প্রিন্টিং করার আগে কাপড় ব্যাচিং করে নেয়া হয় কেনো - Textile Lab | Textile Learning Blog
প্রিন্টিং ব্যাচিং :
কাপড়কে প্রিন্টিং করার আগে আমরা কাপড়কে স্টেন্টারে কিছুটা টেনে ব্যাচারে পেচানো হয় জেনো কাপড়ে কোনো ক্রিজ না থাকে এবং প্রিন্টিং করতে সুবিধা হয়।

ব্যাচিং এর কিছু সুবিধে আছে :

১. তা হলো ব্যাচিং করার ফলে কাপড়ে বিফোরে ছেড়া ফাটা থাকলে তা দুর হয়ে যায়, এবং তাকে সেলাই দিয়ে দেয়া যাবে।

২. কাপড় এর ডায়া ইউনিফর্ম হবে।

৩. কাপড় এর ক্রিজ থাকে না।





৪. ট্রলি বা পাট্টা থেকে কাপড় চালালে কাপড়ে ক্রিজ বা ভাংগা যায় প্রিন্টিং মেশিনে।


প্রিন্টিং করার আগে কাপড় ব্যাচিং করে নেয়া হয় কেনো

প্রিন্টিং ব্যাচিং :
কাপড়কে প্রিন্টিং করার আগে আমরা কাপড়কে স্টেন্টারে কিছুটা টেনে ব্যাচারে পেচানো হয় জেনো কাপড়ে কোনো ক্রিজ না থাকে এবং প্রিন্টিং করতে সুবিধা হয়।

ব্যাচিং এর কিছু সুবিধে আছে :

১. তা হলো ব্যাচিং করার ফলে কাপড়ে বিফোরে ছেড়া ফাটা থাকলে তা দুর হয়ে যায়, এবং তাকে সেলাই দিয়ে দেয়া যাবে।

২. কাপড় এর ডায়া ইউনিফর্ম হবে।

৩. কাপড় এর ক্রিজ থাকে না।





৪. ট্রলি বা পাট্টা থেকে কাপড় চালালে কাপড়ে ক্রিজ বা ভাংগা যায় প্রিন্টিং মেশিনে।


কোন মন্তব্য নেই: