ওভেন কাপড় ডাইং এর ক্ষত্রে ফেব্রিক অনুযায়ী কিছু সমস্যা - Textile Lab | Textile Learning Blog
ওভেন কাপড় ডাইং এর ক্ষত্রে কিছু সমস্যা :

পপলিন :
কাপড় গুলি পাতলা এবং এর GSM কম এই কাপড় এর এব্জরবেন্সি খারাপ হয় ইভেন হয় না, কাপড়ে লাইন মার্ক আসে।

টুইল :
টুইল ফেব্রিক গুলি মোটা মুটি মাঝারো GSM এর এবং এদের ডাইং এর তেমন  সমস্যাই হয় না। এবজরবেন্সি মোটামুটি ভালোই। লিস্টিং সামান্য পরিমান হয়।

ক্যানভাস :
ক্যাসভাস কাপড় গুলি ডাবল সুতার হয় এই কাপড় এর এব্জরবেন্সি খুব খারাপ সেড এক চান্সে হয় খুব কম।

সাটিন:
এই কাপড় অনেক স্মুথ আর এর এব্জরবেন্সি খুব ভালো, কালার ইভেন হয়।

ভয়েল :
ভয়েল কাপড় কন্টিনিউয়াস ব্লিচ স্কাওরিং করা যায় না মার্সারাইজিং করতে অনেক সতর্কতার সাথে করতে হয়। টেনশন লেস ডাইং এর জন্য একে জিগারে ডাইং করতে হয়।

TC:
TC কাপড় সাধারনত জেট ডাইং মেশিনে পলিস্টার পার্ট এবং প্যাড ব্যাচ থাকলে তাতে কটন পার্ট ডাইং করা হয়,  এই কাপড় গুলি পকেটিং এর জন্য ব্যাবহার করা  হয়,  এই কাপড় ডাইং এর সমস্যা হলো ডিপ সেড হলে কটন কাপড় এর জন্য কালার ওয়েস্ট বেশি হয় কারন এর পিকয়াপ খুব কম।

সিটিং:
এই কাপড় গুলি পকেটিং এর কাপড়,  এই কাপড় গুলি ডিপ সেড না হলে ডাইং এর ক্ষত্রে মার্সারাইজেশন করা হয় না,  এর স্ট্রেনথ অনেক কম। এটি সেল কাপড় এর সাথে ডাইং করা হয়।

ইয়ার্ন ডাইড পপলিন :
এই কাপড় গুলি ডাইং করা হয় না কারন কাপড় গুলি ইয়ার্ন ডাইড সুতা দিয়ে ডাইং করা হয়। এই গুলি শুধু ডিসাইজ ওয়াস, ফিনিশিং করা হয়। এই কাপড় এর বোইং, স্কিউনেস প্রধান সমস্যা।

ইয়ার্ন ডাইড ফ্লানেল :
এই কাপড় গুলি ডাইং করা হয় না কারন কাপড় গুলি ইয়ার্ন ডাইড সুতা দিয়ে ডাইং করা হয়। এই গুলি শুধু ডিসাইজ ওয়াস, ফিনিশিং করা হয়। এই কাপড় ফিনিশিং এর আগে ব্রাশিং করে নেয়া হয়। এর ক্ষত্রে ও স্কিউনেস, বোইং সমস্যা। এই কাপড় ফিনিশিং এর সময় প্রচুর স্টেটিক ইলেক্ট্রিসিটি জেনারেট করে ফলে কাপড় মেশিন এর সাথে জড়িয়ে যায়।

ভিসকোস :
এই কাপড় গুলি রিজানারেটেড সেলুলোজ তাই এই গুলি হাইলি এলাকালাই মিডিয়া, টেনশন  সহ্য করতে পারে না এবং একে কান্টিনিউয়াস ব্লিচ স্কাওয়ারিং করা যায় না, একে জিগারে স্কাওয়ারিং ব্লিচ করা লাগে। এর ন্যাচারল হওয়াইনেস অনেক বেশি তাই কম করে ব্লিচ করলেও হয়,  এই ডাই পিকআপ অন্য রিজেনারেটেড সেলুলোজ এর তুলনায় অনেক বেশি।  ফেব্রিক ব্রাইটনেস এক্সিলেন্ট।

টেনসিল :
এই কাপড় গুলি রিজানারেটেড সেলুলোজ তাই এই গুলি হাইলি এলাকালাই মিডিয়া, টেনশন  সহ্য করতে পারে না এবং একে কান্টিনিউয়াস ব্লিচ স্কাওয়ারিং করা যায় না, একে জিগারে স্কাওয়ারিং ব্লিচ করা লাগে। এর ন্যাচারল হওয়াইনেস অনেক বেশি তাই কম করে ব্লিচ করলেও হয়,  এই ডাই পিকআপ কম ।  ফেব্রিক ব্রাইটনেস এবং হেন্ডফিল  এক্সিলেন্ট। এর স্কিউনেস এবং ডাইং আনইভেন হওয়ার প্রবনতা বেশি।

স্লাব টুইল :
এই কাপড় গুলি ডাইজ পিকআপ খুব খারাপ আর এক চান্সে সেড ওকে হওয়ার চান্স ৫০%। এব্জরবেন্সি খারাপ আর আনইভেন।  লিস্টিং আসে এই কাপড়ে ।

ওভেন কাপড় ডাইং এর ক্ষত্রে ফেব্রিক অনুযায়ী কিছু সমস্যা

ওভেন কাপড় ডাইং এর ক্ষত্রে কিছু সমস্যা :

পপলিন :
কাপড় গুলি পাতলা এবং এর GSM কম এই কাপড় এর এব্জরবেন্সি খারাপ হয় ইভেন হয় না, কাপড়ে লাইন মার্ক আসে।

টুইল :
টুইল ফেব্রিক গুলি মোটা মুটি মাঝারো GSM এর এবং এদের ডাইং এর তেমন  সমস্যাই হয় না। এবজরবেন্সি মোটামুটি ভালোই। লিস্টিং সামান্য পরিমান হয়।

ক্যানভাস :
ক্যাসভাস কাপড় গুলি ডাবল সুতার হয় এই কাপড় এর এব্জরবেন্সি খুব খারাপ সেড এক চান্সে হয় খুব কম।

সাটিন:
এই কাপড় অনেক স্মুথ আর এর এব্জরবেন্সি খুব ভালো, কালার ইভেন হয়।

ভয়েল :
ভয়েল কাপড় কন্টিনিউয়াস ব্লিচ স্কাওরিং করা যায় না মার্সারাইজিং করতে অনেক সতর্কতার সাথে করতে হয়। টেনশন লেস ডাইং এর জন্য একে জিগারে ডাইং করতে হয়।

TC:
TC কাপড় সাধারনত জেট ডাইং মেশিনে পলিস্টার পার্ট এবং প্যাড ব্যাচ থাকলে তাতে কটন পার্ট ডাইং করা হয়,  এই কাপড় গুলি পকেটিং এর জন্য ব্যাবহার করা  হয়,  এই কাপড় ডাইং এর সমস্যা হলো ডিপ সেড হলে কটন কাপড় এর জন্য কালার ওয়েস্ট বেশি হয় কারন এর পিকয়াপ খুব কম।

সিটিং:
এই কাপড় গুলি পকেটিং এর কাপড়,  এই কাপড় গুলি ডিপ সেড না হলে ডাইং এর ক্ষত্রে মার্সারাইজেশন করা হয় না,  এর স্ট্রেনথ অনেক কম। এটি সেল কাপড় এর সাথে ডাইং করা হয়।

ইয়ার্ন ডাইড পপলিন :
এই কাপড় গুলি ডাইং করা হয় না কারন কাপড় গুলি ইয়ার্ন ডাইড সুতা দিয়ে ডাইং করা হয়। এই গুলি শুধু ডিসাইজ ওয়াস, ফিনিশিং করা হয়। এই কাপড় এর বোইং, স্কিউনেস প্রধান সমস্যা।

ইয়ার্ন ডাইড ফ্লানেল :
এই কাপড় গুলি ডাইং করা হয় না কারন কাপড় গুলি ইয়ার্ন ডাইড সুতা দিয়ে ডাইং করা হয়। এই গুলি শুধু ডিসাইজ ওয়াস, ফিনিশিং করা হয়। এই কাপড় ফিনিশিং এর আগে ব্রাশিং করে নেয়া হয়। এর ক্ষত্রে ও স্কিউনেস, বোইং সমস্যা। এই কাপড় ফিনিশিং এর সময় প্রচুর স্টেটিক ইলেক্ট্রিসিটি জেনারেট করে ফলে কাপড় মেশিন এর সাথে জড়িয়ে যায়।

ভিসকোস :
এই কাপড় গুলি রিজানারেটেড সেলুলোজ তাই এই গুলি হাইলি এলাকালাই মিডিয়া, টেনশন  সহ্য করতে পারে না এবং একে কান্টিনিউয়াস ব্লিচ স্কাওয়ারিং করা যায় না, একে জিগারে স্কাওয়ারিং ব্লিচ করা লাগে। এর ন্যাচারল হওয়াইনেস অনেক বেশি তাই কম করে ব্লিচ করলেও হয়,  এই ডাই পিকআপ অন্য রিজেনারেটেড সেলুলোজ এর তুলনায় অনেক বেশি।  ফেব্রিক ব্রাইটনেস এক্সিলেন্ট।

টেনসিল :
এই কাপড় গুলি রিজানারেটেড সেলুলোজ তাই এই গুলি হাইলি এলাকালাই মিডিয়া, টেনশন  সহ্য করতে পারে না এবং একে কান্টিনিউয়াস ব্লিচ স্কাওয়ারিং করা যায় না, একে জিগারে স্কাওয়ারিং ব্লিচ করা লাগে। এর ন্যাচারল হওয়াইনেস অনেক বেশি তাই কম করে ব্লিচ করলেও হয়,  এই ডাই পিকআপ কম ।  ফেব্রিক ব্রাইটনেস এবং হেন্ডফিল  এক্সিলেন্ট। এর স্কিউনেস এবং ডাইং আনইভেন হওয়ার প্রবনতা বেশি।

স্লাব টুইল :
এই কাপড় গুলি ডাইজ পিকআপ খুব খারাপ আর এক চান্সে সেড ওকে হওয়ার চান্স ৫০%। এব্জরবেন্সি খারাপ আর আনইভেন।  লিস্টিং আসে এই কাপড়ে ।

কোন মন্তব্য নেই: