RFT : Right First Time টেক্সটাইল এর RFT - Textile Lab | Textile Learning Blog
RFT :  Right First Time 

অনেকে রিপ্রসেস মুক্ত প্রসেস বলে থাকেন
অনেক দিন যাবত RFT এর ইম্পলিমেন্টেশন নিয়ে কাজ করতে গিয়ে আমি এক জায়গায় এর ইম্পলিমেন্টেশন করতে পেরেছি তা হলো আমাদের ইসলামপুর এর বায়ার বা লোকাল বায়ার এর কাপড় ডাইং করা। হাস্যকর শোনা গেলেও এদের কাপড় ডাইং করতে সেড এর তেমন বাধা নেই ১৫-২০ সেড হলেও এদের চলে,  প্রাইস এক্সপোর্ট রেইট এর মতো এদের কাপড় এক রেসিপিতে বারে বারে ডাইং করি সেড এর সমস্যা নেই এদের  চাহিদা এমন যেমন : রেড  যেনো ব্লাক হয়ে না যায় :D ।

ফেক্টরিতে RFT র ইম্পলিমেন্টেশন যে ভাবে করা যেতে পারে :

১. ফেক্টরির ম্যান পাওয়ার দক্ষ ও অভিজ্ঞ হতে হবে ।

২. ব্রেন্ডেড ক্যামিকেল ডাইজ ব্যাবহার করতে হবে ।

৩. ভালো র ম্যাটেরিয়াল ব্যাবহার করতে হবে।

৪. ডাই হাউস অটো মোশন ব্যাবহার করতে হবে যেমন অটো ডজিং,  ডিস্পেন্সার।

৫. প্রসেস টাইম বাড়িয়ে দিতে হবে যাতে প্রসেস ভালো সুন্দর হয় বিষেস করে প্রিট্রিটমেন্ট।

৬. বড় বড় লট ডাইং করা আর প্রডাকশন থেকে p p  স্যাম্পল করা।  pp এপ্রুভ হলে প্রডাকশন সরাসরি ডেলিভারি,  pp প্রথম সাবমিশনে এপ্রুভ হওয়ার চান্স ৯৫%।

৭. RFT প্রতিস্টায় সবার সমন্নয় জরুরী যেমন ডাইং +ইন্সপেকশন + কাটিং+ মার্চেন্ডাইজার + কোয়ালিটি ।  এতে গার্মেন্টস এর লোকরা এমন ভাবে কাজ করবে যেনো তারা  সেড কে প্রথম চান্সে ওকে করে ফেলতে পারে।


RFT : Right First Time টেক্সটাইল এর RFT

RFT :  Right First Time 

অনেকে রিপ্রসেস মুক্ত প্রসেস বলে থাকেন
অনেক দিন যাবত RFT এর ইম্পলিমেন্টেশন নিয়ে কাজ করতে গিয়ে আমি এক জায়গায় এর ইম্পলিমেন্টেশন করতে পেরেছি তা হলো আমাদের ইসলামপুর এর বায়ার বা লোকাল বায়ার এর কাপড় ডাইং করা। হাস্যকর শোনা গেলেও এদের কাপড় ডাইং করতে সেড এর তেমন বাধা নেই ১৫-২০ সেড হলেও এদের চলে,  প্রাইস এক্সপোর্ট রেইট এর মতো এদের কাপড় এক রেসিপিতে বারে বারে ডাইং করি সেড এর সমস্যা নেই এদের  চাহিদা এমন যেমন : রেড  যেনো ব্লাক হয়ে না যায় :D ।

ফেক্টরিতে RFT র ইম্পলিমেন্টেশন যে ভাবে করা যেতে পারে :

১. ফেক্টরির ম্যান পাওয়ার দক্ষ ও অভিজ্ঞ হতে হবে ।

২. ব্রেন্ডেড ক্যামিকেল ডাইজ ব্যাবহার করতে হবে ।

৩. ভালো র ম্যাটেরিয়াল ব্যাবহার করতে হবে।

৪. ডাই হাউস অটো মোশন ব্যাবহার করতে হবে যেমন অটো ডজিং,  ডিস্পেন্সার।

৫. প্রসেস টাইম বাড়িয়ে দিতে হবে যাতে প্রসেস ভালো সুন্দর হয় বিষেস করে প্রিট্রিটমেন্ট।

৬. বড় বড় লট ডাইং করা আর প্রডাকশন থেকে p p  স্যাম্পল করা।  pp এপ্রুভ হলে প্রডাকশন সরাসরি ডেলিভারি,  pp প্রথম সাবমিশনে এপ্রুভ হওয়ার চান্স ৯৫%।

৭. RFT প্রতিস্টায় সবার সমন্নয় জরুরী যেমন ডাইং +ইন্সপেকশন + কাটিং+ মার্চেন্ডাইজার + কোয়ালিটি ।  এতে গার্মেন্টস এর লোকরা এমন ভাবে কাজ করবে যেনো তারা  সেড কে প্রথম চান্সে ওকে করে ফেলতে পারে।


কোন মন্তব্য নেই: