টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড কেনো দিন দিন কমে যাচ্ছে এবং আমাদের করনীয় কি - Textile Lab | Textile Learning Blog



ছবি আমেরিকার সানফ্রানসিসকো তে অবস্থিত ইউরেকা ইনোভেশন ল্যাব এটি জনপ্রিয় ফ্যাশন ব্রেন্ড  লিভাইসের এর রিসার্স ফ্যাসিলিটি । এদের ব্যাবসা মুলত, ডিজাইন, রিসার্স,  মার্কেটিং,  ডেভলপমেন্ট  এরা এটি দিয়ে এতো বিগ ভলিউম এর ব্যাবসা করছে কিন্তু তারা প্রডাকশন এর উপর পরোনির্ভরশীল।  এদের জন্য  প্রডাকশন কোন ভাইটাল ইস্যু না টাকা দিলে যে কেও করে দেয় যা কিছু দিন পর হয়তো আফ্রিকার দেশ গুলি করা শুরু করবে।  এখানে আমাদের ম্যান পাওয়ার প্রডাকশন ফ্যাসিলিটি থাকার পরো আমরা আমরা, ডিজাইন, ডেভলপমেন্ট এর উপর জোর না দেয়ায় আমরা ওই বিগ ভলিউম এর ব্যাবসা করতে পারছি না। আমাদের রিসোর্স, ব্যাক ওয়ার্ড লিংকেজ তৈরি হয়েছে।  বিদেশীরা দিন দিন তাদের প্রডাকশন এর ব্যাবসা ছেড়ে প্রডাকশন ডিজাইন ডেভলপমেন্ট  এ হাত দিয়েছে ।


কারনীয়:

আমাদের দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের ডিমান্ড দিন দিন কমে যাচ্ছে কেনো জানেন ?
এর কারন আমদের নিজস্ব ডিজাইন, ডেভলপমেন্ট, প্রসেস, মেথোড বলে কিছু না আর আমাদের জাতীয় ভাবে এসব করা নি: উৎসাহিত করা হয়।
আমরা এখনো বিদেশী দের দেয়া,  ডিজাইন, মেথোড, রেসিপি, প্রসেস ফলো করে কাজ করি। আর এ কাজের জন্য এক জন ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই। 
১৯৮০ এর শতক থেকে যে প্রসেস এ ডাইং হয় এখনো তাই হয়,  তাহলে আমরা যুগের সাথে কি কি পরিবর্তন করতে পেরেছি আর কি দিতে পেরেছি।

আজ যদি আমাদের নিজস্ব ডিজাইন, মেথোড থাকতো তা হলে আমাদের কাটিং সুইং করে দর্জির মতো কাজ করতে হতো না । আমাদের করা কাজ গুলি তাদের নিতে হতো।
আমাদের সেক্টর যে ভাবে চলছে এটা সাসটেইনেবল ওয়েতে না যে কোন ভাবে এটি অফ হয়ে যেতে পারে না পরে, আর কিছু দিন গেলে আমাদের কাজ সাব কন্ট্রাক্ট করে খেতে হতে পারে । কারন রিসার্স এন্ড ডেভলমেন্ট ছাড়া আমাদের উন্নতি কখনো হবে না।
রিসার্স এন্ড ডেভলপমেন্ট এর জন্য ফেক্টরিতে আলাদা ডিপার্টমেন্ট খুলতে হবে।
যুগের সাথে আমাদের সেক্টর অনুযায়ী ফ্যাশন ডিজাইনার এর অভাব যারা ডিজাইন করেন তারা ওয়েস্টার্ন ডিজাইন করেন যা খোদ ওয়েস্টার্ন রাও পরে না,  কারন তারা রেগুলার ডিজাইন পরে যা সচরাচর আমরা তাদের জন্য ম্যানুফেকচারিং করে থাকি,  এখানে আমাদের বিশাল সীমাবদ্ধতা আছে।

ফ্যাশন ডিজাইনার দের টেক্সটাইল ম্যাটেরিয়াল , প্রসেস  এর আইডিয়া কম তাই তারা সেইম ডিজাইন এর ভেতর কম্পোজিশন ভ্যারিয়েশন আনতে পারছেন না।
টেক্সটাইল এর ফেক্টরি গুলির উর্ধত্বন অনেক কর্মকর্তারা নিজে রাই ইঞ্জিনিয়ার হওয়ার পরো টেক্সটাইল নিয়ে চর্চা করেন না,  আবার এটাও দেখা যায় পাকিস্তানি GM এসে এই দেশের টিম নিয়ে রিসার্স ডেপলপমেন্ট করছেন ফ্লোর নিয়ে ।।










job

টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড কেনো দিন দিন কমে যাচ্ছে এবং আমাদের করনীয় কি




ছবি আমেরিকার সানফ্রানসিসকো তে অবস্থিত ইউরেকা ইনোভেশন ল্যাব এটি জনপ্রিয় ফ্যাশন ব্রেন্ড  লিভাইসের এর রিসার্স ফ্যাসিলিটি । এদের ব্যাবসা মুলত, ডিজাইন, রিসার্স,  মার্কেটিং,  ডেভলপমেন্ট  এরা এটি দিয়ে এতো বিগ ভলিউম এর ব্যাবসা করছে কিন্তু তারা প্রডাকশন এর উপর পরোনির্ভরশীল।  এদের জন্য  প্রডাকশন কোন ভাইটাল ইস্যু না টাকা দিলে যে কেও করে দেয় যা কিছু দিন পর হয়তো আফ্রিকার দেশ গুলি করা শুরু করবে।  এখানে আমাদের ম্যান পাওয়ার প্রডাকশন ফ্যাসিলিটি থাকার পরো আমরা আমরা, ডিজাইন, ডেভলপমেন্ট এর উপর জোর না দেয়ায় আমরা ওই বিগ ভলিউম এর ব্যাবসা করতে পারছি না। আমাদের রিসোর্স, ব্যাক ওয়ার্ড লিংকেজ তৈরি হয়েছে।  বিদেশীরা দিন দিন তাদের প্রডাকশন এর ব্যাবসা ছেড়ে প্রডাকশন ডিজাইন ডেভলপমেন্ট  এ হাত দিয়েছে ।


কারনীয়:

আমাদের দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের ডিমান্ড দিন দিন কমে যাচ্ছে কেনো জানেন ?
এর কারন আমদের নিজস্ব ডিজাইন, ডেভলপমেন্ট, প্রসেস, মেথোড বলে কিছু না আর আমাদের জাতীয় ভাবে এসব করা নি: উৎসাহিত করা হয়।
আমরা এখনো বিদেশী দের দেয়া,  ডিজাইন, মেথোড, রেসিপি, প্রসেস ফলো করে কাজ করি। আর এ কাজের জন্য এক জন ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই। 
১৯৮০ এর শতক থেকে যে প্রসেস এ ডাইং হয় এখনো তাই হয়,  তাহলে আমরা যুগের সাথে কি কি পরিবর্তন করতে পেরেছি আর কি দিতে পেরেছি।

আজ যদি আমাদের নিজস্ব ডিজাইন, মেথোড থাকতো তা হলে আমাদের কাটিং সুইং করে দর্জির মতো কাজ করতে হতো না । আমাদের করা কাজ গুলি তাদের নিতে হতো।
আমাদের সেক্টর যে ভাবে চলছে এটা সাসটেইনেবল ওয়েতে না যে কোন ভাবে এটি অফ হয়ে যেতে পারে না পরে, আর কিছু দিন গেলে আমাদের কাজ সাব কন্ট্রাক্ট করে খেতে হতে পারে । কারন রিসার্স এন্ড ডেভলমেন্ট ছাড়া আমাদের উন্নতি কখনো হবে না।
রিসার্স এন্ড ডেভলপমেন্ট এর জন্য ফেক্টরিতে আলাদা ডিপার্টমেন্ট খুলতে হবে।
যুগের সাথে আমাদের সেক্টর অনুযায়ী ফ্যাশন ডিজাইনার এর অভাব যারা ডিজাইন করেন তারা ওয়েস্টার্ন ডিজাইন করেন যা খোদ ওয়েস্টার্ন রাও পরে না,  কারন তারা রেগুলার ডিজাইন পরে যা সচরাচর আমরা তাদের জন্য ম্যানুফেকচারিং করে থাকি,  এখানে আমাদের বিশাল সীমাবদ্ধতা আছে।

ফ্যাশন ডিজাইনার দের টেক্সটাইল ম্যাটেরিয়াল , প্রসেস  এর আইডিয়া কম তাই তারা সেইম ডিজাইন এর ভেতর কম্পোজিশন ভ্যারিয়েশন আনতে পারছেন না।
টেক্সটাইল এর ফেক্টরি গুলির উর্ধত্বন অনেক কর্মকর্তারা নিজে রাই ইঞ্জিনিয়ার হওয়ার পরো টেক্সটাইল নিয়ে চর্চা করেন না,  আবার এটাও দেখা যায় পাকিস্তানি GM এসে এই দেশের টিম নিয়ে রিসার্স ডেপলপমেন্ট করছেন ফ্লোর নিয়ে ।।










কোন মন্তব্য নেই: