ডাইং এ চোখের ক্লান্তি দুর করার মজার উপায় | Dyeing Tips - Textile Lab | Textile Learning Blog
কালার থিউরি

রাশিয়ান প্লেন গুলির ককপিটে  তারা প্যানেল বোর্ডে টার্কিশ কালার বা স্কাই ব্লু কালার ব্যাবহার করে এর কারন কি কারো জানা আছে ?

এর কারন হলো তারা দৈর্ঘ সময় আলোর ভেতরে বিমান চালায় এতে তাদের চোখে ক্লান্তি চলে আসে আর টার্কিশ কালার চোখের স্ট্রেস মিনিমাইজ করে।

এখন ডাইং মাস্টার যারা সব সময় আলোতে বা লাইট বক্সে  কাজ করেন তারা স্ট্রেস অনুভব করেন চোখে যার দরুন তারা সেড এর টোন এবং ডেপথ অনেক সময় ধরতে পারেন না তার মাঝে মাঝে এই উপায় অবলম্বন করতে পারেন।  তা না হলে কালো কিছুর দিকে তাকান এমনি আপনার চোখের স্ট্রেস কমবে।
ডাইং এর সেড দেখার রুম ডার্ক এবং ব্লাক থাকে এতে লাইট এর রিফ্লেকশন হয়।

ডাইং এ চোখের ক্লান্তি দুর করার মজার উপায় | Dyeing Tips

কালার থিউরি

রাশিয়ান প্লেন গুলির ককপিটে  তারা প্যানেল বোর্ডে টার্কিশ কালার বা স্কাই ব্লু কালার ব্যাবহার করে এর কারন কি কারো জানা আছে ?

এর কারন হলো তারা দৈর্ঘ সময় আলোর ভেতরে বিমান চালায় এতে তাদের চোখে ক্লান্তি চলে আসে আর টার্কিশ কালার চোখের স্ট্রেস মিনিমাইজ করে।

এখন ডাইং মাস্টার যারা সব সময় আলোতে বা লাইট বক্সে  কাজ করেন তারা স্ট্রেস অনুভব করেন চোখে যার দরুন তারা সেড এর টোন এবং ডেপথ অনেক সময় ধরতে পারেন না তার মাঝে মাঝে এই উপায় অবলম্বন করতে পারেন।  তা না হলে কালো কিছুর দিকে তাকান এমনি আপনার চোখের স্ট্রেস কমবে।
ডাইং এর সেড দেখার রুম ডার্ক এবং ব্লাক থাকে এতে লাইট এর রিফ্লেকশন হয়।

কোন মন্তব্য নেই: