ড্রপ মার্ক কি, কেনো হয় এটি কারন এবং প্রতিকার | Fabric Drop Matk - Textile Lab | Textile Learning Blog
ড্রপ মার্ক

এটি হয় সাধারনত ব্লিচিং সময় বা মার্সারাইজেশন এর সময়,  বিভিন্ন সময় মেশিন আর বাইরের টেম্পারেচার কমে গিয়ে ময়েসচার জমে যায় আর এটি মেশিনে খোলা অংশে গিয়ে কাপড় এর উপরে পড়ে ,  আর এই জমে থাকা ময়েসচার এর সাথে তেল,  আয়রন মিক্সড হয়ে যখন এটি কাপড় এর উপরে পড়ে তখন কাপড় এই ওই অংশে এব্জরবেন্সি নস্ট হয়ে যায় যার ফলে এটি আর ব্লিচ,  মার্সারাইজিং ক্যামিকেল পায় না  । এব্জরবেন্সি হীন এই ড্রপ গুলি ভিজিবল হয়ে ওঠে। ডাইং এর সময় এটি কালার ক্যামিকেল কায় না যার ফলে ডাইং ফিনিশিং শেষে এটি সাদা সাদা ড্রপ এর মতো লাগে।

সতর্কতা:

১. মেশিন ঢেকে রাখুন আর গ্লাস এর উইন্ডো গুলি লক করে রাখুন।

২. মেশিন আগে ভালো করে হিট তুলে শুকিয়ে নিন।

৩. এক্সজোস্ট ফ্যান গুলি চালিয়ে রাখুন।

৪. ফ্লোর এর সেডে ময়েসচার জমলে ব্লিচ,  মার্সারাইজেশন করা কাপড় পলি দিয়ে ঢেকে রাখুন।

নোট
এটি হয়ে গেলে দুর করার উপায় নেই,  তাই সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ।

ড্রপ মার্ক কি, কেনো হয় এটি কারন এবং প্রতিকার | Fabric Drop Matk

ড্রপ মার্ক

এটি হয় সাধারনত ব্লিচিং সময় বা মার্সারাইজেশন এর সময়,  বিভিন্ন সময় মেশিন আর বাইরের টেম্পারেচার কমে গিয়ে ময়েসচার জমে যায় আর এটি মেশিনে খোলা অংশে গিয়ে কাপড় এর উপরে পড়ে ,  আর এই জমে থাকা ময়েসচার এর সাথে তেল,  আয়রন মিক্সড হয়ে যখন এটি কাপড় এর উপরে পড়ে তখন কাপড় এই ওই অংশে এব্জরবেন্সি নস্ট হয়ে যায় যার ফলে এটি আর ব্লিচ,  মার্সারাইজিং ক্যামিকেল পায় না  । এব্জরবেন্সি হীন এই ড্রপ গুলি ভিজিবল হয়ে ওঠে। ডাইং এর সময় এটি কালার ক্যামিকেল কায় না যার ফলে ডাইং ফিনিশিং শেষে এটি সাদা সাদা ড্রপ এর মতো লাগে।

সতর্কতা:

১. মেশিন ঢেকে রাখুন আর গ্লাস এর উইন্ডো গুলি লক করে রাখুন।

২. মেশিন আগে ভালো করে হিট তুলে শুকিয়ে নিন।

৩. এক্সজোস্ট ফ্যান গুলি চালিয়ে রাখুন।

৪. ফ্লোর এর সেডে ময়েসচার জমলে ব্লিচ,  মার্সারাইজেশন করা কাপড় পলি দিয়ে ঢেকে রাখুন।

নোট
এটি হয়ে গেলে দুর করার উপায় নেই,  তাই সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ।

কোন মন্তব্য নেই: