সমস্যা: কাপড় এর GSM কম, কাপড় এর GSM বাড়াতে হবে ?
উপায়:
আমাদের আগের ফেক্টরিতে আমরা মেক্সিমাম ট্রাম্বেল ড্রায়ারে কাপড় এর GSM ওকে করতাম কিন্তু আমাদের বর্তমান ফেক্টরিতে অন্য নিয়মে GSM ওকে করে।
GSM ওকে করা নীটিং বা উইভিং এর রেস্পন্সিবিলিটি, এর GSM নির্ভর করে কাপড় এর কন্সট্রাকশন, স্ট্রাকচার, কাউন্ট এর উপর আর এটি ডাইং ফিনিশিং পর্যন্ত ঠিক রাখতে দরকার ভালো এবং সঠিক উইভ এবং নীট প্লান। দক্ষ টেকনোলজিস্ট এবং সুতা বাঁচানোর প্রবনতা থেকে ফেব্রিকেশন এর সময় এই সমস্যা তৈরি হয়।
কাপড় এর স্টিচ লেন্থ, EPI,PPI ইত্যাদি যদি কম বেশি হয় তবে GSM এর সমস্যা হবে এটি অবধারিত। ডাইং ফিনিশিং এ ৫-১০% রিকোভার করা যায় কিন্তু এতে সেড এর উপর প্রভাব পড়ে যায় তাই শুধু ডাইং ফিনিশিং এর উপর নির্ভর করে কাপড় এর GSM ঠিক করার চিন্তা দুর করতে হবে। এর পরো ডাইং এর কিছু টেকনিক ফলো করে কাপড় এর GSM ঠিক করা হয়।
যদিও এভাবে করা স্টেন্ডার্ড প্রসিডিউর না
আমরা যখন কাপড় ফিনিশিং করি তখন স্টেনটার এর ফিনিশিং ক্যামিকেল যেমন ক্যাটায়নিক সফেনার বা সিলিকন সফেনার এর সাথে বাড়তি আরো দুটি ক্যামিকেল যোগ করা হয় তা হলো ( গ্লিসারিন + ইউরিয়া )। এখানে উভয় ক্যামিকেল এর আলাদা বৈশিষ্ট্য আছে।
গ্লিসারিন
এটি কাপড় এর ওয়েট বাড়ায় এবং কাপড় এর সাথে লেগে থাকে, তা ছাড়াও এটি সেড এর উপর কোন প্রভাব ফেলে না । আর এটি কাপড় এ ডেম্প করে রাখে।
ইউরিয়া
এটি বাতাস থেকে হিউমিডিটি ধরে রাখে
রেসিপিঃ
স্টেনটার এর সাইড টেংকিতে ১০০ লিটার পানির ভেতরে প্রতি লিটারে
২০ গ্রাম করে সফেনার
৪০ গ্রাম করে ইউরিয়া
৫ গ্রাম করে গ্লিসারিন
দিয়ে স্টেনটারে প্যাডিং এবং ফিনিশিং করতে হবে। এখানে GSM ওকে হওয়ার মুল কারন বা ম্যাকানিজম হচ্ছে। নীট কাপড় আফটার ফিনিশিং ওয়াশ হয় না আর ক্যামিকেল গুলিতে এজো, ফফরমালডিহাইড এর মতো ক্ষতিকর ক্যামিকেল নেই আর প্রতিটি ক্যামিকেল সেড চেঞ্জ করে না উভয়ে বাতাস থেকে ময়েসচার গ্রহন করে যার ফলে কাপড় এর ওয়েট বেড়ে যায়। একান্ত সমস্যা হলে ওয়াসে এই ক্যামিকেল গুলি রিমুভ হয়ে যায় তাই এটি GSM বাড়ানোর জন্য ব্যাপক হারে ব্যাবহার করা হয় ।
1 টি মন্তব্য:
আমার টিউব কাপর এর ছিংকেছ এর হিসাব দরকার
একটি মন্তব্য পোস্ট করুন