স্পিনিং এর জন্য ভাইবা প্রশ্ন - Textile Lab | Textile Learning Blog
job

স্পিনিং এর জন্য ভাইবা প্রশ্ন

স্পিনিং এর প্রশ্ন কালেকশন:

1. স্পিনিং মিলের ওয়েস্টেজগুলোর নাম লিখ?

2. অটো-কোন মেশিনের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?

3. রিং ফ্রেমের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?

4. সিমপ্লেক্স মেশিনের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?

5. ড্র-ফ্রেমের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?

6. কার্ডিং মেশিনের মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো লিখ। 

7. যেকোন মেশিনের সিডিউল মেইনটেনেন্সের সময় করণীয় কাজগুলো কি?

8. কিলোটেক্স কি?

9. ইম্পারফেকশন কি?

10. উসটার টেসটার মেশিন কি কাজে ব্যবহৃত হয়।

11. উসটার আফিস মেশিনের মডিউলগুলো কি কি?

12. মাইক্রোনেয়ার মডিউলে কি পরিমাপ করা হয়?

13. বেল ম্যানেজমেন্ট কি?

14. সুতার গুনগত মান সঠিক রাখতে প্রোডাকশনের প্রতিটি পর্যায়ে অত্যাবশ্যকীয় কাজ গুলো কী কী?

15. কম্পেক্ট স্পিনিং কি?

16. কমপেক্ট স্পিনিং এর সুবিধাগুলো কি?


17. অটোকোনের কত ধরণের অপারেটর থাকে

18. রিং ফ্রেমে কত ধরণের অপারেটর থাকে?

19. রিং ফ্রেমের কাজগুলো কি কি?

20. সিমপ্লেক্স মেশিনে একজন অপারেটর এর কাজগুলো কি কি?

21. একটি কম্বার মেশিনে কয়টি ল্যাপ ফিড করতে হয়?

22. ল্যাপ ফর্মারের ডাবলিং কত?

23. ড্র-ফ্রেম কয় ধরণের হয়?

24. ড্র-ফ্রেমের স্পিড কত?

25. ড্র-ফ্রেমের ডাবলিং কত?

26. কার্ডিং ক্যানে কত মিটার স্লাইভার থাকে?

27. কার্ডিং মেশিনের বিভিন্ন অংশের নাম লিখ?

28. ব্লো-রুমের ক্লিনিং মেশিনগুলো কি কি?

29. ইয়ার্ণ এর গুনাবলী গুলো কী কী ?

30. ফাইবারের ৩টি গুনাবলী লিখ ।

31. তুলার ভিতর কী কী অপদ্রব্য থাকতে পারে ?

32. ব্লোরুম এর কাজ কী?

33. কার্ডিং মেশিনের কাজ কী?

34. ল্যাপ ফর্মার এর কাজ কী?

35. রিং মেশিনের কাজ কী?

36. কম্বড প্রসেস টি লিখ

37. স্পিনিং বলতে কী বুঝ?

38. ইয়ার্ণ কী ?

39. স্লাইভার কী ?

40. পণ্যের কোয়ালিটি বলতে কী বুঝ ?

41. ওয়াস্টেজ কী ?

42. কারখানায় আগুন লাগলে করণীয় কী?

43. আগুন নিভানোর ৩টি যন্ত্রের নাম লিখ

কোন মন্তব্য নেই: