প্রিন্টেড কাপড় এর অন লাইন ইন্সপেকশন করার সিকুয়েন্স - Textile Lab | Textile Learning Blog
প্রিন্টেড কাপড় এর অন লাইন ইন্সপেকশন করার সিকুয়েন্স :

১. প্রিন্টিং এ লার্জ ভলিউম প্রিন্ট করার আগে কালার এর টোন এবং ডেপথ দেখার জন্য,ডিজাইন, স্ক্রিন এর সেটিং দেখার জন্য ১ - ৫ পর্যন্ত কপড়ে  সেম্পল প্রিন্ট  করে দেখা হয়েকে সর্ট দেয়া হয় আর এর সর্ট যুক্ত কাপড় কে কিউরিং করে এর যাবতীয় রিকোয়ারমেন্ট চেক করা হয়

যেমন :
১. রাবিং ফাস্টনেস, প্রতিটা কালার এর জন্য আলাদা আলাদা রাবিং টেস্ট লাগবে।
২. সেড এর টোন ডেপথ।
৩. ডিজাইন ( রিপিট, মেজারমেন্ট )।
৪. গ্রাউন্ড ফেব্রিক এর শেড


বাল্ক চেকিং :-
স্যাম্পল এর সেড রাবিং, সেড, ডিজাইন  ওকে হওয়ার পর সেড কে বাল্ক প্রিন্টিং এর অনুমতি দেয়া হয়।
এখন স্যাম্পল এর যাবতীয় ডিজাইন কমেন্ট, কালার এডিশন দিয়ে ফাইনাল প্রডাকশন শুরু করা হয়।

মেশিন চেকিং :-
১. মেশিন এর পেছনে ডাস্ট সাকিং ব্লোয়ার ঠিক মতো কাজ করছে কিনা চেক করুন।

২.মেশিন এর  এক্সপেন্ডার রোলার ঠিক মতো কাজ করছে কিনা চেক করুন।

৩. ব্লাংকেট গাম এর ভিসকোসিটি এবং ওয়াসিং ডিভাইস কাজ করছে কিনা চেক করুন।

৪. চেম্বার এর টেম্পারেচার চেক করুন।




৫. ফেব্রিক এর সারফেস এর ডাস্ট ক্লিনিং এর জন্য গাম টেপ কে উল্টো করে গাম যুক্ত সারফেস উপরে রেখে তা মেশিন হেড এর আগের রোলারে পেচিয়ে দিন। এটি ডাস্টকে আটকে রাখে।

৬. মেশিনের উপরে থেকে কোন স্ক্রিন জ্যাম হচ্ছে কিনা বা লিক করছে কিনা তা চে করে মুছে দিন।

৭. প্রয়োজন অনুযায়ী প্রেসার রড় দেয়া হয়েছে কিনা চেক করুন।


ফেব্রিক চেকিং :-
কাপড় ড্রায়ার পাস করলে কাপড় ওর নিম্নের বিষয় গুলি চেক করুন।

১. প্রথমে কাপড় ১০০ মিটার যাওয়ার পর কাপড় কে টেনে ইন্সপেকশন টেবিলে আনুন।

২. প্রথমে সেলভেজে হাত দিন দেখুন এটা ভেজা কিনা বা সেলভেজে প্রিন্টিং হয়েছে কিনা।

৩. এর পর কাপড় এর মাঝ বরাবর চলে আসুন এবার আর্ট ওয়ার্ক, এপ্রুভ স্যাম্পল হাতে নিন যেকো একটি রিপিট পরিমান যায়গা সিলেক্ট করুন বাম হাতের তর্জনি এপ্রুভালে রাখুন আর ডান হাতের তর্জনি প্রডাকশনের কাপড়ে  রাখুন  এক পাশ থেকে শুরু করে পুরো ডিজাইন চেক করা শুরু করুন

যা যা চেক করবে  :-

রিপিট ইঞ্চি না সেন্টিমিটার বা মিলিমিটারে
লেখা থাকলে স্পেলিং মিস টেইক
ডিজাইন সাইজ এক ডিজাইন  থেকে অন্য ডিজাইন এর ডিসটেন্স
স্ক্রিন আউট
ফ্লাশিং

৪. রিপিট ওকে হলে এখন সেলভেজ টু সেলভেজ ডিজাইন চেক করতে হবে।

৫. এখন প্রটিটা সেড এর জন্য আলাদা করে সেড চেক করতে হবে যেমন সেড লাইট না ডিপ  এবং সেড লাইট হলে এডিশন ডিপ হলে ডায়ালুশন করতে হবে।

৬. কাপড় ডেম্প হলে মেশিন স্পিড কমাতে হবে কাপড় হিটেড হলে মেশিন স্পিড বাড়াতে হবে ।














প্রিন্টেড কাপড় এর অন লাইন ইন্সপেকশন করার সিকুয়েন্স

প্রিন্টেড কাপড় এর অন লাইন ইন্সপেকশন করার সিকুয়েন্স :

১. প্রিন্টিং এ লার্জ ভলিউম প্রিন্ট করার আগে কালার এর টোন এবং ডেপথ দেখার জন্য,ডিজাইন, স্ক্রিন এর সেটিং দেখার জন্য ১ - ৫ পর্যন্ত কপড়ে  সেম্পল প্রিন্ট  করে দেখা হয়েকে সর্ট দেয়া হয় আর এর সর্ট যুক্ত কাপড় কে কিউরিং করে এর যাবতীয় রিকোয়ারমেন্ট চেক করা হয়

যেমন :
১. রাবিং ফাস্টনেস, প্রতিটা কালার এর জন্য আলাদা আলাদা রাবিং টেস্ট লাগবে।
২. সেড এর টোন ডেপথ।
৩. ডিজাইন ( রিপিট, মেজারমেন্ট )।
৪. গ্রাউন্ড ফেব্রিক এর শেড


বাল্ক চেকিং :-
স্যাম্পল এর সেড রাবিং, সেড, ডিজাইন  ওকে হওয়ার পর সেড কে বাল্ক প্রিন্টিং এর অনুমতি দেয়া হয়।
এখন স্যাম্পল এর যাবতীয় ডিজাইন কমেন্ট, কালার এডিশন দিয়ে ফাইনাল প্রডাকশন শুরু করা হয়।

মেশিন চেকিং :-
১. মেশিন এর পেছনে ডাস্ট সাকিং ব্লোয়ার ঠিক মতো কাজ করছে কিনা চেক করুন।

২.মেশিন এর  এক্সপেন্ডার রোলার ঠিক মতো কাজ করছে কিনা চেক করুন।

৩. ব্লাংকেট গাম এর ভিসকোসিটি এবং ওয়াসিং ডিভাইস কাজ করছে কিনা চেক করুন।

৪. চেম্বার এর টেম্পারেচার চেক করুন।




৫. ফেব্রিক এর সারফেস এর ডাস্ট ক্লিনিং এর জন্য গাম টেপ কে উল্টো করে গাম যুক্ত সারফেস উপরে রেখে তা মেশিন হেড এর আগের রোলারে পেচিয়ে দিন। এটি ডাস্টকে আটকে রাখে।

৬. মেশিনের উপরে থেকে কোন স্ক্রিন জ্যাম হচ্ছে কিনা বা লিক করছে কিনা তা চে করে মুছে দিন।

৭. প্রয়োজন অনুযায়ী প্রেসার রড় দেয়া হয়েছে কিনা চেক করুন।


ফেব্রিক চেকিং :-
কাপড় ড্রায়ার পাস করলে কাপড় ওর নিম্নের বিষয় গুলি চেক করুন।

১. প্রথমে কাপড় ১০০ মিটার যাওয়ার পর কাপড় কে টেনে ইন্সপেকশন টেবিলে আনুন।

২. প্রথমে সেলভেজে হাত দিন দেখুন এটা ভেজা কিনা বা সেলভেজে প্রিন্টিং হয়েছে কিনা।

৩. এর পর কাপড় এর মাঝ বরাবর চলে আসুন এবার আর্ট ওয়ার্ক, এপ্রুভ স্যাম্পল হাতে নিন যেকো একটি রিপিট পরিমান যায়গা সিলেক্ট করুন বাম হাতের তর্জনি এপ্রুভালে রাখুন আর ডান হাতের তর্জনি প্রডাকশনের কাপড়ে  রাখুন  এক পাশ থেকে শুরু করে পুরো ডিজাইন চেক করা শুরু করুন

যা যা চেক করবে  :-

রিপিট ইঞ্চি না সেন্টিমিটার বা মিলিমিটারে
লেখা থাকলে স্পেলিং মিস টেইক
ডিজাইন সাইজ এক ডিজাইন  থেকে অন্য ডিজাইন এর ডিসটেন্স
স্ক্রিন আউট
ফ্লাশিং

৪. রিপিট ওকে হলে এখন সেলভেজ টু সেলভেজ ডিজাইন চেক করতে হবে।

৫. এখন প্রটিটা সেড এর জন্য আলাদা করে সেড চেক করতে হবে যেমন সেড লাইট না ডিপ  এবং সেড লাইট হলে এডিশন ডিপ হলে ডায়ালুশন করতে হবে।

৬. কাপড় ডেম্প হলে মেশিন স্পিড কমাতে হবে কাপড় হিটেড হলে মেশিন স্পিড বাড়াতে হবে ।














কোন মন্তব্য নেই: