ওয়েটিং এজেন্ট এর মেকানিজম
ওয়েটিং এজেন্ট মূলত পানির সারফেস টেনশন ভাঙার জন্য ব্যববহার করা হয়। পানির অনুগুলোর অবস্থা খুব কাছাকাছি থাকায় এদের সারফেস টেনশন ক্রিয়েট হয়ে থাকে। ওয়েটিং এজেন্ট দিলে পানির অনুগুলোর অবস্থান ভেঙে গিয়ে একে অন্যের থেকে দূরে চলে যায় এবং কঠিন পদার্থ পানির সাথে গিয়ে ফেব্রিকে ঢুকতে সাহায্য করে।
ওয়েটিং এজেন্ট সারফেকটেন্ট নামে পরিচিত
এটি এক প্রকার রাসায়নিক যেটা কি না ডিসর্পস্টেস এবং ইমালসিফার নিয়ে কাজ করে।
ডিজর্পস্টেস পানি থেকে তেল ও তরলকে আলাদা করে আবার ইমালসিফারের মাধ্যমে তেল এর মত তরল আর পানিকে একসাথে করে। ওয়েটিং এজেন্ট দিলে পানি ভেঙে ছোট ছোট কনায় পরিনত হয় এবং এই কনাকে মাইসেল বলে। মাইসেল গুলো পানির মধ্যে থেকে বড় বড় গুচ্ছে পরিনত হয় যা পানি আকর্ষী আর পানি বিকর্ষী মধ্যবর্তী স্থানে রিং তৈরী করে। ওয়েটিং এজেন্ট দিলে পানি, বিকর্ষী রিং এর বাইরে গিয়ে অন্যান্য উপাদান গুলোকে আকর্ষন করে এবং ফেব্রিকের ভিতরে ঢুকে।
লেখা : রেজাউল রিদয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন