6. higher friction
7. high hairiness variation
8. mixed properties of yarn - "Barre"
9. Neps
10. white specs(immature fibres)
11. Kitties ( vegetable matters, dust content)
12. Lower elongation and elasticity




টেক্সটাইল স্পিনিং এর জন্য কিছু পপুলার মেশিনের ব্রেন্ড



স্পিনিং এর কিছু ভাইবা প্রশ্ন এবং উত্তর | Spinning Viba Questions

১) স্পিনিং কাকে বলে ?
উ:বিভিন্ন প্রকার টেক্সটাইল ফাইবার দ্বারা প্রক্রিয়াকরন ইন্ডাস্টিতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আঁশ সমূহকে টুইস্ট প্রধান করে ব্যবহার উপযোগী প্রান্ত হীন নূন্যতম শক্তি সম্মত সুতা প্রস্তুত করার প্রক্রিয়াকে স্পিনিং বলে।

২) কটন শব্দের উৎপত্তি কোথাই থেকে?
উ:আরবি ভাষা কুতুম শব্দ থেকে কটন শব্দের উপত্তি।

৩)ফিলামেন্ট কি?
উ:দীর্ঘ অবিচ্ছিন্ন ফাইবারকে ফিলামেন্ট বলে।

৪) কোন দেশের তুলা পৃথিবীর শ্রেষ্ঠ তুলা?
উ:মিশরীয়  সি আইল্যান্ডের তুলা।

৫)বর্তমান বিশ্বে তুলা আঁশ থেকে তৈরি বস্ত্রের চাহিদা কত?
উ:৬৫%.



৬) আঁশের শক্তি কত ভাগ সুতায় রুপান্তর করা হয়?
উ:৮০% শক্তি।

৭)আঁশের শক্তির একক কি?
উ:আঁশের শক্তির একক পাউন্ডস/গ্রাম/টেক্স।

৮) এক মাইক্রোগ্রাম সমান কত গ্রাম?
উ:এক মাইক্রোগ্রাম সমান ০.০০০০০১ গ্রাম।

৯) প্রশ্ন:১ থাও সমান কত ইঞ্চি?
উ:১ থাও=০.০০১ ইঞ্চি

১০)কার্ড ক্লদিং বলতে কি বুঝাই?
উ:  সূষ্ক ওয়্যার দ্বারা তৈরি কাডিং মেশিনের বিভিন্ন রোলারের কভারিংকেই কার্ড ক্লডিং বলে।

১১)কার্ড ক্লদিং কত প্রকার এবং কি কি?
উ:তিন প্রকার।

যথা:ফ্লক্সিবল ওয়্যার ক্লদাং ২)মেটালিক ওয়্যার ক্লদিং ২)সেমি রিজিভ ওয়্যার ক্লদিং।



১২)টেনশন ড্রাফট কাকে বলে।
উ:  কাডিং মেশিনের প্রধান ড্রাফট ব্যতীত ডেলিভারি অংশে ড্রাইভারের অংশে ড্রাইভারের অতিরিক্ত টেনশনের কারনে কিছু ড্রাফট প্রধান করা হয়,তাই টেনশন ড্রাফট।

১৩) ডি.সি.পি. এর পূর্ণ রুপ কি?
উ:ড্রাফট চেঞ্জ পিনিয়ন

১৪) ড্রাফট কত প্রকার ও কিতি?
উ:তিন প্রকার।
যথা: ক)মেকানিক্যাল ড্রাফট  খ)একচুয়াল ড্রাফট গ)টেনশন ড্রাফট।

১৫) টুইস্ট কাকে বলে?
উ: প্রয়োজনীয় সংখ্যক ফাইবারকে একত্রে নিয়ে সুতা রোভিং ত্যরির উদ্ধেশ্যে ফাইয়ারের মধ্যে যে স্পাইরাল বা টার্ন দেওয়া হয় তাই টুইস্ট।

১৬)বিল্ডিং কত প্রকার ও কি কি?
উ: তিন প্রকার।
যথা:ক)রোভিং বিল্ডিং খ)কপ বিল্ডিং গ)কম্বাইন্ড বিল্ডিং।



১৭)কম্বিং মেশিনের মূল অংশ কোনটি?
উ:  সিলিন্ডার হল কম্বিং এর মূল অংশ।

১৮)প্রধান ড্রাফট কি?
উ:  মূল মেশিনের ড্রাফটিং জোনে যে ড্রাফট দেওয়া হয় তাই প্রধান ড্রাফট।

১৯)ব্লোরুমের ৫টি ত্রুটির নাম লেখ?
উ:  ক)অসম ল্যাপ খ)ক্যামিকেল সেপ ল্যাপ গ)নরম ল্যাপ ঘ)ব্যারেল সেপ ল্যাপ ঙ)স্পিলিট ল্যাপ।

২০)কাউন্ট কাকে বলে?
উ:  সুতার একক দৈর্ঘের ভর বা একক ভরের দৈর্ঘ্যকে কাউন্ট বলে।

২১)কটন কাউন্ট বলতে কি বুঝ?
উ:  ৮৪০ গজের যত গুলো হ্যাংকের ওজন ১পাউন্ড তাতে ঐ সুতার কটন কাউন্ট বলে।

২২)পাউন্ডস/স্পাইন্ডের বা জুট কাউন্ট কাকে বলে?
উ:  ১৪৪০০ গজ সুতার ওজন যত প্উন্ড সুতার জুট কাউন্ট তত স্পাইন্ডেল।

২৩)কাডিং মেশিনের সিলিন্ডারের ব্যাস কত?
উ:সিলিন্ডারের ব্যাস ৫০ ইঞ্চি।

২৪)কার্ডিং মেশিনের ফ্লাড বারের সংখ্যা কত?
উ:১০৫ থেকে ১১০ টি



২৫)কার্ডিং মেশিনের অ্যাকশন সমূহের নাম কি?
উ:  ক) কম্বিং খ)কাডিং গ)স্টিচিং ঘ)ডফিং।

২৬)কোন প্লেট বা সিটকে পারসেন্টেজ প্লেট বলা হয়?
উ: টপ ফিদার এজ সিটকে পারসেন্টেজ প্লেট বলে।

২৭)অটো লেবেলিং বলতে কি বুঝাই?
উ:  নিয়মিত ডেলিভারি বা আউট পুটের সাথে সামঞ্জস্য রেখে ড্রাফট পরিবর্তনের মাধ্যমে ইনপুটের পরিমান পরিবর্তন করার সিস্টেমকে অটো লেবেলিং বলে।

২৮)অটো লেবেনিং কত প্রকার ও কি কি?
উ:  দুই প্রকার।
যথা:১)ওপেন লুপ অটো লেবেলিং ২)ক্লোজ লুপ অটো লেবেলিং।

২৯)ওপেনিং মেশিনারি বলতে কি বুঝ?
উ:  যে সব মেশিনের সাহায্যে বেল থেকে প্রাপ্ত তুলার গুচ্ছকে বিটারে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র তুলার গুচ্ছে রুপান্তর করে,সে সব মেশিনারিকে ওপেনিং মেশিনারী বলে।

৩০)ক্লিংনিং দক্ষতা বলতে কি বুঝায়?
উ:  মেশিনের ট্রাশ দূর হওয়্ ও তুলার মোট ট্রাশের অনুপাতকে শতকরা হারে প্রকাশ করাকেই ক্লিনিং দক্ষতা বলে।

৩১) ব্লোরুমের মোট অপদ্রব্যের কতভাগ দূর হয়?
উ:৬০% থেকে ৬৫%



৩২)ইউনিমিক্স মেশিনের কয়টি অংশ ও কি কি?
উ:তিনটি অংশ থাকে।

যথা: ১)স্টোরেজ সেকশন ২)ইন্টারমিডিয়েট চেম্বার ৩)ডেলিভারি সেকশন।

৩৩)চুট ফিড সিস্টেম কত প্রকার ও কি কি?
দুই প্রকার।
যথা:১)ওয়ান পিছ চুট ২)টু পিচ চুট।

৩৪)কাডিং মেশিনে ম্যাটেরিয়াল ফিডিং কত প্রকার ও কি কি?
উ:দুই প্রকার।
যথা:১)ল্যাপ ফিড ২) চুট ফিড।

৩৫)ব্লোরুমের ৫টি এক্সোসরিসের নাম লেখ?
ক)ডেলিভারি কেইজ খ)কন্ডেনন্সার গ)ম্যাগনেট ঘ)ডিস্টাবিউটর ঙ)ডাস্ট রিমুভার।

৩৬)আধুনিক ড্র ফ্রেমের গতি কত?
উ:  ২০০০ থেকে ২৫০০ আর.পি. এম।

৩৭)রোলারের পৃষ্ট গতি কিসের উপর নির্ভর করে?
উ:  রোলারের ব্যাস ও আর.পি. এম এর উপর নির্ভর কনে।





৩৮)কম্বিং কাকে বলে?
উ:  ড্রইং থেকে প্রাপ্ত স্লাইভারকে আচড়িয়ে সোজা ও সমান্তরাল করা হয় ক্ষুদ্র আঁশ বা নয়েল দূর করে উন্নত মানের স্লাইভার তৈরি করাকে কম্বিং বলে।

৩৯)সর্ব প্রথম কে,কখন কম্বিং মেশিন আবিষ্কার করেন?
উ:  ফ্রান্সের জেসু হেইলম্যান ১৮৪৬ সালে সর্বপ্রথম কম্বিং মেশিন আবিষ্কার করেন।


৪০)নয়েলের শতকরা হার কত?
উ:  সাধারনত নয়েলের পরিমান ১৫% হয়ে থাকে।

৪১)ডিগ্রি অব কম্বিং এর হার কত?
উ:  ডিগ্রি অব কম্বিং এর হার সাধারনত ৫ থকে ২৫%।

৪২)কম্বিং মেশিনে সিলিন্ডারে কত সারির নিডেল থাকে?
উ: ১৭ সারির নিডেল থাকে।

৪৩)স্পিনিং মিলে আদর্শ তাপমাত্রা, ও আদ্রতা কত?
উ: ২০ ডিগ্রি সেলসিয়াস বা ৬৮ ডিগ্রি ফারেন হাইট তাপমাত্রা এবং ৬৫% প্লাস /মাইনাস ২% আদ্রতা।

৪৪)বম্বড সুতার টি.এম৩.৫ বলতে কি বুঝ?
উ: টি.এম ৩.৫ বলতে ৭০ থেকে ৮০ কাওন্টের সুতাকে বুঝানো হয়েছে।

৪৫)মিনি ল্যাপের ওজন কত?
উ:২০ থেকে ৩০ পাউন্ড হয়ে থাকে।

৪৬)ব্লোরুমের হার্ড কলা হয় কোন মেশিনকে?
উ:কার্ডিং মেশিনকে।

৪৭) ফাইবার এর ময়েশ্চার কন্টেন্ট / রিগেইন
আর্দ্রতার পুনঃ প্রািপ্ত.
১: কটন - ৭.৮৩৪- ৮.৫০
২: রেশম- ৯.৯১০- ১১
৩: লিনেন- ৮.০৪৬- ৮.৭৫
৪: হেম্প ও ফ্লাক্স - ১০.৭১৪- ১২
৫: পাট- ১২.০৮৮- ১৩.৭৫
৬: পশম- ১৩.৭৯৩- ১৬
৭: উরস্টেড- ১৫.৪৩৩- ১৮.২৫
৮: ভিসকস রেয়ন - ১১- ১৩
৯: এসিটেড রেয়ন- ৬- ৬.৫০
১০: কিউপ্রামোনিয়াম রেয়ন- ১১- ১২
১১: নাইলন- (৩.৮-৪) - ৪.৫০
১২: পলিয়েস্টার- ০.৩৯- ০.৪০
১৩: এ্যাকরাইলিক- ১.৪৭- ১.৫০
১৪: স্পানডেক্স- ০.৬০- ০.৬০



স্পিনিং এর কিছু এবরিবিয়েশনঃ

1. BIAS= Bale Inventory Analysis System
2. S.C.P= Spindle Change Pinion
3. S.S.C.P = Spindle Speed Change Pinion
4. W.I = Wear Index
5. LINRA = Linen Industries Research Association
6. WIRA = Woolen Industries Research Association
7. S.C.I = Spindle Consistency Index
8. AFIS= Advance Fibre Information System
9. P.I= Pressleys Index
10. T.P.I= Twist Per Inch
11. M.T.P,I = Mechanical Twist Per Inch
12. C.R.T= Constant Rate of Traverse
13. C.R.L = Constant Rate of Loading
14. C.R.E = Constant Rate of Elongation
15. CSIRO = Commonwealth Scientific and Industrial Research               
Organization



রিং স্পিনিং(Ring Spinning) মেশিন
১৮২৮ খ্রিস্টাব্দে আমেরিকান বিজ্ঞানী জন থর্প কর্তিক প্রথম রিং স্পিনিং ম্যাশিনটি আবিষ্কৃত হয় । ১৮৩০ সালে আরেকজন আমেরিকান বিজ্ঞানী মিঃ জেঙ্ক রিং এর উপড় ঘূর্ণায়মান ট্রাভেলার সংযুক্ত করেন যেটির সাহায্যে একই সাথে twisting, winding ও ইয়ারন কে গাইড করা সম্ভব হয় ।তারপর ১৫০ চলে যায় ,এর মাঝে মেশিনটিতে আরও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয় , তবে সেগুলো শুধু ট্রাভেলার কেন্দ্রিক পরিবর্তন , মেশিনের মূল কনসেপ্ট অপরিবর্তিত থেকে যায় । মেশিনের উচ্চ গতির কারনে ট্রাভেলারে যে অতিরিক্ত তাপের সৃষ্টি হয় তাকে দূর করা কঠিন কাজ । তাই একথা মাথায় রেখে ট্রাভেলারের গতি একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হয় ।
ট্রাভেলার রিং ফ্রেমের খুব চিকন একটি অংশ যেটির সাহায্যে একই সাথে twisting, winding ও ইয়ারন কে গাইড করা হয় ।
উল্লিখিত সমস্যা থাকা সত্তেও রিং ফ্রেম ইয়ারন স্পিনিং এর জন্য সবচেয়ে বেশি ব্যাবহৃত মেশিন । কারন নতুন উদ্ভাবিত মেশিন (যেমন রটর,এয়ার জেট,ফ্রিকশন ও অয়ারপ স্পিনিং মেশিন ) গুলোর তুলনায় এর কিছু বিশেষ সুবিধা রয়েছে ।


যেমন -
১। এতি এক ধরনের সার্বজনীন স্পিনিং মেশিন । কারন এর দ্বারা যেকোন বস্তুকেই স্পিনিং করা সম্ভব ।

২। ইয়ারনের গঠন বিন্যাস ও দৃঢ়টা দিক দিয়ে সর্বোৎকৃষ্ট মানের ইয়ারন তৈরি হয় ।

৩।এটি খুব সহজ প্রকৃতির মেশিন এবং খুব সহজে পরিচালনা করা যায় ।

৪।এর উৎপাদন ক্রিয়ার হার প্রয়োজন মত বৃদ্ধি করা যায় ।

এসমস্ত কারনে এক রটর স্পিনিং মেশিন বাদে অন্যান্য নতুন স্পিনিং মেশিনগুলো গ্রহণযোগ্যতা অর্জনে বাধার সম্মুখিন হচ্ছে ,তবে নতুন স্পিনিং মেশিনগুলোকে মোটা ইয়ারন তৈরির কাজে ব্যাবহার করা হচ্ছে ।
ইয়ারন ম্যানুফ্যাকচারিং এর মধ্যমে ইয়ারন পেতে কটন বেল কে অনেক গুলো মেশিনের ধাপ পার করতে হয় সেগুলো যথাক্রমে - ব্লো রুম,কারডিং,ড্রইং,সিমপ্লেক্স ও রিং ফ্রেম । রিং ফ্রেম এর আগের ম্যাশিন অর্থাৎ সিমপ্লেক্স এ ইতোমধ্যে ড্রয়িং কৃত স্লাইবার গুলোকে রোভিং ফর্ম করা হয়ে যায় । রিং ফ্রেমে এসে সেই রোভিং গুলোকে প্রয়োজন মত টুইস্ট দিয়ে তাদের স্ট্রেনথ বৃদ্ধি করা হয় এবং মজুদ ও বহনক্ষমের জন্য সুবিধামত ববিনে wind করা হয় ।


জেনে নিন কিভাবে সুতা তৈরি করা হয়
স্পিনিং বলতে বয়ন কৌশল আর ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বলতে সূতা তৈরির প্রক্রিয়াকে বুঝানো হয়। শাব্দিক অর্থ ভিন্ন হলেও  দুটি প্রায় কাছাকাছি প্রক্রিয়া। টেক্সটাইল এর ভাষায়,  যে প্রক্রিয়ার সাহায্যে টেক্সটাইল ফাইবার দ্বারা প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে বিভিন্ন প্রক্রিয়া দ্বারা টেক্সটাইল ফাইবার বা আশ বা তন্তু সমুককে twist (পেচানো) প্রদানের মাধ্যমে প্রান্ত বিহীন নুন্যতম শক্তি সম্পন্ন সূতা প্রস্তুত করা হয়, তাকে স্পিনিং/ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং। বলে। এই প্রক্রিয়াটি সম্পর্কে তারাই ভালো বুঝবেন যারা পাট থেকে দড়ি তৈরির প্রক্রিয়া দেখেছেন।
আমাদের দেশে যে তুলা হয় তা বালিশ বা তোসখ তৈরী করা ছাড়া আর কোনো কাজে লাগে না। কারণ, সূতা তৈরী করতে ফাইবার বা তন্তু সমূহের নুন্যতম একটা লেন্থ এর প্রয়োজন হয়। যা আমাদের দেশের শিমুল তুলার নাই। তাই আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তুলা আমদানি করি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো মিসর,চীন,আমেরিকা,ভারত,পাকিস্তান,তুর্কি ইত্যাদি।
প্রস্তুত প্রণালীর উপর ভিত্তি করে সূতাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন কার্ডেড সূতা, কমবড সূতা ইত্যাদি।আবার কাচামাল বা মূল উপাদানের উপর ভিত্তি করে সূতাকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। যেমন কটন সূতা, পলিস্টার সূতা, আক্রাইলিক সূতা, ভিসকোস সূতা,পলিভিনাইল সূতা, রেয়ন সূতা ,উল সূতা, সিল্ক সূতা ইত্যাদি। এ ছাড়াও দুই প্রকার তুলা মিক্স করে যে সূতা তৈরী করা হয় তাকে মিক্সড সূতা বা ব্লেন্ডেড সূতা বলে। আমরা যে পোশাক ব্যবহার করি, তার ৯০ ভাগ ভেজাল বা মিক্স সূতা দিয়া তৈরী, যদিও দোকানদাররা ১০০ ভাগ কটন সূতা বলে নিশ্চয়তা দেয়, কিন্তু বেশিরভাগ সুতার ক্ষেত্রে পলিস্টার সূতা মিক্স থাকে।


Cotton chemical composition.
1. Cellulose =94%
2. Protein =1.3%
3. Pectin =0.9%
4. Ash =1.2%
5. Wax =0.6%
6. Organic acid =0.8%
7. Sugar =0.3%
8. Others =0.9%

কাউন্ট এর সংজ্ঞা 
Count is a numerical value, which express the coarseness or fineness of the yarn and also indicate the relationship between length and weight (the mass per unit length or length per unit mass) of that yarn. Therefore, the concept of yarn count
has been introduced which specifies a certain ratio length to weight.
The fineness of the yarn is usually expressed in terms of its linear density or count. There are a number of system and unit for expressing yarn fineness.

কনভার্ট  করার সুত্র
1 Lea = 120 yds            
7 Lea = 1 Hank              
1 Hank = 840 yds = 768 m



Trutzschler Blow Room line: (sketch arrow symbol up to down)
Blendomat BO

Precleaner CLP

Multimixer MPM

Fine Cleaner CLC

FFD (SP EP, Securo, Prop, Securomat)

Dustex



ইয়ার্ন এর কিছু মেজর ফল্টস
1. contamination
2. thick and thinks
3. Unevenness
4. periodicity
5. Stiff yarn - Higher TPI ( holes)
6. higher friction
7. high hairiness variation
8. mixed properties of yarn - "Barre"
9. Neps
10. white specs(immature fibres)
11. Kitties ( vegetable matters, dust content)
12. Lower elongation and elasticity




টেক্সটাইল স্পিনিং এর জন্য কিছু পপুলার মেশিনের ব্রেন্ড



২টি মন্তব্য:

ASHRAFUL ISLAM বলেছেন...

ধন্যবাদ চমৎকার ভাবে উপস্থাপনের জন্য

Unknown বলেছেন...

অসাধারণ পোস্ট,,