টেক্সটাইল জব করতে যে ভাবে প্রস্তুত রাখবেন নিজেকে - Textile Lab | Textile Learning Blog
প্রতিটা সেকশনে জব করতে যে ভাবে প্রস্তুত করবেন নিজেকে :

ডাইং এ জব করতে :

১. নীট, ওভেন, ইয়ার্ন, স্যুয়েটার এর সকল ফেব্রিক এর কন্সট্রাকশন কম্পোজিশন, আচরন (GSM,Shrinkage)  জেনে নিন.

২. কমন এবং পপুলার  ডাইং ফিনিশিং এর মেশিন গুলির ব্রেন্ড অনুযায়ী  তালিকা করুন এবং নেট থেকে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মেশিন সম্পর্কিত বিস্তারিত জেনে নিন।

৩. বাজারে পপুলার ক্যামিকেল এর ব্রেন্ড গুলি এবং তাদের অক্সোলারি গুলি খোজ এবং ফাংশনাল দিক গুলি স্টাডি করে নিন।

৪. ইন্সপেকশন প্রসিডিউর  , 4 পয়েন্ট, কোয়ালিটি এসিউরেন্স সম্পর্কিত তথ্য গুলি পড়ে নিন।

৫. ভালো ভালো বায়ার এর টেস্টিং এবং কোয়ালিটি ম্যানুয়াল গুলি পড়তে পারেন।

৬. টেক্সটাইল টেস্টিং, ক্যামিকেল টেস্টিং সব বিস্তারিত পড়ে নিন।

৭. রিয়েক্টিভ ডাইং, ফ্লোরোসেন্ট, পিগমেন্ট, ভ্যাট, এসিড ডাইং ১০০% মুখস্থ থাকতে হবে।

৮. টেক্সটাইল এর সকল ডাইং এবং প্রডাকশন রিলেটেড ক্যাল্কুলেশন গুলি ১০০% মুখস্থ করে নিন।

৯. ইয়ার্ন ডাইং, নীট ডাইং, ডেনিম ডাইং, ওভেন ডাইং, গার্মেন্টস  ডাইং এর গ্রে টু ডাইং টু ফিনিশিং টু ডেলিভারি পর্যন্ত মুখস্থ করুন ।

মার্চেন্ডাইজিং  গার্মেন্টস  IE  :

১. ফাইবার টু গার্মেন্টস শিপমেন্ট টোটাল প্রসেস।  প্রসেস এর প্রবলেম এবং এর সলিউশন যানা থাকতে হবে।

২. টেক্সটাইল ফেব্রিক, একসোসরিস, মেশিনারি প্রকিউরমেন্ট এবং পার্চেস এর প্রসেস জানতে হবে।

৩. ওভেন কাপড় এর জন্য গার্মেন্টস ওয়াস থাকলে তা জানতে হবে।

৪. বিখ্যাত কিছু বায়ার এর কোয়ালিটি ম্যানুয়াল, GPQ, RQS ম্যানুয়াল গুলি নেট থেকে ডাউনলোড করে পড়ে নিন যেমন H&M GPQ Manual এতে H&M যাবতীয় সকল কোয়ালিটি রিকোয়ারমেন্ট, ক্যামিকেল রিকোয়ারমেন্ট গুলি পাবেন, এভাবে আরো কিছু বায়ার এর ম্যানুয়াল কালেকশন করে পড়ে নিতে পারেন।

৫. কাটিং খুব গুরত্ব পুর্ন গার্মেন্টস এর জন্য এর জন্য ব্রিফ স্টাডি করতে হবে, কাটিং ভালো তো গার্মেন্টস ভালো । 

৬. গার্মেন্টস এর ফিনিশিং এর প্রসিডিউর গুলি স্টাডি করুন।

৭. নীট, ওভেন, ডেনিম, লিঞ্জারির জন্য মেশিন লে আউট গুলি যেনো মুখস্থ থাকে।

৮. প্রডাকশন ক্যাল্কুলেশন, মোশন স্টাডি, টাইম স্টাডি, ম্যান পাওয়ার সেইভিং, ব্রেক ডাউন, বিষয় গুলি বিস্তারিত জানতে হবে।

৯. গার্মেন্টস এর কমার্সিয়াল টার্ম গুলি যেমন TIN,LC,BTB,FOB,C&F বিষয় গুলির ক্লিয়ার কন্সসেপ্ট থাকতে হবে।

গার্মেন্টস জবের জন্য কি ভাবে প্রস্তুতি নেবেন 

১. Excel & Outlook শেখা লাগবে।

২. CAD এর কাজ শেখা লাগবে।

৩. Marchandising এর Course কারা লাগবে।

৪. BGMEA থেকে Fair Saifty Course করা লাগবে।

৫. Spoken English তো মাস্ট।

৬. IE এর Course করা লাগবে।

৭. Lean,  Six Sigma, Kizen এর উপর স্টাডি করতে হবে।

৮. Shade -Quality -Finishing -Fabric এর উপর ব্যাপক দরকার।

৯. BKMEA থেকে IE,  Supply Chain, ও Course গুলি করা যায়।

১০. টেক্সটাইল টেস্টিং এর উপর AATCC  থেকে course করা যায়।

১১. Buyer দের টেস্টিং ম্যানুয়াল বা GPQ Guide Line পওয়া যায় তা ভাল করে স্টাডি
করতে হবে। যেমন : H&M GPQ Manual.  Mark & Spencer GPQ Manual etc..

ফেব্রিক এ জব করতে :
১. মেশিন সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে।  

২. ফেব্রিক এর GSM,Shrinking, Spirility ঠিক করার উপায় জানতে হবে ।

৩. ফেব্রিক এর ডিজাইন এনালাইসিস করা জানতে হবে।








job

টেক্সটাইল জব করতে যে ভাবে প্রস্তুত রাখবেন নিজেকে

প্রতিটা সেকশনে জব করতে যে ভাবে প্রস্তুত করবেন নিজেকে :

ডাইং এ জব করতে :

১. নীট, ওভেন, ইয়ার্ন, স্যুয়েটার এর সকল ফেব্রিক এর কন্সট্রাকশন কম্পোজিশন, আচরন (GSM,Shrinkage)  জেনে নিন.

২. কমন এবং পপুলার  ডাইং ফিনিশিং এর মেশিন গুলির ব্রেন্ড অনুযায়ী  তালিকা করুন এবং নেট থেকে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মেশিন সম্পর্কিত বিস্তারিত জেনে নিন।

৩. বাজারে পপুলার ক্যামিকেল এর ব্রেন্ড গুলি এবং তাদের অক্সোলারি গুলি খোজ এবং ফাংশনাল দিক গুলি স্টাডি করে নিন।

৪. ইন্সপেকশন প্রসিডিউর  , 4 পয়েন্ট, কোয়ালিটি এসিউরেন্স সম্পর্কিত তথ্য গুলি পড়ে নিন।

৫. ভালো ভালো বায়ার এর টেস্টিং এবং কোয়ালিটি ম্যানুয়াল গুলি পড়তে পারেন।

৬. টেক্সটাইল টেস্টিং, ক্যামিকেল টেস্টিং সব বিস্তারিত পড়ে নিন।

৭. রিয়েক্টিভ ডাইং, ফ্লোরোসেন্ট, পিগমেন্ট, ভ্যাট, এসিড ডাইং ১০০% মুখস্থ থাকতে হবে।

৮. টেক্সটাইল এর সকল ডাইং এবং প্রডাকশন রিলেটেড ক্যাল্কুলেশন গুলি ১০০% মুখস্থ করে নিন।

৯. ইয়ার্ন ডাইং, নীট ডাইং, ডেনিম ডাইং, ওভেন ডাইং, গার্মেন্টস  ডাইং এর গ্রে টু ডাইং টু ফিনিশিং টু ডেলিভারি পর্যন্ত মুখস্থ করুন ।

মার্চেন্ডাইজিং  গার্মেন্টস  IE  :

১. ফাইবার টু গার্মেন্টস শিপমেন্ট টোটাল প্রসেস।  প্রসেস এর প্রবলেম এবং এর সলিউশন যানা থাকতে হবে।

২. টেক্সটাইল ফেব্রিক, একসোসরিস, মেশিনারি প্রকিউরমেন্ট এবং পার্চেস এর প্রসেস জানতে হবে।

৩. ওভেন কাপড় এর জন্য গার্মেন্টস ওয়াস থাকলে তা জানতে হবে।

৪. বিখ্যাত কিছু বায়ার এর কোয়ালিটি ম্যানুয়াল, GPQ, RQS ম্যানুয়াল গুলি নেট থেকে ডাউনলোড করে পড়ে নিন যেমন H&M GPQ Manual এতে H&M যাবতীয় সকল কোয়ালিটি রিকোয়ারমেন্ট, ক্যামিকেল রিকোয়ারমেন্ট গুলি পাবেন, এভাবে আরো কিছু বায়ার এর ম্যানুয়াল কালেকশন করে পড়ে নিতে পারেন।

৫. কাটিং খুব গুরত্ব পুর্ন গার্মেন্টস এর জন্য এর জন্য ব্রিফ স্টাডি করতে হবে, কাটিং ভালো তো গার্মেন্টস ভালো । 

৬. গার্মেন্টস এর ফিনিশিং এর প্রসিডিউর গুলি স্টাডি করুন।

৭. নীট, ওভেন, ডেনিম, লিঞ্জারির জন্য মেশিন লে আউট গুলি যেনো মুখস্থ থাকে।

৮. প্রডাকশন ক্যাল্কুলেশন, মোশন স্টাডি, টাইম স্টাডি, ম্যান পাওয়ার সেইভিং, ব্রেক ডাউন, বিষয় গুলি বিস্তারিত জানতে হবে।

৯. গার্মেন্টস এর কমার্সিয়াল টার্ম গুলি যেমন TIN,LC,BTB,FOB,C&F বিষয় গুলির ক্লিয়ার কন্সসেপ্ট থাকতে হবে।

গার্মেন্টস জবের জন্য কি ভাবে প্রস্তুতি নেবেন 

১. Excel & Outlook শেখা লাগবে।

২. CAD এর কাজ শেখা লাগবে।

৩. Marchandising এর Course কারা লাগবে।

৪. BGMEA থেকে Fair Saifty Course করা লাগবে।

৫. Spoken English তো মাস্ট।

৬. IE এর Course করা লাগবে।

৭. Lean,  Six Sigma, Kizen এর উপর স্টাডি করতে হবে।

৮. Shade -Quality -Finishing -Fabric এর উপর ব্যাপক দরকার।

৯. BKMEA থেকে IE,  Supply Chain, ও Course গুলি করা যায়।

১০. টেক্সটাইল টেস্টিং এর উপর AATCC  থেকে course করা যায়।

১১. Buyer দের টেস্টিং ম্যানুয়াল বা GPQ Guide Line পওয়া যায় তা ভাল করে স্টাডি
করতে হবে। যেমন : H&M GPQ Manual.  Mark & Spencer GPQ Manual etc..

ফেব্রিক এ জব করতে :
১. মেশিন সম্পর্কে ভালো আইডিয়া নিতে হবে।  

২. ফেব্রিক এর GSM,Shrinking, Spirility ঠিক করার উপায় জানতে হবে ।

৩. ফেব্রিক এর ডিজাইন এনালাইসিস করা জানতে হবে।








কোন মন্তব্য নেই: