Woven Fabric এর Construction বোঝার উপায় - Textile Lab | Textile Learning Blog
Woven fabric construction  এর অর্থ ? 

কিছু স্যাম্পল কমন  কন্সট্রাকশন
144x60/20X16+70 D
144x60/20x16
133X78/40/2X40/2
180X85/40X150 D+ 70 D

এখানে,
144 হচ্ছে E P I / END PER INCH ( এর পুরো নাম)

60 হচ্ছে / P P I / pick per inch ( এর পুরো নাম) 

20 = warp কাউন্ট

16 = weft কাউন্ট 

Ne= কাউন্ট ইউনিট 
D= এর পুরো নাম denier  .

যেমন
           100D,70D, 40D  এগুলো দিয়ে বুঝানো হয় ডেনিয়ারের  সংকেত।
এটা সাধারনত ওয়েফট এর সুতার সাথে + করা থাকে,

E P I= warp এর দিকে প্রতি ইঞ্চিতে যে কয়টি সুতা থাকে ( সেলভেজ বরাবর )  তাকে E P I  বলে।

P P I= E P I এর উলটো  ওয়েফটা এর দিকে প্রতি ইঞ্চিতে যে কয়টি সুতা থাকে ( সেলভেজ টু সেলভেজ )  তাকে P P I  বলে।



কিছু তথ্য :

১. ওভেন কাপড় এর কন্সট্রাকশন থেকে কাপড় এর GSM,GLM বের যায়।

২. ওভেন কাপড় এর স্লাব, লায়ক্রা কাপড় এর Width. বরাবর থাকে।

৩. ডেনিয়ার D সাধারনত পলিস্টার, লাইক্রা এর জন্য লিখা হয়।

৪. লাইক্রা কটন সুতার সাথে যোগকরা থাকে যেমন 40+70D।  তবে এটি ওয়ার্প এর সাথে লিখা হয় না।

৫. ৪০/২ এর কথার অর্থ হলো ৪০ কাউন্ট এর দুই সুতা একত্রে টুইস্টিং করা বা ডাবল ইয়ার্ন। এটি ক্যানভাস কাপড় এর ক্ষত্রে ব্যাবহার করা হয়।

৬. ১০০% কটন কাপড় এর ক্ষত্রে ডেনিয়ার উল্লেখ থাকে না,  স্ট্রেস লাইক্রা কাপড় এর ক্ষত্রে ডেনিয়ার উল্লেখ থাকে।

৭. ওয়েফট কাউন্ট এর পরিবর্তে যদি ডেনিয়ার থাকে যেমন:  40X150D,  150D এর অর্থ হচ্ছে  150D ডেনিয়ার এর ফিলামেন্ট ( মাল্টি ফিলামেন্ট,  মনো ফিলামেন্ট ) ।

৮. এখানে কিছু সর্ট ফর্ম জেনে রাখা ভালো
Tw = Twill
St = Shatin
Pop= poplin
sl = slub


Woven Fabric এর Construction বোঝার উপায়

Woven fabric construction  এর অর্থ ? 

কিছু স্যাম্পল কমন  কন্সট্রাকশন
144x60/20X16+70 D
144x60/20x16
133X78/40/2X40/2
180X85/40X150 D+ 70 D

এখানে,
144 হচ্ছে E P I / END PER INCH ( এর পুরো নাম)

60 হচ্ছে / P P I / pick per inch ( এর পুরো নাম) 

20 = warp কাউন্ট

16 = weft কাউন্ট 

Ne= কাউন্ট ইউনিট 
D= এর পুরো নাম denier  .

যেমন
           100D,70D, 40D  এগুলো দিয়ে বুঝানো হয় ডেনিয়ারের  সংকেত।
এটা সাধারনত ওয়েফট এর সুতার সাথে + করা থাকে,

E P I= warp এর দিকে প্রতি ইঞ্চিতে যে কয়টি সুতা থাকে ( সেলভেজ বরাবর )  তাকে E P I  বলে।

P P I= E P I এর উলটো  ওয়েফটা এর দিকে প্রতি ইঞ্চিতে যে কয়টি সুতা থাকে ( সেলভেজ টু সেলভেজ )  তাকে P P I  বলে।



কিছু তথ্য :

১. ওভেন কাপড় এর কন্সট্রাকশন থেকে কাপড় এর GSM,GLM বের যায়।

২. ওভেন কাপড় এর স্লাব, লায়ক্রা কাপড় এর Width. বরাবর থাকে।

৩. ডেনিয়ার D সাধারনত পলিস্টার, লাইক্রা এর জন্য লিখা হয়।

৪. লাইক্রা কটন সুতার সাথে যোগকরা থাকে যেমন 40+70D।  তবে এটি ওয়ার্প এর সাথে লিখা হয় না।

৫. ৪০/২ এর কথার অর্থ হলো ৪০ কাউন্ট এর দুই সুতা একত্রে টুইস্টিং করা বা ডাবল ইয়ার্ন। এটি ক্যানভাস কাপড় এর ক্ষত্রে ব্যাবহার করা হয়।

৬. ১০০% কটন কাপড় এর ক্ষত্রে ডেনিয়ার উল্লেখ থাকে না,  স্ট্রেস লাইক্রা কাপড় এর ক্ষত্রে ডেনিয়ার উল্লেখ থাকে।

৭. ওয়েফট কাউন্ট এর পরিবর্তে যদি ডেনিয়ার থাকে যেমন:  40X150D,  150D এর অর্থ হচ্ছে  150D ডেনিয়ার এর ফিলামেন্ট ( মাল্টি ফিলামেন্ট,  মনো ফিলামেন্ট ) ।

৮. এখানে কিছু সর্ট ফর্ম জেনে রাখা ভালো
Tw = Twill
St = Shatin
Pop= poplin
sl = slub


কোন মন্তব্য নেই: