অফ হোয়াইট, ইক্রু , RFD টাইপের সেড ডাইং ছাড়া মিলানোর নিয়ম - Textile Lab | Textile Learning Blog
অফ হোয়াইট, ইক্রু , RFD  :

মাঝে মাঝে আমাদের একম একটি কালার এর কাপড় ডাইং এর প্রগ্রাম আসে যা দেখতে অনেকেটাই, Off White  RFD, Ecru কালার আর কাছা কাছি।  এই সেড গুলি করা খুবি ঝামেলার ব্যাপার। 
এই সেডে ব্রাইটেনার থাকে না, হোয়াইট নেস কম থাকে ল্যাবরেটরি তে ল্যাব ডিপ সাবমিট করার সময় হালকা কালার দেয় যা বাল্ক এ দেয়া যায় না। দিলেও হেভি ওয়াসে কালার থাকে না বা সেড আন ইভেন হয়।
কারন এই সামান্য কালার এর জন্য একে মেশিনে তোলা ডাইং করা খুবি সময় সাপেক্ষ ব্যাপার।



তাই এই ক্ষত্রে গতানুগতিক ডাইং এর প্রসেস থেকে একটু ভিন্ন পন্থানুসরণ করা হয় :
কাপড় নীট হলেঃ

মেশিনে তুলে কাপড় কে স্কাওরিং করে সেড দেখা হয় সেড এর ইয়োলো নেস এর পরিমান কতো,  সোয়াচ এর সাথে মিলিয়ে হোয়াইটনেস ওকে করতে হলে নতুন রেসিপি করে সাবধানে পার অক্সাইড দিতে হবে।




কাপড় ওভেন হলেঃ

১. প্রথমে কাপড় প্রিট্রিটমেন্ট বা ব্যাক প্রসেস এর সময়  এর রেসিপি সেট করতে হয় মুলত অন্য কালার ডাইং এর তুলনায় এই কালার এর স্কাওরিং, ব্লিচ এর সময় পার অক্সাইড কমিয়ে কাপড় ব্লিচ করতে হয়। পরে কাপড় বায়ার সোয়াচ এর সাথে মিলাতে হয়।

২. কাপড় এর কোয়ানটিটি কম হলে জিগারে ব্লিচ করে সেড মিলাতে হয়,  আর চেস্টা থাকে কি ভাবে কালার না দিয়ে ন্যাচারাল ইয়োলো টোন এর কম বেশি করে সেড ওকে করা যায় তা দেখা।

৩. অনেক সময় কাপড় এর GSM কম হলে কন্টিনিউয়াস ব্লিচ এ ইয়োলো নেস কমে যায় আর হোয়াইটনেস বেড়ে যায়,  তাই ডাইং এড়িয়ে ফিনিশিং এই ইয়োলো আপ করার প্লানিং করা হয়।  তার জন্য উপোযোগী মেশিন হলো স্টেনটার।
স্টেনটারে স্পিড,  টেম্পারেচার কন্ট্রোল করে সেড এর ইয়োলো বাড়ানো যায়

স্পিড কমিয়ে টেম্পারেচার বাড়িয়ে দিলে কাপড় এর ইয়োলো হয়ে যাওয়ার প্রবনতা ৯০%।
এক্ষত্রে ছবিতে আমারা স্টেন্ডার্ড এর তুলনায় ইয়োলো কম থাকায় এই উপায় অবলম্বন করেছি।


অফ হোয়াইট, ইক্রু , RFD টাইপের সেড ডাইং ছাড়া মিলানোর নিয়ম

অফ হোয়াইট, ইক্রু , RFD  :

মাঝে মাঝে আমাদের একম একটি কালার এর কাপড় ডাইং এর প্রগ্রাম আসে যা দেখতে অনেকেটাই, Off White  RFD, Ecru কালার আর কাছা কাছি।  এই সেড গুলি করা খুবি ঝামেলার ব্যাপার। 
এই সেডে ব্রাইটেনার থাকে না, হোয়াইট নেস কম থাকে ল্যাবরেটরি তে ল্যাব ডিপ সাবমিট করার সময় হালকা কালার দেয় যা বাল্ক এ দেয়া যায় না। দিলেও হেভি ওয়াসে কালার থাকে না বা সেড আন ইভেন হয়।
কারন এই সামান্য কালার এর জন্য একে মেশিনে তোলা ডাইং করা খুবি সময় সাপেক্ষ ব্যাপার।



তাই এই ক্ষত্রে গতানুগতিক ডাইং এর প্রসেস থেকে একটু ভিন্ন পন্থানুসরণ করা হয় :
কাপড় নীট হলেঃ

মেশিনে তুলে কাপড় কে স্কাওরিং করে সেড দেখা হয় সেড এর ইয়োলো নেস এর পরিমান কতো,  সোয়াচ এর সাথে মিলিয়ে হোয়াইটনেস ওকে করতে হলে নতুন রেসিপি করে সাবধানে পার অক্সাইড দিতে হবে।




কাপড় ওভেন হলেঃ

১. প্রথমে কাপড় প্রিট্রিটমেন্ট বা ব্যাক প্রসেস এর সময়  এর রেসিপি সেট করতে হয় মুলত অন্য কালার ডাইং এর তুলনায় এই কালার এর স্কাওরিং, ব্লিচ এর সময় পার অক্সাইড কমিয়ে কাপড় ব্লিচ করতে হয়। পরে কাপড় বায়ার সোয়াচ এর সাথে মিলাতে হয়।

২. কাপড় এর কোয়ানটিটি কম হলে জিগারে ব্লিচ করে সেড মিলাতে হয়,  আর চেস্টা থাকে কি ভাবে কালার না দিয়ে ন্যাচারাল ইয়োলো টোন এর কম বেশি করে সেড ওকে করা যায় তা দেখা।

৩. অনেক সময় কাপড় এর GSM কম হলে কন্টিনিউয়াস ব্লিচ এ ইয়োলো নেস কমে যায় আর হোয়াইটনেস বেড়ে যায়,  তাই ডাইং এড়িয়ে ফিনিশিং এই ইয়োলো আপ করার প্লানিং করা হয়।  তার জন্য উপোযোগী মেশিন হলো স্টেনটার।
স্টেনটারে স্পিড,  টেম্পারেচার কন্ট্রোল করে সেড এর ইয়োলো বাড়ানো যায়

স্পিড কমিয়ে টেম্পারেচার বাড়িয়ে দিলে কাপড় এর ইয়োলো হয়ে যাওয়ার প্রবনতা ৯০%।
এক্ষত্রে ছবিতে আমারা স্টেন্ডার্ড এর তুলনায় ইয়োলো কম থাকায় এই উপায় অবলম্বন করেছি।


কোন মন্তব্য নেই: