টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের ইন্সটিটিউশন চয়েস এর কিছু ক্রাইটেরিয়া - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষত্রে কেনো ইন্সটিটিউট ফেক্ট :

বাংলাদেশ দেশের টেক্সটাইল জব মার্কেট এর ক্ষত্রে জব মার্কেটে আপনার ইন্সটিটিউশন ভালো প্রভাব রাখে,  এর মুল কারন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গতানুগতিক ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট গুলির চেয়ে আলাদা এর পরিধী খুব ছোট,  যেমন উদাহরণ হিসেবে বলা যায় একজন সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রনিক, কম্পিউটারের ইঞ্জিনিয়ার প্রায় সকল ইন্ড্রাস্ট্রিতে জব করতে পারেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার খুব সহজেই তা পারেন না কারন তার টেক্সটাইল, গার্মেন্টস ভিন্ন কোয়াও তার জব এর বা তার ইঞ্জিনিয়ারিং এর এপ্লিকেশন নেই ।  তার উপর নানা রকম সমস্যা যেমন: গ্যাস,  ইলেক্ট্রিসিটি , GSP, Quta, টেক্স, স্যালারি ইস্যুতে দিন দিন অনেক ইন্ড্রাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে।  টেক্সটাইল এর এই রুগ্ন দশায় টেক্সটাইল এর ইন্সটিটিউট গুলি বসে নেই তারা প্রতি নিয়ত ব্রাইট ফিউচার এবং উচ্চ বেতন সহ নানান প্রলোভন দেখিয়ে স্টুডেন্ট ভর্তি করছে ।  কিন্তু বর্তমানে টেক্সটাইল এর বের হওয়ার আগেই জব তেমন টি সুযোগ আর নেই । স্টুডেন্ট এর লোড অনেক তাই এখন ইন্ড্রাস্ট্রিতে সুপারভাইজার পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রিক্রুট করা শুরু করেছে, যেহুতু আপনার পদ সুপারভাইজার সেহেতু আপনি তো অফিসার এর ফ্যাসিলিটি পাবেন না। 
টেক্সটাইল এর বর্তমানে জব এর ক্ষত্রে দুইটি ট্রেন্ড চলছে এক ইন্সটিটিউশন, রেফারেন্স ।  তাই আপনাকে ক্যারিয়ার ভালো করার জন্য এই দুটি বিষয় এনশিউর না করে অন্তত টেক্সটাইল এ পড়া ঠিক হবে বলে মনে হয় না । টেক্সটাইল এর জব মার্কেটে যারা ভালো করছে তাদের ইন্সটিটিউশন গুলি বর্তমানে ভালো প্রাধান্য পাচ্ছে এবং  যাদের স্টুডেন্ট রা ভালো পজিশনে আছে অবশ্যাই তার রেফারেন্স দেয়ার সুযোগ পাচ্ছেন।  তাই আপনাকে এই বিষয় গুলি এনশিউর করে ঢুকতে হবে । এক্ষত্রে আবেগে ভর্তি হওয়ার সুযোগ নেই । 

টেক্সটাইল ইন্সটিটিউশন চয়েস এর কিছু ক্রাইটেরিয়া :

১. ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট  হলে তা IEB টেক্সটাইল এর জন্য ITET কর্তিক স্বকৃত কিনা।

২. ল্যাব ফ্যাসিলিটি ভালো কিনা, কি কি মেশিনারী আছে ল্যাবে যেমন কনভেনশনাল মেশিন নাকি আটোমেটিক মেশিন।  স্পিনিং, ডাইং, টেস্টিং, এর ল্যাব ভালো কিনা।

৩. ল্যাব ক্লাসের উপর তারা জোর দেয় কিনা।

৪. ইন্সটিটিউট থেকে জব প্লেসমেন্ট এর সুবিধা আছে কিনা,  নাকি পড়ার পর নিজেই জব ম্যানেজ করে নিতে হয়।

৫. ইন্সটিটিউট থেকে কি পরিমান হায়ার স্টাডির জন্য গিয়েছে বা যাচ্ছে।

৬. জব মার্কেটে ওই ইন্সটিটিউশন এর স্টুডেন্ট দের অবস্থা কেমন তাদের ডেজিগনেশন , ক্যারিয়ার কেমন তারা ভালো করেছে কিনা জনা।

৭. সাব্জেক্ট এবং ক্যারিকুলাম ভালো করে চেকিং করে নেয়া।

৮. উক্ত ইন্সটিটিউশন এর প্রফেসর, এসিস্টেন্ট প্রফেসর, সিনিয়র লেকচারার, লেকচারার, এসিস্টেন্ট লেকচারার, গেস্ট ফেকাল্টি এর পরিমান বা মেজর সাব্জেক্ট গুলি কারা নেয় তা দেখা।

৯. ইনিস্টিটিউটে  ভর্তির সময় কি পরিমান CGPA  চায় কারন, যে সকল ইনিস্টিটিউট এর CGPA রিকোয়ারমেন্ট কম তাদের কোয়ালিটি প্রশ্ন বিদ্ধ।  তার উপর এডমিশন টেস্ট নেয়া হয় কিনা।

১০. জব মার্কেটে আউটগোয়িং স্টুডেন্ট এর পরিমান।

১১. ফরেইন ইউনিভার্সিটির সাথে কোঅপারেশন এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ এর পরিমান কেমন।

১২. সেমিস্টার ভিত্তিক স্টুডেন্ট ভর্তির পরিমান বেশি কম হয় নাকি সমান হারে ভর্তি হয় তা জেনে উক্ত প্রতিসঠানে ভর্তি হওয়া ।

১৩. উক্ত ইন্সটিটিউশন এর কোন জার্নাল বের হয় কিনা বা করার অভিজ্ঞতা আছে কিনা, ফ্যাকাল্টি দের জার্নাল প্রকাশ এর অভিজ্ঞতা আছে কিনা  কারন ইঞ্জিনিয়ারিং সাব্জেক্টে এর জন্য জার্নাল প্রকাশনা বাধ্যতামূলক। 

১৪. রিসার্স এন্ড ডেভলপমেন্ট এর কোন সুযোগ আছে কিনা ।

১৫. ইন্সটিটিউশন এর পক্ষে মিল ভিজিট এর সুযোগ আছে কিনা ।

১৬. ইন্ডাস্ট্রি এর সাথে লিয়াজু আছে কিনা জব এনরোল এর ক্ষত্রে । 

বর্তমানে  জব মার্কেট অনুযায়ী BSc টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ভালো কিছু ইন্সটিটিউশন হলো :

গভমেন্টঃ
১. বুটেক্স
২. বিটাক
৩. চিটাগাং টেক্সটাইল
৪. পাবনা টেক্সটাইল
৫. মাওলানা ভাসানি
৬. যোরারগঞ্জ টেক্সটাইল  বরিশাল

প্রাইভেটঃ
১. আহাসানুল্লাহ
২. BUFT
৩. NITER
৪. প্রাইমএশিয়া
৫. ডেফোডিল
৬. সাউথইস্ট

MSc ইন টেক্সটাইল এর জন্য ইন্সটিটিউশন হলো:
১. বুটেক্স
২. ডুয়েট
৩. মাওলানা ভাসানি টাংগাইল
৪. BUFT
৫. ডেফোডিল
৬. সিটি ইউনিভার্সিটি
যদিও টেক্সটাইল এর ৩০-৪০টি  ইন্সটিটিউশন BSc,  ৬ টি MSc, ১ টি Phd,  ২০০ এর অধিক ইন্সটিটিউট ডিল্পোমা করায়।
গভমেন্ট অনেক ইন্সটিটিউশ BSc সদ্য চালু করলেও তারা তাদের প্রথম ব্যাচ এখনো বের করতে পারে নি।
ডিপ্লোমা দের জন্য কিছু ইন্সটিটিউশন বের হয়েছে যেখানে লেকচারার গেস্ট ফেকাল্টি দিয়েই BSc কোর্স সাজানো,  এখানে ল্যাব, ক্লাস নিয়োমিত না করেই BSc ডিগ্রী কম্পলিট করে যাচ্ছেন দিব্বি।  ফলে তাদের সার্টিফিকেশন এর মান নিয়ে ইন্ডাস্ট্রি গুলি প্রশ্ন তুলছেন ।  এখানে ইন্সটিটিউশন গুলি তে এভারেজ ভর্তি করাচ্ছে কোন ফিল্ট্রেশন, বা কোয়ালিটি প্যারামিটার নেই স্টুডেন্ট রা মন খুশি মতো পড়ছেন।  এতে ইন্সটিটিউশন গুলি সার্টিফিকেশন এর মহা উৎসব করছে ।

ডিপ্লোমা দের জন্য BSc এর বেস্ট ইন্সটিটিউট হলোঃ
১. ডুয়েট
২. বিটাক
৩. চিটাগাং টেক্সটাইল

টেক্সটাইল এর কিছু ইন্সটিটিউশ এর তালিকাঃ
List of Textile Engineering Universities/Colleges of Bangladesh

Public Universities/Colleges: 

01. Bangladesh University of Textiles
92, Shaheed Tajuddin Ahmed Sarani
Tejgaon I/A, Dhaka-1208, Bangladesh
Tel : +880-2-9114260, Fax : +880-2-9124255
Web site : http://butex.edu.bd/

02. Khulna University of Engineering & Technology (KUET)
Khulna -9203
Phone: +88041-769468-75
Web: www.kuet.ac.bd/TE

03. Begumgonj Textile Engineering College
Begumgonj, Noakhali-3821
Phone #  0321-51758,
Affiliations: Bangladesh University of Textiles
Web: http://btec.jimdo.com/

04. Textile Engineering College, Zorarganj, Chittagong 
Mirsori, Chittagong
Affiliations: Bangladesh University of Textiles
Web: www.ctec.gov.bd

05. Pabna Textile Engineering College
Shalgaria, Pabna
Affiliations: Bangladesh University of Textiles 
Web: http://www.pabtec.gov.bd/ 

06. Mawlana Bhasani University of Science & Technology
Santus,Tangail 
Web: http://www.mbstu.ac.bd/

07. Dhaka University of Engineering & Technology.
Gazipur
Web: http://www.duet.ac.bd/ 

08. Bangabandhu Textile Engineering College
Kalihati, Tangail
 Phone: 0923-373176
Website: http://www.btec.gov.bd/

09. Abdur Rab Serniabat Textile Engineering College 
Barisal
Affiliations: Bangladesh University of Textiles  
Web: http://arstecb.com

Private Universities/Colleges: 

01. Ahsanullah University of Science Technology
Address: 141 & 142, Love Road, Tejgaon Industrial Area, Dhaka-1208. 
Phone: (8802) 9897311, Ext. 103, 114, Fax : (8802) 986056
Email: info@aust.edu
Web: www.aust.edu

02. Daffodil International University
Address: 102, Shukrabad, Mirpur Road,
Dhanmondi, Dhaka-1207, Bangladesh.
Phone: 9138234-5, 9116774, 9136694
Email: info@daffodilvarsity.edu.bd
Web: www.daffodilvarsity.edu.bd 

03. Southeast University (Bangladesh)
House# 64, Road# 18, Block # B, Banani, Dhaka
Phone: 880-2-,880-2-,880-2-9882340,8835222
Fax: 880-2-9892914
e-mail: info@seu.ac.bd
web: www.seu.ac.bd

  04. University of South Asia
House No - 76 -78, Road No - 14
Block - B , Banani , Dhaka-1213.
Phone: 880-2-8857073-5
Fax-880: 2-8313308
E-mail-info@unisa.ac.bd
web: www.unisa.ac.bd

05. Victoria University of Bangladesh
58/11/A (3rd floor),
Panthapath, Dhaka-1205.
Tel : 8622634-5, 
Fax : +88-02-8622635
E-mail : info@vub.edu.bd
web: vub.edu.bd

06. Green University Bangladesh
Web: http://www.green.edu.bd/ 

07. BGMEA Institute of Fashion & Technology
Established : November 1999
Type: Private
President: Muzaffar Uddin Siddique
Location 105, Uttara Commercial Area, Uttara, Dhaka, Bangladesh
Campus : Urban area
Nickname: BIFT
Affiliations: Bangladesh National University
Website: http://www.bift.info/

08. National Institute of Fashion Technology(NIFT) 
National Institute of Fashion Technology - Bangladesh Road #28, House #3691206 Dhaka (Dacca)Bangladesh (Bengal)
tel: +880 (1) 7131 16313
url:http://www.nift.edu.bd
email: alim@nift.edu.bd
public relations: Alim Abdul
subjects: Fashion Design

09. City University
Web: http://www.cityuniversity.edu.bd/

10. Primeasia University 
Web: www.test.primeasia.edu.bd 

11. Atish Dipankor University of Science & Technology  
Web: http://www.atishdipankaruniversity.edu.bd/

12. World University of Bangladesh
 Address: DHANMONDI UNIT-1 House-20, Road-7,
A.R.A Center (on Mirpur Road), Dhaka-1205,
Tel: 8144631-2; 8142046; 01552339906; 01813930223
Phone: 8144631-2; 9667435-6; 8155308;
Email: info@wub.edu
Web: www.wub.edu

13. National Institute of Textile Training Research & Design
Nick Name: NITTRAD 
Nayarhat, Savar, Dhaka 1350.
Phone#+88 02 77 91 975.
Email: ank.nittrad.edu.bd
Web: www.nittrad.edu.bd

14. Northern University Bangladesh
Web: www.nub.ac.bd
Holding no-13, Road no -17
Banani C/A, Dhaka- 1213 

15. The People's University of Bangladesh 
Phone: 02-9127807
Website: www.pub.ac.bd
  
16. Bangladesh University of Business & Technology (BUBT)
Address: Rupnagar Road, Mirpur, Dhaka, Bangladesh
Phone: (0)88 02 8057581
Founded: 2003 
Web: www.bubt.edu.bd 

17. European University of Bangladesh (EUB)
Phone: +88 01930 544 725, +88 01711 200 772 
Web: http://www.eub.edu.bd/
  
18. Bangladesh Textile Engineering College
Shahid Tajuddin Ahmed Sharoni Mohakhali, Dhaka-1212 Bangladesh
Email: email 1: info@btec-bd.net
email 2: btec@bdonline.com
web:http://www.btec-bd.net
Phone: office# 8854869, 9863371

19. Sikder College of Textile & Fashion Technology (SCTFT)
Academic Campus:1101/1, Malibagh Chowdhury Para , Dhaka-1219, Bangladesh
Phone: + 880 - 2- 9340385 Extn-109, 129
Cell : 01714-289892, 01818-482533, 01719-233427
Practical Campus-1 : Khadun, Tarabo, Rupshi, Narayanganj
Practical Campus-2: Baniadi, Mura para, Rupganj, Narayanganj.
URL: http://www.sctft.org/

20. Raffles Design Institute - Dhaka
Saimon Centre, House-4/ARoad-22, Gulshan Commercial Area1205 Dhaka (Dacca)Bangladesh (Bengal)
tel: +880 (2) 9900 2217
fax: +880 (2) 9922 7862
url:http://www.raffles-design-institute.com
email: zillemowla@raffles-design-institute.com
public relations: Zille Mowla
subjects: Fashion Design,Fashion Marketing.

21. Shyamoli Textile Engineering College
Mohammadpur, Dhaka-1207
Website: www.stecbd.com

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের ইন্সটিটিউশন চয়েস এর কিছু ক্রাইটেরিয়া

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষত্রে কেনো ইন্সটিটিউট ফেক্ট :

বাংলাদেশ দেশের টেক্সটাইল জব মার্কেট এর ক্ষত্রে জব মার্কেটে আপনার ইন্সটিটিউশন ভালো প্রভাব রাখে,  এর মুল কারন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গতানুগতিক ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট গুলির চেয়ে আলাদা এর পরিধী খুব ছোট,  যেমন উদাহরণ হিসেবে বলা যায় একজন সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রনিক, কম্পিউটারের ইঞ্জিনিয়ার প্রায় সকল ইন্ড্রাস্ট্রিতে জব করতে পারেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার খুব সহজেই তা পারেন না কারন তার টেক্সটাইল, গার্মেন্টস ভিন্ন কোয়াও তার জব এর বা তার ইঞ্জিনিয়ারিং এর এপ্লিকেশন নেই ।  তার উপর নানা রকম সমস্যা যেমন: গ্যাস,  ইলেক্ট্রিসিটি , GSP, Quta, টেক্স, স্যালারি ইস্যুতে দিন দিন অনেক ইন্ড্রাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে।  টেক্সটাইল এর এই রুগ্ন দশায় টেক্সটাইল এর ইন্সটিটিউট গুলি বসে নেই তারা প্রতি নিয়ত ব্রাইট ফিউচার এবং উচ্চ বেতন সহ নানান প্রলোভন দেখিয়ে স্টুডেন্ট ভর্তি করছে ।  কিন্তু বর্তমানে টেক্সটাইল এর বের হওয়ার আগেই জব তেমন টি সুযোগ আর নেই । স্টুডেন্ট এর লোড অনেক তাই এখন ইন্ড্রাস্ট্রিতে সুপারভাইজার পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রিক্রুট করা শুরু করেছে, যেহুতু আপনার পদ সুপারভাইজার সেহেতু আপনি তো অফিসার এর ফ্যাসিলিটি পাবেন না। 
টেক্সটাইল এর বর্তমানে জব এর ক্ষত্রে দুইটি ট্রেন্ড চলছে এক ইন্সটিটিউশন, রেফারেন্স ।  তাই আপনাকে ক্যারিয়ার ভালো করার জন্য এই দুটি বিষয় এনশিউর না করে অন্তত টেক্সটাইল এ পড়া ঠিক হবে বলে মনে হয় না । টেক্সটাইল এর জব মার্কেটে যারা ভালো করছে তাদের ইন্সটিটিউশন গুলি বর্তমানে ভালো প্রাধান্য পাচ্ছে এবং  যাদের স্টুডেন্ট রা ভালো পজিশনে আছে অবশ্যাই তার রেফারেন্স দেয়ার সুযোগ পাচ্ছেন।  তাই আপনাকে এই বিষয় গুলি এনশিউর করে ঢুকতে হবে । এক্ষত্রে আবেগে ভর্তি হওয়ার সুযোগ নেই । 

টেক্সটাইল ইন্সটিটিউশন চয়েস এর কিছু ক্রাইটেরিয়া :

১. ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট  হলে তা IEB টেক্সটাইল এর জন্য ITET কর্তিক স্বকৃত কিনা।

২. ল্যাব ফ্যাসিলিটি ভালো কিনা, কি কি মেশিনারী আছে ল্যাবে যেমন কনভেনশনাল মেশিন নাকি আটোমেটিক মেশিন।  স্পিনিং, ডাইং, টেস্টিং, এর ল্যাব ভালো কিনা।

৩. ল্যাব ক্লাসের উপর তারা জোর দেয় কিনা।

৪. ইন্সটিটিউট থেকে জব প্লেসমেন্ট এর সুবিধা আছে কিনা,  নাকি পড়ার পর নিজেই জব ম্যানেজ করে নিতে হয়।

৫. ইন্সটিটিউট থেকে কি পরিমান হায়ার স্টাডির জন্য গিয়েছে বা যাচ্ছে।

৬. জব মার্কেটে ওই ইন্সটিটিউশন এর স্টুডেন্ট দের অবস্থা কেমন তাদের ডেজিগনেশন , ক্যারিয়ার কেমন তারা ভালো করেছে কিনা জনা।

৭. সাব্জেক্ট এবং ক্যারিকুলাম ভালো করে চেকিং করে নেয়া।

৮. উক্ত ইন্সটিটিউশন এর প্রফেসর, এসিস্টেন্ট প্রফেসর, সিনিয়র লেকচারার, লেকচারার, এসিস্টেন্ট লেকচারার, গেস্ট ফেকাল্টি এর পরিমান বা মেজর সাব্জেক্ট গুলি কারা নেয় তা দেখা।

৯. ইনিস্টিটিউটে  ভর্তির সময় কি পরিমান CGPA  চায় কারন, যে সকল ইনিস্টিটিউট এর CGPA রিকোয়ারমেন্ট কম তাদের কোয়ালিটি প্রশ্ন বিদ্ধ।  তার উপর এডমিশন টেস্ট নেয়া হয় কিনা।

১০. জব মার্কেটে আউটগোয়িং স্টুডেন্ট এর পরিমান।

১১. ফরেইন ইউনিভার্সিটির সাথে কোঅপারেশন এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ এর পরিমান কেমন।

১২. সেমিস্টার ভিত্তিক স্টুডেন্ট ভর্তির পরিমান বেশি কম হয় নাকি সমান হারে ভর্তি হয় তা জেনে উক্ত প্রতিসঠানে ভর্তি হওয়া ।

১৩. উক্ত ইন্সটিটিউশন এর কোন জার্নাল বের হয় কিনা বা করার অভিজ্ঞতা আছে কিনা, ফ্যাকাল্টি দের জার্নাল প্রকাশ এর অভিজ্ঞতা আছে কিনা  কারন ইঞ্জিনিয়ারিং সাব্জেক্টে এর জন্য জার্নাল প্রকাশনা বাধ্যতামূলক। 

১৪. রিসার্স এন্ড ডেভলপমেন্ট এর কোন সুযোগ আছে কিনা ।

১৫. ইন্সটিটিউশন এর পক্ষে মিল ভিজিট এর সুযোগ আছে কিনা ।

১৬. ইন্ডাস্ট্রি এর সাথে লিয়াজু আছে কিনা জব এনরোল এর ক্ষত্রে । 

বর্তমানে  জব মার্কেট অনুযায়ী BSc টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য ভালো কিছু ইন্সটিটিউশন হলো :

গভমেন্টঃ
১. বুটেক্স
২. বিটাক
৩. চিটাগাং টেক্সটাইল
৪. পাবনা টেক্সটাইল
৫. মাওলানা ভাসানি
৬. যোরারগঞ্জ টেক্সটাইল  বরিশাল

প্রাইভেটঃ
১. আহাসানুল্লাহ
২. BUFT
৩. NITER
৪. প্রাইমএশিয়া
৫. ডেফোডিল
৬. সাউথইস্ট

MSc ইন টেক্সটাইল এর জন্য ইন্সটিটিউশন হলো:
১. বুটেক্স
২. ডুয়েট
৩. মাওলানা ভাসানি টাংগাইল
৪. BUFT
৫. ডেফোডিল
৬. সিটি ইউনিভার্সিটি
যদিও টেক্সটাইল এর ৩০-৪০টি  ইন্সটিটিউশন BSc,  ৬ টি MSc, ১ টি Phd,  ২০০ এর অধিক ইন্সটিটিউট ডিল্পোমা করায়।
গভমেন্ট অনেক ইন্সটিটিউশ BSc সদ্য চালু করলেও তারা তাদের প্রথম ব্যাচ এখনো বের করতে পারে নি।
ডিপ্লোমা দের জন্য কিছু ইন্সটিটিউশন বের হয়েছে যেখানে লেকচারার গেস্ট ফেকাল্টি দিয়েই BSc কোর্স সাজানো,  এখানে ল্যাব, ক্লাস নিয়োমিত না করেই BSc ডিগ্রী কম্পলিট করে যাচ্ছেন দিব্বি।  ফলে তাদের সার্টিফিকেশন এর মান নিয়ে ইন্ডাস্ট্রি গুলি প্রশ্ন তুলছেন ।  এখানে ইন্সটিটিউশন গুলি তে এভারেজ ভর্তি করাচ্ছে কোন ফিল্ট্রেশন, বা কোয়ালিটি প্যারামিটার নেই স্টুডেন্ট রা মন খুশি মতো পড়ছেন।  এতে ইন্সটিটিউশন গুলি সার্টিফিকেশন এর মহা উৎসব করছে ।

ডিপ্লোমা দের জন্য BSc এর বেস্ট ইন্সটিটিউট হলোঃ
১. ডুয়েট
২. বিটাক
৩. চিটাগাং টেক্সটাইল

টেক্সটাইল এর কিছু ইন্সটিটিউশ এর তালিকাঃ
List of Textile Engineering Universities/Colleges of Bangladesh

Public Universities/Colleges: 

01. Bangladesh University of Textiles
92, Shaheed Tajuddin Ahmed Sarani
Tejgaon I/A, Dhaka-1208, Bangladesh
Tel : +880-2-9114260, Fax : +880-2-9124255
Web site : http://butex.edu.bd/

02. Khulna University of Engineering & Technology (KUET)
Khulna -9203
Phone: +88041-769468-75
Web: www.kuet.ac.bd/TE

03. Begumgonj Textile Engineering College
Begumgonj, Noakhali-3821
Phone #  0321-51758,
Affiliations: Bangladesh University of Textiles
Web: http://btec.jimdo.com/

04. Textile Engineering College, Zorarganj, Chittagong 
Mirsori, Chittagong
Affiliations: Bangladesh University of Textiles
Web: www.ctec.gov.bd

05. Pabna Textile Engineering College
Shalgaria, Pabna
Affiliations: Bangladesh University of Textiles 
Web: http://www.pabtec.gov.bd/ 

06. Mawlana Bhasani University of Science & Technology
Santus,Tangail 
Web: http://www.mbstu.ac.bd/

07. Dhaka University of Engineering & Technology.
Gazipur
Web: http://www.duet.ac.bd/ 

08. Bangabandhu Textile Engineering College
Kalihati, Tangail
 Phone: 0923-373176
Website: http://www.btec.gov.bd/

09. Abdur Rab Serniabat Textile Engineering College 
Barisal
Affiliations: Bangladesh University of Textiles  
Web: http://arstecb.com

Private Universities/Colleges: 

01. Ahsanullah University of Science Technology
Address: 141 & 142, Love Road, Tejgaon Industrial Area, Dhaka-1208. 
Phone: (8802) 9897311, Ext. 103, 114, Fax : (8802) 986056
Email: info@aust.edu
Web: www.aust.edu

02. Daffodil International University
Address: 102, Shukrabad, Mirpur Road,
Dhanmondi, Dhaka-1207, Bangladesh.
Phone: 9138234-5, 9116774, 9136694
Email: info@daffodilvarsity.edu.bd
Web: www.daffodilvarsity.edu.bd 

03. Southeast University (Bangladesh)
House# 64, Road# 18, Block # B, Banani, Dhaka
Phone: 880-2-,880-2-,880-2-9882340,8835222
Fax: 880-2-9892914
e-mail: info@seu.ac.bd
web: www.seu.ac.bd

  04. University of South Asia
House No - 76 -78, Road No - 14
Block - B , Banani , Dhaka-1213.
Phone: 880-2-8857073-5
Fax-880: 2-8313308
E-mail-info@unisa.ac.bd
web: www.unisa.ac.bd

05. Victoria University of Bangladesh
58/11/A (3rd floor),
Panthapath, Dhaka-1205.
Tel : 8622634-5, 
Fax : +88-02-8622635
E-mail : info@vub.edu.bd
web: vub.edu.bd

06. Green University Bangladesh
Web: http://www.green.edu.bd/ 

07. BGMEA Institute of Fashion & Technology
Established : November 1999
Type: Private
President: Muzaffar Uddin Siddique
Location 105, Uttara Commercial Area, Uttara, Dhaka, Bangladesh
Campus : Urban area
Nickname: BIFT
Affiliations: Bangladesh National University
Website: http://www.bift.info/

08. National Institute of Fashion Technology(NIFT) 
National Institute of Fashion Technology - Bangladesh Road #28, House #3691206 Dhaka (Dacca)Bangladesh (Bengal)
tel: +880 (1) 7131 16313
url:http://www.nift.edu.bd
email: alim@nift.edu.bd
public relations: Alim Abdul
subjects: Fashion Design

09. City University
Web: http://www.cityuniversity.edu.bd/

10. Primeasia University 
Web: www.test.primeasia.edu.bd 

11. Atish Dipankor University of Science & Technology  
Web: http://www.atishdipankaruniversity.edu.bd/

12. World University of Bangladesh
 Address: DHANMONDI UNIT-1 House-20, Road-7,
A.R.A Center (on Mirpur Road), Dhaka-1205,
Tel: 8144631-2; 8142046; 01552339906; 01813930223
Phone: 8144631-2; 9667435-6; 8155308;
Email: info@wub.edu
Web: www.wub.edu

13. National Institute of Textile Training Research & Design
Nick Name: NITTRAD 
Nayarhat, Savar, Dhaka 1350.
Phone#+88 02 77 91 975.
Email: ank.nittrad.edu.bd
Web: www.nittrad.edu.bd

14. Northern University Bangladesh
Web: www.nub.ac.bd
Holding no-13, Road no -17
Banani C/A, Dhaka- 1213 

15. The People's University of Bangladesh 
Phone: 02-9127807
Website: www.pub.ac.bd
  
16. Bangladesh University of Business & Technology (BUBT)
Address: Rupnagar Road, Mirpur, Dhaka, Bangladesh
Phone: (0)88 02 8057581
Founded: 2003 
Web: www.bubt.edu.bd 

17. European University of Bangladesh (EUB)
Phone: +88 01930 544 725, +88 01711 200 772 
Web: http://www.eub.edu.bd/
  
18. Bangladesh Textile Engineering College
Shahid Tajuddin Ahmed Sharoni Mohakhali, Dhaka-1212 Bangladesh
Email: email 1: info@btec-bd.net
email 2: btec@bdonline.com
web:http://www.btec-bd.net
Phone: office# 8854869, 9863371

19. Sikder College of Textile & Fashion Technology (SCTFT)
Academic Campus:1101/1, Malibagh Chowdhury Para , Dhaka-1219, Bangladesh
Phone: + 880 - 2- 9340385 Extn-109, 129
Cell : 01714-289892, 01818-482533, 01719-233427
Practical Campus-1 : Khadun, Tarabo, Rupshi, Narayanganj
Practical Campus-2: Baniadi, Mura para, Rupganj, Narayanganj.
URL: http://www.sctft.org/

20. Raffles Design Institute - Dhaka
Saimon Centre, House-4/ARoad-22, Gulshan Commercial Area1205 Dhaka (Dacca)Bangladesh (Bengal)
tel: +880 (2) 9900 2217
fax: +880 (2) 9922 7862
url:http://www.raffles-design-institute.com
email: zillemowla@raffles-design-institute.com
public relations: Zille Mowla
subjects: Fashion Design,Fashion Marketing.

21. Shyamoli Textile Engineering College
Mohammadpur, Dhaka-1207
Website: www.stecbd.com

কোন মন্তব্য নেই: