একজন জন ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর কি কি গুনাবলি থাকা উচিৎ - Textile Lab | Textile Learning Blog
একজন জন ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর কি কি গুনাবলি থাকা উচিৎ:

১. একজন টেক্সটাইল গ্রেজুয়েট কে যে কোন সেকশনে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন মেজর আপনার যাই হোক সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

২. লং ডিউটি ডিউরেশনে অভ্যস্ত থাকতে হবে। যেমন ৮,১২,১৪,২৪ ঘন্টা।

৩. প্রচুর মেমোরাইজিং পাওয়ার থাকতে হবে যাতে সব বিষয়ে দ্রুত আপডেট দিতে পারেন।

৪. একই  ৫০-১০০ মানুষ নিয়ন্ত্রন করার কাজ করানোর মতো ম্যানেজিং ক্যাপাসিটি থাকতে হবে।

৫. টেকনিকাল নলেজ শার্প হয়ে হবে যাতে প্রব্লেম গুলি রেক্টিফিকেশন এর আইডিয়া জেনারেট করা যায় ।

৬.  একজন জেন্টেল ম্যান হতে হবে যাতে অবস্থার প্রয়োজনে নিজেকে সব চেয়ে রাগী এবং সবচেয়ে ভদ্র ভাবে উপস্থাপন করতে পারেন।

৭. ফাইবার টু শিপমেন্ট পর্যন্ত সব কিছুর ডিপলি আইডিয়া থাকতে হবে। 

৮. অফিসিয়াল কাজ গুলি যেমন রেসিপ ক্যালকুলেশন, প্রডাকশন ক্যাল্কুলেশন, প্লানিং, লে আউট, ব্রেক ডাউন , ইফেসিয়েন্সি ক্যালকুলেশন  এই কাজ গুলি পারতে হবে।

৯. ভাষা গত দক্ষতা থাকতে হবে যেনো যে কোন সময় ফেরেইনার সহ যে কোন কর্তা ব্যাক্তির সাথে যোগাযোগ করতে পারেন।

১০. ফ্লোরে পরিচালিত সকল মেশিন নিজ হাতে চালানোর অভ্যাস, অভিজ্ঞতা থাকতে হবে।

১১. কাজ বুঝে নেয়া, তা করা, কাজ বুজিয়ে দেয়ার ভালো দক্ষতা থাকতে হবে।

১২. কোয়ালিটি আর সেড এর টলারেন্স বুঝতে হবে যেমন কি হলে চলবে কি হলে চলবে না।










একজন জন ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর কি কি গুনাবলি থাকা উচিৎ

একজন জন ভালো টেক্সটাইল ইঞ্জিনিয়ার এর কি কি গুনাবলি থাকা উচিৎ:

১. একজন টেক্সটাইল গ্রেজুয়েট কে যে কোন সেকশনে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন মেজর আপনার যাই হোক সব বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।

২. লং ডিউটি ডিউরেশনে অভ্যস্ত থাকতে হবে। যেমন ৮,১২,১৪,২৪ ঘন্টা।

৩. প্রচুর মেমোরাইজিং পাওয়ার থাকতে হবে যাতে সব বিষয়ে দ্রুত আপডেট দিতে পারেন।

৪. একই  ৫০-১০০ মানুষ নিয়ন্ত্রন করার কাজ করানোর মতো ম্যানেজিং ক্যাপাসিটি থাকতে হবে।

৫. টেকনিকাল নলেজ শার্প হয়ে হবে যাতে প্রব্লেম গুলি রেক্টিফিকেশন এর আইডিয়া জেনারেট করা যায় ।

৬.  একজন জেন্টেল ম্যান হতে হবে যাতে অবস্থার প্রয়োজনে নিজেকে সব চেয়ে রাগী এবং সবচেয়ে ভদ্র ভাবে উপস্থাপন করতে পারেন।

৭. ফাইবার টু শিপমেন্ট পর্যন্ত সব কিছুর ডিপলি আইডিয়া থাকতে হবে। 

৮. অফিসিয়াল কাজ গুলি যেমন রেসিপ ক্যালকুলেশন, প্রডাকশন ক্যাল্কুলেশন, প্লানিং, লে আউট, ব্রেক ডাউন , ইফেসিয়েন্সি ক্যালকুলেশন  এই কাজ গুলি পারতে হবে।

৯. ভাষা গত দক্ষতা থাকতে হবে যেনো যে কোন সময় ফেরেইনার সহ যে কোন কর্তা ব্যাক্তির সাথে যোগাযোগ করতে পারেন।

১০. ফ্লোরে পরিচালিত সকল মেশিন নিজ হাতে চালানোর অভ্যাস, অভিজ্ঞতা থাকতে হবে।

১১. কাজ বুঝে নেয়া, তা করা, কাজ বুজিয়ে দেয়ার ভালো দক্ষতা থাকতে হবে।

১২. কোয়ালিটি আর সেড এর টলারেন্স বুঝতে হবে যেমন কি হলে চলবে কি হলে চলবে না।










কোন মন্তব্য নেই: