টেক্সটাইল সেক্টর এর সেলারি ও ইনক্রিমন্ট ফ্যাসিলিটি ,সুবিধা, অসুবিধা বিষয়ে যদি অগ্রিম ধারনা থাকলে বিষয় গুলি Carrier সম্পর্কে প্লান কারে আগাতে ভালো ভুমিকা পালন করে কারন একটি ভুল সিদ্ধত আপনার ক্যারিয়ার কে নস্ট করে দিতে পারে।
জেনে নেয়া যাক কিছু বাস্তব কিছু বিষয় যা আমাদের সেক্টরে বাস্তবে ঘটছেঃ
১. একমাত্র Foreign Buyeing House and Multi National Company EPZ তারা ভাল জব এর সুযোগ সুবিধা দেয়, এদের পরিবেশ কর্পোরেট জব গুলির মতো
যেমন :
1. Fastival Bonous
2. Profit Bonous
3.Overtime for stuff
4.Lunch
5. Translation
6.Dormitory
7. All Govt Holydays
8. 2 days weekend
9. 8 hr duty
10. provident fund
1. Fastival Bonous
2. Profit Bonous
3.Overtime for stuff
4.Lunch
5. Translation
6.Dormitory
7. All Govt Holydays
8. 2 days weekend
9. 8 hr duty
10. provident fund
২. Third party Testing House টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের জন্য ভাল ( Interteck, Buru Varitas, TUB Sud, SGS ), এখানে জবের জন্য আছে আসাধারন কর্ম পরিবেশ। তবে ইনিশিয়াল স্যালারি মোটামোটি কম।
৩. ভালো কম্পানির বেতন সব সময় কম হয়, তবে অন্য কথাও গেলে তার সঠিক মুল্য পাওয়া যায় । তাই যে কোন ভালো কম্পানিতে নুনতম ২-৪ বছর থাকা উচিত, বের হলে পোস্ট নিয়ে বের হতে হবে ।
৪. নতুন চাকুরি পেয়ে পুরাতান চাকুরি ছাড়া উচিৎ, একটা চাকুরী কনফার্ম না করে অন্যটা ছাড়া যাবে না ।
৫. যারা মানুষিক চাপ নিতে পারবা না তারা টেক্সটাইল ফেকাল্টি জব গুলি বেস্ট চয়েস ।
৬. টেক্সটাইল সেক্টরে কাজের মুল্যায়ন হয় দুই তিন বছর পর থেকে, তাই জব এ ঢুকা মাত্র ভাল সেলারি আশা করা নিরবুদ্ধিতার পরিচয় আর কোম্পানি গুলি দেয় ও না ।
৭. সেলারি আশা করার আগে ভাবতে হবে আমি Company কে কি দিচ্ছি Company আমার জন্য কতটুকু Benifited বারে বারে ট্রেক সুইচ করা যাবে না .
৮. Personal Refarance এ কখনো ভাল বেতন পাওয়া যায় , Interview দিয়ে পাওয়া জব এর সেলারি বেশি না ।
৯. যত ভাল কম্পানি হোক না কেনো Starting Salary 7000 -8000-10000-12000 BSc Diploma 6000, তাও এটা দেয়া হয় ইন্সটিটিউশন বেছে বেছে সরকারি গুলি এক রকম আর বেসরকারী গুলি আরেক রকম ফিক্সড স্টেন্ডার্ড এখনো হয়নি।
১০. প্রতি বছর Increment বা সেলারি বাড়ার হার ১৫০০ থেকে ৪০০০ টাকা। Manager post এর জন্য ১০০০০ থেকে ১৫০০০ হাজার টাকা।
১২. মাঝে মাঝে ব্যাংক গুলুতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার নেয় এই গুলিতে আ্যপ্লাই কারা উচিৎ।
১৩. বেশিরভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কে দেখা যায় একটি জব পেয়ে তা কস্টের কারনে ছেড়ে দিচ্ছে এটা মোটে ঠিক না কারন কস্ট, বকা, রাগারাগি ছাড়া কোন জব টেক্সটাইল জব নেই বল্লেই চলে । এমনকি জি ম GM হলেও মালিক এর হাতে বকা খাওয়া Must.
১৪. টেক্সটাইল এ জব করতে লজ্জা ও আত্ত স্মমান কিছু টা কম থাকতে হয়, আর তা থকলে জব করা যাবে না, করন এখানে কথায় কথায় স্লেজইং হয় ।
১৫. কারও কথায় রাগ হলে আমার মনে হয় টেক্সটাইল এ অই ইঞ্জিনিয়ার জীবনে জব করতে পারবে না।
১৬. Technical Knowledge এর পাশা পাশী কিছু গুন জব করতে উপকার দেবে.... বকা দেয়া, রাগ কারা, উচ্চ কন্ঠস্বর,মানুষ পরিচালনা ।
১৭. টেক্সটাইল সেক্টর এ Straight
Forward কথা বলা লোকের দাম বেশি, বিড়াল এর ন্যায় মেউ মেউ করলে আপনি অনেক দুর্ভোগে পড়বেন ।
Forward কথা বলা লোকের দাম বেশি, বিড়াল এর ন্যায় মেউ মেউ করলে আপনি অনেক দুর্ভোগে পড়বেন ।
১৮. টেক্সটাইল এ আনেক খারাপ লোক থাকবে তাদের সাথে Clash এ না গিয়ে তাদের সাথে মিল দিয়ে থাকলে তারা আপনাকে সকল বিপদ থেকে রক্ষা করবে ভালো লোক তা করবে না, এটা আমাদের প্রডাকশন জব এর কালচার ।
১৯. বিপদ দেখলে ভাগবেন না কারন টেক্সটাইলে যারা ভাল করেছে তারা বিপদে বুদ্ধি মানের মত ঠাণ্ডা মাথায় কাজ করে যা কোম্পানি চায়।
২০. সুসম্পর্ক রাখা টেক্সটাইল সেক্টর এর জন্য খুব দারকারি, কারন সবাই তার বিশ্বস্ত লোক নেয়া কাজ করতে চায়, কারন প্রডাকশন জব টিম ওয়ার্ক এখনে বিশ্বস্ত লোক না হলে পদে পদে সমস্যায় পড়বেন ।
২১. কেও আপনাকে রাগ করছে কাজের জন্য আপনি ভাবছেন আপনাকে উনি পচ্ছন্দ কারেন না আর বাস্তবতা হচ্ছে উনি আপনাকে কাজ শেখাতে চাইচে আর বকা দিলে আপনি দ্রুত কাজ শিখবেন আর দ্রুত প্রডাকশনে সাপোট দিতে পারবেন ।
২২. সব সময় আপনার সিনিয়র এ প্রাধান্য দিবেন আর যা বলবে তা শুনবেন উনি যদি বোঝে আপনি বিশ্বস্ত এবং লয়াল তবেই আপনাকে কাজ শেখাবে ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটির সিনিয়র খুঁজতে যাবেন না ভুলেও সবাই ভাই মিলে মিশে কাজের মানূষিকতা তৈরি করতে হবে।
২৩. টেক্সটাইল জব করে ফিউচারে বিজনেস করতে চাইলে আগে মার্কেটিং, মার্চেন্ডাজিং, ডাইংয়ে জব করুন।
২৪. টেক্সটাইলে জব করে গাড়ি আর এসি অফিস, বিদেশে ভ্রমন করতে চাইলে মার্কেটিং, মার্চেন্ডাজিং জবে ঢোকেন কারন প্রডাকশনে এই ফ্যাসিলিটি পাবেন না।
২৬. ফরেইনার বায়ার এর লিয়াজু অফিসে জব পেলে জব করবেন কিন্তু একান্ত সমস্যা না হলে লোকাল বাইং হাউসে ভুলেও জয়েন করবেন না কারন এতে জব সিকিউরিটি নাই ।
২৯. শিফটিং ৮,১২ ঘন্টার ৮ ঘন্টার শিফটিং এর জব করুন, জব কে এনজয় করতে পারবেন ।
৩০. জব প্রয়োজন হলে কন্ডিশন, সার্টিফিকেট জমা রাখার কথা ভাববেন না।
৩১. টেক্সটাইল ইঞ্জিনিয়ার রা এখন BCS, নন ক্যাডার গভমেন্ট জব, ব্যাংক গুলিতে অহরহ ঢুকছে, টেক্সটাইল এর স্যালারি, প্ররিশ্রম, জব সিকিউরিটি, পরিবেশ এর কারনে এখন মেক্সিমাম ট্রেক চেইঞ্জ করছে ।
1 টি মন্তব্য:
Drear brother,
i want suggestion from your groups. i have completed my diploma course in textiles. now i wanna chose a field for job.But i am so much confusion with modern job condition & facility .
---what can i chose now, if i wanna do from the below options.please insure your oponion.
1) Yarn dyeing
2) woven dyeing.
( i like to inform that spacialy i wanna do job in dyring field)
একটি মন্তব্য পোস্ট করুন