পাফ প্রিন্টিং, PUFF Print কি জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
পাফ প্রিন্টিং : PUFF Print

ইংরেজিতে মুড়ির মিনিং হলো পাফট রাইস যাই হোক ভাজা চাল বা ফোলা চাল যাই হোক না কেনো,  প্রিন্টিং এর সময় কিছু ক্যামিকেল ব্যাবহার করে প্রিন্টিং করলে কাপড় এর প্রিন্টেড এরিয়া ফুলে ওঠে কাপড় এর ব্যাক সাইডে গর্ত সৃস্টি হয় ।  ফুলে ওঠা এই বৈশিষ্ট্যর জন্য এই প্রিন্টিং কে পাফ প্রিন্টিং বলা হয়।

এটি এক প্রকার এম্বোস প্রিন্টিং




পাফ প্রিন্টিং করা হয় এক প্রকার প্লাস্টিসল ইংক ( রাবার ) এবং  রিয়েক্টিভ ফোমিং এজেন্ট যা হিট এর উপস্থিতিতে ফুলে ওঠে কাপড় এর ভেতরে অনেকটাই 3D. ইফেক্ট  বা জ্যাকার্ড ইফেক্ট তৈরি করে।
এই প্রিন্টিং এর মজার বিষয় হলো এটি প্রিন্টিং এর পর নরমাল পিগমেন্ট প্রিন্টিং এর মতো লাগে কিন্তু কিউরিং এর পর ফেব্রিক এর ডাইমেনশন দেখে  বোঝা যায় এটি পাফ প্রিন্টিং করা

পাফ প্রিন্টিং, PUFF Print কি জেনে নিন

পাফ প্রিন্টিং : PUFF Print

ইংরেজিতে মুড়ির মিনিং হলো পাফট রাইস যাই হোক ভাজা চাল বা ফোলা চাল যাই হোক না কেনো,  প্রিন্টিং এর সময় কিছু ক্যামিকেল ব্যাবহার করে প্রিন্টিং করলে কাপড় এর প্রিন্টেড এরিয়া ফুলে ওঠে কাপড় এর ব্যাক সাইডে গর্ত সৃস্টি হয় ।  ফুলে ওঠা এই বৈশিষ্ট্যর জন্য এই প্রিন্টিং কে পাফ প্রিন্টিং বলা হয়।

এটি এক প্রকার এম্বোস প্রিন্টিং




পাফ প্রিন্টিং করা হয় এক প্রকার প্লাস্টিসল ইংক ( রাবার ) এবং  রিয়েক্টিভ ফোমিং এজেন্ট যা হিট এর উপস্থিতিতে ফুলে ওঠে কাপড় এর ভেতরে অনেকটাই 3D. ইফেক্ট  বা জ্যাকার্ড ইফেক্ট তৈরি করে।
এই প্রিন্টিং এর মজার বিষয় হলো এটি প্রিন্টিং এর পর নরমাল পিগমেন্ট প্রিন্টিং এর মতো লাগে কিন্তু কিউরিং এর পর ফেব্রিক এর ডাইমেনশন দেখে  বোঝা যায় এটি পাফ প্রিন্টিং করা

কোন মন্তব্য নেই: