প্রবলেম : স্টেনটার এর চেইন জ্যাম, স্পিড কম।
আমাদের ব্রুকনার এর চেইন কিছু দিন যাবত ঘুরছিল না স্পিড মনিটরে যা শো করছিল তার চেয়ে একচুয়াল স্পিড কম ছিলো।
ম্যাকানিকাল এর লোক জন চেক করে দেখে এর ভেতরে সেলভেজে এর সুতা জ্যাম হয়ে গ্রিজ এর সাথে মিশে চেইন এর চলাচলে বাধা দিচ্ছিল।
ক্লিন করার নিয়ম
আমাদের স্টেনটার এর চেইন এর ক্লিপ গুলে খুলে আমরা প্রথমে আমাদের পুরাতন জিগারে ভেতরে ঢুকিয়ে একে প্রথমে গরম পানি দিয়ে সেদ্ধ করেছি, পরে প্রথম গরম পানি ড্রেন করে আমার পানি নিয়ে পানি হিট দিয়ে এবার ৪ কেজি ভিম দিয়ে আবার একে সেদ্ধ করে নরমাল পানি দিয়ে ওয়াস করেছি । আরো কিছু নিয়ম ছিলো ওয়াস এর যা আমার GM করতে দেয় নি ভয়ে।
মেটাল ক্লিনিং এর নিয়ম
১. গরম পানিতে ১০০০ লিটারে ২০ কেজি কস্টিক দিয়ে চেইন গুলিকে বা যে কোন পার্টস কে সেদ্ধ করা হয়, এতে কাস্টিক তেল চর্বির সাথে সেফোনিফিকেশন রিয়েকশন করে তেল চর্বিকে পানিতে সলিউবল করে দেয়।
২. ৫০০ লিটার এর মতো কেরোসিন লাগে এক সাইড এর ক্লিপ, পিন, চেইন ক্লিন করতে, তবে কেরোসিন এর সমস্যা হলো এটি মেটাল কে খসখসে করে দেয়।
৩. মেটাল এর জং বা রাস্ট দুর করতে অক্সালিক এসিড দিয়ে মেটাল সেদ্ধ করলে মেটাল এর রাস্ট দুর হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন