পৃথিবীর ৩য় বৃহত্তম পোশাক কোম্পানির নামঃ GAP. যেটা নিজের ও একটা ব্র্যন্ড। আজ আমরা সেই প্রতিষ্টানটির সম্পর্কে কিছু জানব.
এক নজরে কোম্পানির বিস্তারিত দেখিঃ
GAP Inc. একটি আমেরিকান ভিত্তিক পোশাক কোম্পানী। প্রধান শাখা সান ফান্সসিস্কো, ক্যলফোর্নিয়া তে। ১৯৬৯ সালের ২১শে আগস্ট Donald Fisher এবং Doris F. Fisher নামক ২ জন আমেরিকার San Francisco, California তে এই প্রতিষ্ঠানের সুচনা করেন আর বাস্তবে তারা স্বামী স্ত্রী এই প্রতিষ্ঠানটি বিশ্ব বাজারে ৩য় স্থান দখল করে আছে পোশাক ক্রয় বিক্রয় এবং আউটলেটের দিক থেকে কিন্তু শুধুমাত্র আমেরিকার হিসেব করলে আমেরিকার সবচেয়ে বড় ব্র্যন্ড এটি।২০০৮ সাল পর্যন্ত হিসাব অনুযায়ী এই কোম্পানীতে চাকুরী করছে ১,৩৫০০০ জন মানুষ এবং সারা পৃথিবীতে এদের স্টোর আছে ৩,০৭৬ টি যার মধ্যে ২,৫৫১ টি রয়েছে আমেরিকাতে।
চাইলে দেখে আসতে পারেন বিশাল এই
প্রতিষ্ঠানটির প্রতিষ্টাতাদের উইকিঃ
এই প্রতিষ্ঠানের ৫ টি ব্র্যন্ড রয়েছে, চলুন সেই ব্র্যন্ড গুলো দেখে আসি –
ব্র্যন্ড নাম, শো রুমের ছবি এবং অনলাইন শপ লিঙ্কঃ
GAP. যেটা নিজের ও একটা ব্র্যন্ড:
OLD NAVY:
ATHLETA :
INTERMIX :
Banana Republic:
সত্যি কথা বলতে কি, আমি আসলে বিভিন্ন ব্র্যন্ডের কথা লিখছি কেন ? কারন আমি বাংলাদেশী হিসেবে গর্বিত পৃথিবীর সবচেয়ে বড় পোষাক কোম্পানীর গার্মেন্টস আমরা বাংলাদেশীরা তৈরী করি এবং রপ্তানী করি, এমন অনেক প্রবাসী বাঙ্গালী ভাই বোনেরা প্রবাসে আছে তারা জানেনা যে বড় বড় সাহেবেরা আমার দেশের তৈরী পোশাক পরে ঘোরে।
কারো কোন ব্যন্ড প্রচারের জন্য নয় আমি আমার দেশের সফলতার প্রচারক।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
লেখক : সঞ্জয় মজুমদার
তার লেখা পড়তে পারেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন