সফেনার টেস্টিং এর প্রসিডিউর : ক্যাটায়নিক সফেনার - Textile Lab | Textile Learning Blog
ক্যাটায়নিক সফেনার টেস্টিং প্রসিডিউর :

ক্যাটায়নিক সফেনার
পজেটিভ চার্জ যুক্ত ফেব্রিক সফেনার কে ক্যাটায়নিক সফেনার বলে,  এটি দেখতে ড্রাই অবস্থায় হলদে মসুর দানার মতো।  এটি সাধারনত সেলুলজিক বা ব্লেড সেলুলজিক ফাইবার এর জব্য ব্যাবহার করা হয়। এটি হাইড্রো ফিলিক সফেনার।
প্রথমে ক্যামিকেল স্টোর থেকে দানাদার সফেনার ফ্লেকক্স নিয়ে আসুন, সেখানে ১৫ গ্রাম পরিমান নিয়ে ২০০ মিলিলিটার ঠান্ডা পানি দিয়ে গোলাতে হবে যাতে করে পুরো সফেনার পানিতে গুলে যায়।  তার পর বাকি ৫০ মিলি পানি দিয়ে বিকারে টোটাল ২০০ মিলির লেভেল করতে হবে।
ডাইং ওয়াস করা নন ফিনিশিং  করা কাপড় নিন আধা গজ এর মতো ২০X ১৫ চিকন করে দুই ফালি কাপড় কাটুন।
একটি কে বিফোর হিসেবে রাখুন যা ফিনিশিং করা হবে না এবং যারা পরবর্তিতে স্যাম্পল দিয়ে ফিনিশিং করা কাপড় এর সাথে স্টেন্ডার্ড হিসেবে কম্পেয়ার করা হবে।

যে সকল প্যারামিটার টেস্ট করা হবে :
1. Appearance
2. Hand Feel
3. Shade Change Grade
4. Foam

কার্যনীতি :
প্রিপারেসন করা সলিউশন কে ল্যাব এর প্যাডারে প্যাডিং করে নিতে হবে।  প্যাডিং করে নেয়ার পর ফেব্রিক কে ল্যাব এর কিউরিং ১.২৫ মিনিট মেশিনে শুকাতে হবে। 

রেজাল্টঃ

১. কাপড় শুকানো হয়ে গেলে একে ডাইং আফটার ওয়াস এর সাথে CMC টেস্ট করতে হবে এটি কি পরিমান সেড চেঞ্জ করে তার গ্রেডিং করতে হবে

২. হেন্ড ফিল চেক করতে হবে সফট হয়েছে কিনা।

৩. সলিউশন এর এপিয়ারেন্স ক্লিয়ার কিনা দেখতে হবে।

৪.  সলিউশন ফোম তৈরি করে কিনা তা দেখতে হবে।

৫. ফেব্রিক এর উপর সফেনার এর স্পট আসে কিনা তা দেখতে হবে।
এখানে
1. Appearance হতে পারে Cloudy, Clear
2. Hand Feel হতে পারে Soft, Hard.
3. Shade Change Grade হতে পারে 1,2,3,4,5
4. Foaming হতে পারে  Slightly, More

রিকোমেন্ডেশনঃ 
সব প্যারামিটার চেক করার পর দুটি সিদ্ধান্ত নিতে হয়
১. Usable
২. Non Usable 


সফেনার টেস্টিং এর প্রসিডিউর : ক্যাটায়নিক সফেনার

ক্যাটায়নিক সফেনার টেস্টিং প্রসিডিউর :

ক্যাটায়নিক সফেনার
পজেটিভ চার্জ যুক্ত ফেব্রিক সফেনার কে ক্যাটায়নিক সফেনার বলে,  এটি দেখতে ড্রাই অবস্থায় হলদে মসুর দানার মতো।  এটি সাধারনত সেলুলজিক বা ব্লেড সেলুলজিক ফাইবার এর জব্য ব্যাবহার করা হয়। এটি হাইড্রো ফিলিক সফেনার।
প্রথমে ক্যামিকেল স্টোর থেকে দানাদার সফেনার ফ্লেকক্স নিয়ে আসুন, সেখানে ১৫ গ্রাম পরিমান নিয়ে ২০০ মিলিলিটার ঠান্ডা পানি দিয়ে গোলাতে হবে যাতে করে পুরো সফেনার পানিতে গুলে যায়।  তার পর বাকি ৫০ মিলি পানি দিয়ে বিকারে টোটাল ২০০ মিলির লেভেল করতে হবে।
ডাইং ওয়াস করা নন ফিনিশিং  করা কাপড় নিন আধা গজ এর মতো ২০X ১৫ চিকন করে দুই ফালি কাপড় কাটুন।
একটি কে বিফোর হিসেবে রাখুন যা ফিনিশিং করা হবে না এবং যারা পরবর্তিতে স্যাম্পল দিয়ে ফিনিশিং করা কাপড় এর সাথে স্টেন্ডার্ড হিসেবে কম্পেয়ার করা হবে।

যে সকল প্যারামিটার টেস্ট করা হবে :
1. Appearance
2. Hand Feel
3. Shade Change Grade
4. Foam

কার্যনীতি :
প্রিপারেসন করা সলিউশন কে ল্যাব এর প্যাডারে প্যাডিং করে নিতে হবে।  প্যাডিং করে নেয়ার পর ফেব্রিক কে ল্যাব এর কিউরিং ১.২৫ মিনিট মেশিনে শুকাতে হবে। 

রেজাল্টঃ

১. কাপড় শুকানো হয়ে গেলে একে ডাইং আফটার ওয়াস এর সাথে CMC টেস্ট করতে হবে এটি কি পরিমান সেড চেঞ্জ করে তার গ্রেডিং করতে হবে

২. হেন্ড ফিল চেক করতে হবে সফট হয়েছে কিনা।

৩. সলিউশন এর এপিয়ারেন্স ক্লিয়ার কিনা দেখতে হবে।

৪.  সলিউশন ফোম তৈরি করে কিনা তা দেখতে হবে।

৫. ফেব্রিক এর উপর সফেনার এর স্পট আসে কিনা তা দেখতে হবে।
এখানে
1. Appearance হতে পারে Cloudy, Clear
2. Hand Feel হতে পারে Soft, Hard.
3. Shade Change Grade হতে পারে 1,2,3,4,5
4. Foaming হতে পারে  Slightly, More

রিকোমেন্ডেশনঃ 
সব প্যারামিটার চেক করার পর দুটি সিদ্ধান্ত নিতে হয়
১. Usable
২. Non Usable 


কোন মন্তব্য নেই: