ডাইং এর সল্ট টেস্ট করার নিয়ম : গ্লুবার সল্ট - Textile Lab | Textile Learning Blog
Salt Test !!!
সল্ট ক্রয় করার পর ফেক্টিতে  টেস্ট করা হয় বিভিন্ন পয়েন্টে ইনডিকেট করে ।

Check points :
1.PH check
2. Hardness
3.specific gravity

Procedure:

১. পি.এইস pH: 
80 gm/l salt solution  অথবা 8gm salt ১০০মি.লি  পানিতে ভাল মত মিক্স করে PH মিটার দিয়ে PH মাপা হয়।

২. হার্ডনেস / Hardness :
80gm/l salt solution অথবা 8gm salt ১০০মিলি পানিতে ভাল মত মিক্স করে salt solution বানানো হয়।
তারপর ৫ ফোটা hardness buffer, ১/২ ফুটা indicator (black T), সল্ট solution এর মধ্যে দেওয়া হয়।
অবশেষে , ট্রাইট্রেশন করা হয় EDTA দিয়ে।
ব্যুরেটে থাকবে EDTA & কনিকেল ফ্লাক্সে থাকবে সলিউশন, যতক্ষন অবধি পারপেল কালার চেইঞ্জ না হয়ে ব্লু কালারে ততক্ষন ট্রাটেশন চালিয়ে যেতে হবে।

হিসাব: 

=(ব্যুরেটের রেটিং) multiply (30)
= (     ) PPM

3. Specific gravity:
সল্ট স্যলুশন (80gm/l)  500ml  এর একটি লম্বা বিকারে দিয়ে এর মধ্যে বোমমিটার রাখা হয়, লক্ষ রাখতে হবে পাত্রে বোমমিটার যেন ভেসে থাকে  & গায়ে যেনো ভোমমিটার লেগে না থাকে।
তারপর পাত্রের স্কেলের সাথে বূমমিটারের স্কেল কম্পেয়ার করে গ্রেভিটি মাপা হয়।

বি:দ্র:   ভুল হলে  কারেকশন করতে পারেন যে কেউ


ডাইং এর সল্ট টেস্ট করার নিয়ম : গ্লুবার সল্ট

Salt Test !!!
সল্ট ক্রয় করার পর ফেক্টিতে  টেস্ট করা হয় বিভিন্ন পয়েন্টে ইনডিকেট করে ।

Check points :
1.PH check
2. Hardness
3.specific gravity

Procedure:

১. পি.এইস pH: 
80 gm/l salt solution  অথবা 8gm salt ১০০মি.লি  পানিতে ভাল মত মিক্স করে PH মিটার দিয়ে PH মাপা হয়।

২. হার্ডনেস / Hardness :
80gm/l salt solution অথবা 8gm salt ১০০মিলি পানিতে ভাল মত মিক্স করে salt solution বানানো হয়।
তারপর ৫ ফোটা hardness buffer, ১/২ ফুটা indicator (black T), সল্ট solution এর মধ্যে দেওয়া হয়।
অবশেষে , ট্রাইট্রেশন করা হয় EDTA দিয়ে।
ব্যুরেটে থাকবে EDTA & কনিকেল ফ্লাক্সে থাকবে সলিউশন, যতক্ষন অবধি পারপেল কালার চেইঞ্জ না হয়ে ব্লু কালারে ততক্ষন ট্রাটেশন চালিয়ে যেতে হবে।

হিসাব: 

=(ব্যুরেটের রেটিং) multiply (30)
= (     ) PPM

3. Specific gravity:
সল্ট স্যলুশন (80gm/l)  500ml  এর একটি লম্বা বিকারে দিয়ে এর মধ্যে বোমমিটার রাখা হয়, লক্ষ রাখতে হবে পাত্রে বোমমিটার যেন ভেসে থাকে  & গায়ে যেনো ভোমমিটার লেগে না থাকে।
তারপর পাত্রের স্কেলের সাথে বূমমিটারের স্কেল কম্পেয়ার করে গ্রেভিটি মাপা হয়।

বি:দ্র:   ভুল হলে  কারেকশন করতে পারেন যে কেউ


কোন মন্তব্য নেই: